Last update: 2025-11-12_Wed_20.00h (Amsterdam time)
Change your preferences in LoyceV's notification bot.
See Notifications for others.
Crypto Library receives Notifications when he's quoted or mentioned
Ignore list:
Posts from these users are ignored:
1. Crypto Library
Posts in these topics are ignored:
none
Username "Crypto Library" occurred in the following posts (quoted and/or mentioned):
1. Post 66040245 (unedited backup) (by Btcloop) (scraped on Wed Nov 12 20:00:32 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
মার্কেটে খালি লিকুইডেশন আর লিকুইডেশন হচ্ছে, বিটকয়েন ১ লাখ ৬ এর উপরে গিয়ে ছিল এখন আবার ডাউন খাওয়া শুরু করেছে এই ধাক্কায় মনে হয় বিটকয়েন এক লাকের নিচে নেমে যাবে? কি বলেন?
আপনি যেমনটা ভাবতাছেন, আমিও এমনই ভাবতেছি। কিন্তু সবাই যদি এমন ভাবনা রাখে, তাইলে এর বিপরীতটাই হবে।

এখন যদি কিছু বিষয় নজরে নেই, তাহলে দেখবেন যে USA-China এর tarif নিয়ে পন্দাপন্দি একটু কম আর গত কিসুদিনে insitutional বিনিয়োগকারীরা কিংবা company গুলো বিটকয়েন ক্রয় করেছে। তাদের যদি ক্রয় করা শেষ হয় এবং কোনো tarif নিয়ে খারাপ সংবাদ নাহ আসে, তাইলে মার্কেট হইত ১১০ হাজারে যাবে। এরপর আবার কমতে পারে, নইলে আপনি যেমনটা বললেন বিটকয়েন আবার ১০০ এর কম মূল্যে চইলা যাবে।
জ্বী আমি আপনার সাথে সহমত পোষন করছি । USA-china এই সব কম্পানি গুলো যে বিট কয়েন কিনছে তাদের কিনা শেষ হলে আবার মার্কেট কিছুদিন স্থিতিশীল থাকবে। যদি তারা সেগুলো সেল না করে কিছুদিন স্টক করে রাখে সেক্ষেতে এটা ১১০ হাজারের ও বেশি পৌছাতে পারে।আর যদি খারাপ সংবাদ আসে তাহলে এটা ১০০ এর কমে মূল্য চলে যাবার আসংখ্যা আছে বলে আমি মনে করি।
2. Post 66039390 (unedited backup) (by Momin_Official) (scraped on Wed Nov 12 16:13:31 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
বাই দা ওয়ে---
ভাই কয়দিন আগে মনে হয় বলছিলেন যে ফোরাম নিয়ে কোর্স বানাবেন যদিও ফান হিসেবে বলেছিলেন আমার মনে হয় এখন আপনার সময় হয়ে গিয়েছে কোর্স বানানো এবং সেই সাথে সাথে সেল করা।
যদি আমি এরকম কিছু ফান করেই বলেছিলাম। কিন্তু আসলে তাবিজ বিক্রেতারাই সব সময় এগিয়ে থাকে। যে ফাইভার সেলার জীবনের প্রথম অর্ডার কমপ্লিট করার পড় কোর্স বানিয়ে সেল করে, সেই তো লাভবান। বাংলাদেশে মানুষ যা ইনকাম করে, তার অর্ধেক আসে আবার কোর্স সেল করে। কেডিপি নিয়ে আমার আগ্রহ ছিল। ইভেন একটা কোর্স অব্দি কিনেছিলাম। তারপর জানলাম যে প্রতি বছরে এরকম ৪ টা কোর্স সেল করে, আর প্রতিটা সেশনে ১৫০+ লোক এই কোর্স এ এনরোল করে। প্রতি জন্মের কাছ থেকে ১০ হাজার করে নিলে ৪ মাসে ১৫ লাখ টাকা খারাপ না। এরকম কয়েক বছর সেল করলে তো ভালই আসলে।
বিটকয়েন ফোরাম নিয়ে মজা করে বললেও, ক্রিপ্টো নিয়ে যে ধারনা আমাদের আছে, এগুলা নিয়ে আসলেই একটা কোর্স বানিয়ে সেল করা যাবে।চটকদার বিজ্ঞাপন ই সব আসলে। ভেতরে কি আছে সেটা কেউ দেখে না। যাই হোক, এগুলা আসলে সম্ভব না। মানুষের গালি খাওয়ার মতো ধৈর্য আমার নাই।
কোর্সের কথা যেহেতু বলতেছেন এখানে আমার একটি ঘটনা বলি.....................
আমিও কিনতে চাই। দাম কতো কোর্সের?

ভাই আপনার কথা আমার ভাল লাগছে।কষ্ট করে এতটুকু বলছেন তাই অনেক। এখন আমি যেটি ভাবছি তা হলো শুধু পড়াশোনা করেই কি আপনাদের ওই পর্যায়ে যেতে পারব? নাকি আরও রহস্য আছে দয়া করে সঠিক পথে চলার জন্য কিছু একটা পরামর্শ দিবেন।
আর শেষ কথা হলো আমাদের বাংলাদেশের এই থ্রেডে কিছু ইউজার দেখলাম ইংরেজি বোর্ডে গিয়ে টেকনিক্যাল বিষয়ে আলোচনা করে।টেকনিক্যাল বিষয়গুলো তো শুধু পড়াশোনা করে শেখা যায় না।আমার মাথায় আসে না।সেক্ষত্রে কি করতে পারি? মানে হলো টেকনিক্যাল বিষয়গুলো কিভাবে শিখব? এই বিষয় গুলোর উপর সিনিয়র অভিজ্ঞরা নিজ নিজ ভাষায় আলোকপাত করলে উপকৃত হব
পড়ুন 
উপরওয়ালার নামে, এর থেকে সোজাসাপ্টা বেটার উত্তর নাই আমার কাছে! কে কি রিপ্লাই করতেছে কি নিয়ে আলোচনা করতেছে ভালোমতো পড়ুন। তাতেও যদি কাজ না হয়, তাহলে আস্তে করে টপিকের নামটা কপি করে গুগলে সার্চ করুন, হাজার হাজার তথ্য পাবেন। তাতেও না হলে ইউটিউবে ভিডিও দেখুন। সর্বশেষ আমাদের লেটেস্ট মাল, ChatGPT বাবারে জিগান, ঐ ই বুঝায় দিবে। এর পরেও না বুঝলে তাহলে নাকে তেল দিয়ে মুড়ি খান।
ভাই আপনিতো ইয়ার্কি করবেনই।কারণ আপনিতো উইঠা গেছেন। ক্ষমতা এখন আপনার হাতে।আপনি কিছুদিন পর কিংবদন্তি হবেন।আর এটা আমি তৃতীয় নয়ন দিয়ে দেখতে পাচ্ছি। আপনি কি আর আমাদের মতো নতুনদের কষ্ট বুঝবেন নাকি।আপনি তো নাকে তেল দিয়ে মুড়ি খান নাই।তাহলে আমাকে কেনো বলতাছেন। আপনার এত বড় হওয়ার বিষয়টি কি শুধু পড়াশোনাই করা? কারণ আমি আপনার পোষ্টও পড়েছি। আপনিও টেকনিক্যাল বিষয়ে বেশ দক্ষ। আমাকে আপনার হিরো মেম্বার হওয়ার গোপন রহস্য বলে দেন। আর যদি জানার পর ও না বলেন কিভাবে আমি আপনাদের মতো বড় হবো।তাহলে বদদোয়া দেবো বিয়া করতে পারবেন না।
3. Post 66039164 (unedited backup) (by DYING_S0UL) (scraped on Wed Nov 12 15:13:43 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
বাই দা ওয়ে---
ভাই কয়দিন আগে মনে হয় বলছিলেন যে ফোরাম নিয়ে কোর্স বানাবেন যদিও ফান হিসেবে বলেছিলেন আমার মনে হয় এখন আপনার সময় হয়ে গিয়েছে কোর্স বানানো এবং সেই সাথে সাথে সেল করা।
যদি আমি এরকম কিছু ফান করেই বলেছিলাম। কিন্তু আসলে তাবিজ বিক্রেতারাই সব সময় এগিয়ে থাকে। যে ফাইভার সেলার জীবনের প্রথম অর্ডার কমপ্লিট করার পড় কোর্স বানিয়ে সেল করে, সেই তো লাভবান। বাংলাদেশে মানুষ যা ইনকাম করে, তার অর্ধেক আসে আবার কোর্স সেল করে। কেডিপি নিয়ে আমার আগ্রহ ছিল। ইভেন একটা কোর্স অব্দি কিনেছিলাম। তারপর জানলাম যে প্রতি বছরে এরকম ৪ টা কোর্স সেল করে, আর প্রতিটা সেশনে ১৫০+ লোক এই কোর্স এ এনরোল করে। প্রতি জন্মের কাছ থেকে ১০ হাজার করে নিলে ৪ মাসে ১৫ লাখ টাকা খারাপ না। এরকম কয়েক বছর সেল করলে তো ভালই আসলে।
বিটকয়েন ফোরাম নিয়ে মজা করে বললেও, ক্রিপ্টো নিয়ে যে ধারনা আমাদের আছে, এগুলা নিয়ে আসলেই একটা কোর্স বানিয়ে সেল করা যাবে।চটকদার বিজ্ঞাপন ই সব আসলে। ভেতরে কি আছে সেটা কেউ দেখে না। যাই হোক, এগুলা আসলে সম্ভব না। মানুষের গালি খাওয়ার মতো ধৈর্য আমার নাই।
কোর্সের কথা যেহেতু বলতেছেন এখানে আমার একটি ঘটনা বলি.....................
আমিও কিনতে চাই। দাম কতো কোর্সের?

ভাই আপনার কথা আমার ভাল লাগছে।কষ্ট করে এতটুকু বলছেন তাই অনেক। এখন আমি যেটি ভাবছি তা হলো শুধু পড়াশোনা করেই কি আপনাদের ওই পর্যায়ে যেতে পারব? নাকি আরও রহস্য আছে দয়া করে সঠিক পথে চলার জন্য কিছু একটা পরামর্শ দিবেন।
আর শেষ কথা হলো আমাদের বাংলাদেশের এই থ্রেডে কিছু ইউজার দেখলাম ইংরেজি বোর্ডে গিয়ে টেকনিক্যাল বিষয়ে আলোচনা করে।টেকনিক্যাল বিষয়গুলো তো শুধু পড়াশোনা করে শেখা যায় না।আমার মাথায় আসে না।সেক্ষত্রে কি করতে পারি? মানে হলো টেকনিক্যাল বিষয়গুলো কিভাবে শিখব? এই বিষয় গুলোর উপর সিনিয়র অভিজ্ঞরা নিজ নিজ ভাষায় আলোকপাত করলে উপকৃত হব
পড়ুন 
উপরওয়ালার নামে, এর থেকে সোজাসাপ্টা বেটার উত্তর নাই আমার কাছে! কে কি রিপ্লাই করতেছে কি নিয়ে আলোচনা করতেছে ভালোমতো পড়ুন। তাতেও যদি কাজ না হয়, তাহলে আস্তে করে টপিকের নামটা কপি করে গুগলে সার্চ করুন, হাজার হাজার তথ্য পাবেন। তাতেও না হলে ইউটিউবে ভিডিও দেখুন। সর্বশেষ আমাদের লেটেস্ট মাল, ChatGPT বাবারে জিগান, ঐ ই বুঝায় দিবে। এর পরেও না বুঝলে তাহলে নাকে তেল দিয়ে মুড়ি খান।
4. Post 66038961 (unedited backup) (by Momin_Official) (scraped on Wed Nov 12 14:13:07 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
বাই দা ওয়ে---
ভাই কয়দিন আগে মনে হয় বলছিলেন যে ফোরাম নিয়ে কোর্স বানাবেন যদিও ফান হিসেবে বলেছিলেন আমার মনে হয় এখন আপনার সময় হয়ে গিয়েছে কোর্স বানানো এবং সেই সাথে সাথে সেল করা।
যদি আমি এরকম কিছু ফান করেই বলেছিলাম। কিন্তু আসলে তাবিজ বিক্রেতারাই সব সময় এগিয়ে থাকে। যে ফাইভার সেলার জীবনের প্রথম অর্ডার কমপ্লিট করার পড় কোর্স বানিয়ে সেল করে, সেই তো লাভবান। বাংলাদেশে মানুষ যা ইনকাম করে, তার অর্ধেক আসে আবার কোর্স সেল করে। কেডিপি নিয়ে আমার আগ্রহ ছিল। ইভেন একটা কোর্স অব্দি কিনেছিলাম। তারপর জানলাম যে প্রতি বছরে এরকম ৪ টা কোর্স সেল করে, আর প্রতিটা সেশনে ১৫০+ লোক এই কোর্স এ এনরোল করে। প্রতি জন্মের কাছ থেকে ১০ হাজার করে নিলে ৪ মাসে ১৫ লাখ টাকা খারাপ না। এরকম কয়েক বছর সেল করলে তো ভালই আসলে।
বিটকয়েন ফোরাম নিয়ে মজা করে বললেও, ক্রিপ্টো নিয়ে যে ধারনা আমাদের আছে, এগুলা নিয়ে আসলেই একটা কোর্স বানিয়ে সেল করা যাবে।চটকদার বিজ্ঞাপন ই সব আসলে। ভেতরে কি আছে সেটা কেউ দেখে না। যাই হোক, এগুলা আসলে সম্ভব না। মানুষের গালি খাওয়ার মতো ধৈর্য আমার নাই।
কোর্সের কথা যেহেতু বলতেছেন এখানে আমার একটি ঘটনা বলি। ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে অনেক বেশি আগ্রহ ছিল আমার আর এ কারণে খালিদ ফারহানের আকর্ষণীয় বিজ্ঞাপন দেইখা আমি ৫০% ডিসকাউন্টে ১০ হাজার টাকা দিয়া কোর্স কিনি এ ডিজিটাল মার্কেটিং এর। এরপর আসলে সেই ফোর্স দেখার সেরকম সময় হয় নাই মাঝে মাঝে দেখতাম শেখার চেষ্টা করতাম। তার মাত্র এক মাস পরে দেখি আমি যে পোস্ট কিনছি সেই কোর্সের সকল ভিডিও ইউটিউবে আবার পাবলিস্ট করছে। তাহলে এই কোর্সের মূল্য রইলো কি ? তারপর আবার দেখলাম যে যারা তার কোর্স কিনছে তাদেরকে তার ড্যাশবোর্ডের একসেস দিয়ে দিয়েছে যেখানে তার সকল আপকামিং পোস্ট দেখা যাবে। তারপরও আমি তারে দোষারোপ করিনি এরপরে আমার হঠাৎ করে ল্যাপটপটা নষ্ট হয়ে যায় তখন আমি আমার নতুন ল্যাপটপে সেই অ্যাকাউন্ট যখন লগইন করতে যাই সেই অ্যাকাউন্ট লগইন হয় না কারণ সেখানে সিকিউরিটি ছিল আমার প্রথম ডিভাইসের ম্যাক এড্রেস প্রাইমারি এড্রেস হিসেবে তাদের ডাটাবেজে ছিলো। পরে আমি ইমেইল করি যে আমার নতুন ডিভাইসে কিভাবে এটা লগইন করতে পারি। আমাকে তখন বললে ৩ হাজার টাকা লাগবে নতুন ডিভাইসে লগইন করতে চাইলে। তাইলে দেখেন কত ধরনের বিজনেস। আর এই দিকে এখন খালিদ ফারহান এমনও কোর্স বিক্রি করে যে কিভাবে গাছ লাগাতে হয় এবং গাছের যত্ন করতে হয়। এই হলো অবস্থা। আর এখন ফেসবুকে ঢুকলেই দেখি শুধু কোর্স বিক্রি কোর্স বিক্রি কোর্স বিক্রি। তাইলে আর আপনি কেন বইসা থাকবেন একটা কোর্স বানিয়ে ফেলেন আর মিষ্টি মিষ্টি কথা বইলা এটা বিক্রি করেন, লাভ এর লাভ
ইদানিং নতুন অ্যাকাউন্ট এর পরিমাণ বাংলাতে বেশি দেখা যাইতেছে এটা অবশ্যই ভালো বাংলা কমিউনিটিতে ইউজার বাড়তেছে পোস্ট বাড়তেছে। কিন্তু প্রত্যেকের অবস্থা দেখতেছি সেম যেই নতুন আসে। তার পোস্ট হইতাছে আমি নতুন আমাকে সাহায্য করুন আমি কিভাবে এখানে ভালো করতে পারি। আবার বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু ইনফরমেশন আইন পোস্ট করে সোর্স লিংক দিয়া দিয়া। এগুলো কেমন জানি একঘেয়েমি করে ফেলে সবকিছু।
সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করতে চাই।কিন্তু তারজন্য তো প্রচুর মেধাবী হতে হবে।আপনি যেমন এগিয়ে গেছেন সেভাবেই এগোতে চাই।আমাকে কিছু ভালো পরামর্শ দেন। যাতে করে আমি আপনাদের মতো রেংকে উঠতে পারি।দেখুন ভাইয়া আমাকে শুধু পড়তে বলছে অনেকে।কিন্তু পড়েছি গত এক সপ্তাহে। কিন্তু কিছুই হচ্ছে না। তাই আপনাদের শুরু থেকে বর্তমান পর্যন্ত কি কি করে রেংকে পৌছে গেছেন সেই বিষয়ে বিস্তারিত জানান।দয়া করে বিরক্ত হয়েন না।
সিগনেচার ক্যাম্পেইন করতে মেধাবী হতে হবে না। God Of Thunder এর একটি কোর্স কিনেন এক কোর্সেই আপনার লাইফ সেটেল

যাই হোক ভাই মজা নিলাম একটু। এখানে দেখতে থাকুন কে কিভাবে মেরিট পাইতেছে, কে কিরকম পোস্ট করতেছে সেগুলো ফলো করেন। তাইলে দেখবেন আপনিও ধীরে ধীরে সবকিছু নিজেই বুঝতে পারবেন যে কিভাবে কার রাঙ্ক বাড়তেছে। আপনি যদি নিজে চেষ্টা করেন তাইলে দেখবেন আপনি অনেক ভাল করতে পারবেন কিন্তু অন্যের থেকে পরামর্শ আর পরামর্শ নিতে থাকলে বেশি দূর যেতে পারবেন। আপনার সময় ব্যয় আপনার পরিশ্রম আপনার ধৈর্য আপনাকে অনেক দূর পর্যন্ত নিতে পারব। তবে এই ফোরামকে আপনার ইনকামের সোর্স হিসেবে মনে করতে যাইয়েন না বা ক্যারিয়ার হিসেবে মনে করতে যাইয়েন না এটা শুধুমাত্র এই ডিসকাশন ফোরাম। কিন্তু এখানে ইউজার সংখ্যা অনেক বেশি আছে যার কারণে কিছু কিছু কোম্পানি এখানে মার্কেটিং করতে আসে আর সেখান থেকে ইউজাররা কিছু টাকা ইনকাম করতে পারে তাই বলে এই না যে এটা কোন মার্কেটপ্লেস ইনকাম করার জন্য।
ভাই আপনার কথা আমার ভাল লাগছে।কষ্ট করে এতটুকু বলছেন তাই অনেক। এখন আমি যেটি ভাবছি তা হলো শুধু পড়াশোনা করেই কি আপনাদের ওই পর্যায়ে যেতে পারব? নাকি আরও রহস্য আছে দয়া করে সঠিক পথে চলার জন্য কিছু একটা পরামর্শ দিবেন।
আর শেষ কথা হলো আমাদের বাংলাদেশের এই থ্রেডে কিছু ইউজার দেখলাম ইংরেজি বোর্ডে গিয়ে টেকনিক্যাল বিষয়ে আলোচনা করে।টেকনিক্যাল বিষয়গুলো তো শুধু পড়াশোনা করে শেখা যায় না।আমার মাথায় আসে না।সেক্ষত্রে কি করতে পারি? মানে হলো টেকনিক্যাল বিষয়গুলো কিভাবে শিখব? এই বিষয় গুলোর উপর সিনিয়র অভিজ্ঞরা নিজ নিজ ভাষায় আলোকপাত করলে উপকৃত হব
5. Post 66038633 (unedited backup) (by Z_MBFM) (scraped on Wed Nov 12 12:25:31 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
বাই দা ওয়ে---
ভাই কয়দিন আগে মনে হয় বলছিলেন যে ফোরাম নিয়ে কোর্স বানাবেন যদিও ফান হিসেবে বলেছিলেন আমার মনে হয় এখন আপনার সময় হয়ে গিয়েছে কোর্স বানানো এবং সেই সাথে সাথে সেল করা।
যদি আমি এরকম কিছু ফান করেই বলেছিলাম। কিন্তু আসলে তাবিজ বিক্রেতারাই সব সময় এগিয়ে থাকে। যে ফাইভার সেলার জীবনের প্রথম অর্ডার কমপ্লিট করার পড় কোর্স বানিয়ে সেল করে, সেই তো লাভবান। বাংলাদেশে মানুষ যা ইনকাম করে, তার অর্ধেক আসে আবার কোর্স সেল করে। কেডিপি নিয়ে আমার আগ্রহ ছিল। ইভেন একটা কোর্স অব্দি কিনেছিলাম। তারপর জানলাম যে প্রতি বছরে এরকম ৪ টা কোর্স সেল করে, আর প্রতিটা সেশনে ১৫০+ লোক এই কোর্স এ এনরোল করে। প্রতি জন্মের কাছ থেকে ১০ হাজার করে নিলে ৪ মাসে ১৫ লাখ টাকা খারাপ না। এরকম কয়েক বছর সেল করলে তো ভালই আসলে।
বিটকয়েন ফোরাম নিয়ে মজা করে বললেও, ক্রিপ্টো নিয়ে যে ধারনা আমাদের আছে, এগুলা নিয়ে আসলেই একটা কোর্স বানিয়ে সেল করা যাবে।চটকদার বিজ্ঞাপন ই সব আসলে। ভেতরে কি আছে সেটা কেউ দেখে না। যাই হোক, এগুলা আসলে সম্ভব না। মানুষের গালি খাওয়ার মতো ধৈর্য আমার নাই।
কোর্সের কথা যেহেতু বলতেছেন এখানে আমার একটি ঘটনা বলি। ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে অনেক বেশি আগ্রহ ছিল আমার আর এ কারণে খালিদ ফারহানের আকর্ষণীয় বিজ্ঞাপন দেইখা আমি ৫০% ডিসকাউন্টে ১০ হাজার টাকা দিয়া কোর্স কিনি এ ডিজিটাল মার্কেটিং এর। এরপর আসলে সেই ফোর্স দেখার সেরকম সময় হয় নাই মাঝে মাঝে দেখতাম শেখার চেষ্টা করতাম। তার মাত্র এক মাস পরে দেখি আমি যে পোস্ট কিনছি সেই কোর্সের সকল ভিডিও ইউটিউবে আবার পাবলিস্ট করছে। তাহলে এই কোর্সের মূল্য রইলো কি ? তারপর আবার দেখলাম যে যারা তার কোর্স কিনছে তাদেরকে তার ড্যাশবোর্ডের একসেস দিয়ে দিয়েছে যেখানে তার সকল আপকামিং পোস্ট দেখা যাবে। তারপরও আমি তারে দোষারোপ করিনি এরপরে আমার হঠাৎ করে ল্যাপটপটা নষ্ট হয়ে যায় তখন আমি আমার নতুন ল্যাপটপে সেই অ্যাকাউন্ট যখন লগইন করতে যাই সেই অ্যাকাউন্ট লগইন হয় না কারণ সেখানে সিকিউরিটি ছিল আমার প্রথম ডিভাইসের ম্যাক এড্রেস প্রাইমারি এড্রেস হিসেবে তাদের ডাটাবেজে ছিলো। পরে আমি ইমেইল করি যে আমার নতুন ডিভাইসে কিভাবে এটা লগইন করতে পারি। আমাকে তখন বললে ৩ হাজার টাকা লাগবে নতুন ডিভাইসে লগইন করতে চাইলে। তাইলে দেখেন কত ধরনের বিজনেস। আর এই দিকে এখন খালিদ ফারহান এমনও কোর্স বিক্রি করে যে কিভাবে গাছ লাগাতে হয় এবং গাছের যত্ন করতে হয়। এই হলো অবস্থা। আর এখন ফেসবুকে ঢুকলেই দেখি শুধু কোর্স বিক্রি কোর্স বিক্রি কোর্স বিক্রি। তাইলে আর আপনি কেন বইসা থাকবেন একটা কোর্স বানিয়ে ফেলেন আর মিষ্টি মিষ্টি কথা বইলা এটা বিক্রি করেন, লাভ এর লাভ
ইদানিং নতুন অ্যাকাউন্ট এর পরিমাণ বাংলাতে বেশি দেখা যাইতেছে এটা অবশ্যই ভালো বাংলা কমিউনিটিতে ইউজার বাড়তেছে পোস্ট বাড়তেছে। কিন্তু প্রত্যেকের অবস্থা দেখতেছি সেম যেই নতুন আসে। তার পোস্ট হইতাছে আমি নতুন আমাকে সাহায্য করুন আমি কিভাবে এখানে ভালো করতে পারি। আবার বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু ইনফরমেশন আইন পোস্ট করে সোর্স লিংক দিয়া দিয়া। এগুলো কেমন জানি একঘেয়েমি করে ফেলে সবকিছু।
সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করতে চাই।কিন্তু তারজন্য তো প্রচুর মেধাবী হতে হবে।আপনি যেমন এগিয়ে গেছেন সেভাবেই এগোতে চাই।আমাকে কিছু ভালো পরামর্শ দেন। যাতে করে আমি আপনাদের মতো রেংকে উঠতে পারি।দেখুন ভাইয়া আমাকে শুধু পড়তে বলছে অনেকে।কিন্তু পড়েছি গত এক সপ্তাহে। কিন্তু কিছুই হচ্ছে না। তাই আপনাদের শুরু থেকে বর্তমান পর্যন্ত কি কি করে রেংকে পৌছে গেছেন সেই বিষয়ে বিস্তারিত জানান।দয়া করে বিরক্ত হয়েন না।
সিগনেচার ক্যাম্পেইন করতে মেধাবী হতে হবে না। God Of Thunder এর একটি কোর্স কিনেন এক কোর্সেই আপনার লাইফ সেটেল

যাই হোক ভাই মজা নিলাম একটু। এখানে দেখতে থাকুন কে কিভাবে মেরিট পাইতেছে, কে কিরকম পোস্ট করতেছে সেগুলো ফলো করেন। তাইলে দেখবেন আপনিও ধীরে ধীরে সবকিছু নিজেই বুঝতে পারবেন যে কিভাবে কার রাঙ্ক বাড়তেছে। আপনি যদি নিজে চেষ্টা করেন তাইলে দেখবেন আপনি অনেক ভাল করতে পারবেন কিন্তু অন্যের থেকে পরামর্শ আর পরামর্শ নিতে থাকলে বেশি দূর যেতে পারবেন। আপনার সময় ব্যয় আপনার পরিশ্রম আপনার ধৈর্য আপনাকে অনেক দূর পর্যন্ত নিতে পারব। তবে এই ফোরামকে আপনার ইনকামের সোর্স হিসেবে মনে করতে যাইয়েন না বা ক্যারিয়ার হিসেবে মনে করতে যাইয়েন না এটা শুধুমাত্র এই ডিসকাশন ফোরাম। কিন্তু এখানে ইউজার সংখ্যা অনেক বেশি আছে যার কারণে কিছু কিছু কোম্পানি এখানে মার্কেটিং করতে আসে আর সেখান থেকে ইউজাররা কিছু টাকা ইনকাম করতে পারে তাই বলে এই না যে এটা কোন মার্কেটপ্লেস ইনকাম করার জন্য।
6. Post 66038280 (unedited backup) (by Bd officer) (scraped on Wed Nov 12 10:11:44 CET 2025) in Test Cricket Prediction and Discussion Thread [self - mod]:
What I was actually afraid of was that Ireland had improved their batting performance in their first innings, because 270 runs is not less, especially when the opponent is a team like Bangladesh. Because if Bangladesh can set a target of 300 runs or above 300 runs, it will not be easy. And besides, if they cross that run, they will not be able to take a very good lead.
From this perspective, Ireland is still in the plus points bracket, although it will be clear which team will win or lose only after seeing the start of Bangladesh's batting performance.
I also thought it would be difficult for the Bangladeshi batsmen to score 300 runs. But looking at the performance of the Bangladeshi batsmen, it seems that they can lead in the 1st innings. So far Bangladesh has collected 235 runs after losing 1 wicket in 64 overs. Bangladesh's opening batsmen both performed brilliantly, but Shadman Islam was dismissed for 80, missing the century for just 20 runs. Now if Bangladesh can lead by 150-200 runs in the first innings, then there will be plus points for Bangladesh. Let's see how many runs Bangladesh can score.
7. Post 66036263 (unedited backup) (by Btcloop) (scraped on Tue Nov 11 19:11:19 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
ভাই ব্রাদার কারো কাছে কি ফোরাম সম্পর্কে শিক্ষত হওয়ার জন্য কোনো ভিডিও লিংক বা কোর্স আছে।আমি আসলে বিনিয়োগ করিনি।তাহলে আমার পক্ষে কি বিটকয়েন সম্পর্কে বিস্তারিত শেখা সম্ভব? আমি উওর পেলে খুব খুশি হবো।
কপাল খুব ভালো যে বাদ বাকি সোশ্যাল মিডিয়াগুলোর মতো এখানে ভাইরাল হওয়ার জন্য লিংক বের করতে হয় না।😴
ফোরামে শিক্ষিত হওয়া বলতে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন একটু বলবেন?
ফোরামে শিক্ষিত হওয়া বলতে বুঝানো হয়েছে আসলে কিভাবে ফোরাম সম্পর্কে পুরোপুরি জানবে।এখানে কিভাবে র্যাং কিভাবে ধরে রাখবে।কিভাবে ফোরাম কে ডিভলোপ করবেন এবং এটা সম্পর্কে সকলের কাছে মতবাদ প্রকাশ করবেন।
8. Post 66035180 (unedited backup) (by Momin_Official) (scraped on Tue Nov 11 14:23:49 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
ভাই ব্রাদার কারো কাছে কি ফোরাম সম্পর্কে শিক্ষত হওয়ার জন্য কোনো ভিডিও লিংক বা কোর্স আছে।আমি আসলে বিনিয়োগ করিনি।তাহলে আমার পক্ষে কি বিটকয়েন সম্পর্কে বিস্তারিত শেখা সম্ভব? আমি উওর পেলে খুব খুশি হবো।
কপাল খুব ভালো যে বাদ বাকি সোশ্যাল মিডিয়াগুলোর মতো এখানে ভাইরাল হওয়ার জন্য লিংক বের করতে হয় না।😴
ফোরামে শিক্ষিত হওয়া বলতে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন একটু বলবেন?
মানে কোন বিষয়ে শিক্ষিত হতে চান, এখানে তো অনেকগুলো সেক্টর আছে আপনি এখানে ব্লগ চেইন রিলেটেড ইনফরমেশন পাবেন যদি ব্লক চেইন ডেভলপার হতে চান, অথবা আপনি যদি ওয়েব ডেভেলপার ডেভেলপার বা গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে এখানে আপনি সার্ভিস থ্রেড খুলে আপনি আপনার সার্ভিস সেল করতে পারবেন।
আর বাকি যেটা সব চাইতে আকর্ষণীয় সেটা হচ্ছে সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন তবে এটার জন্য আপনাকে রেংক আপ হতে হবে।-
আপনি চাইলে আমাদের এই বাংলা থ্রেডের প্রথম পেজের যতগুলা লিংক দেওয়া রয়েছে সবগুলোতে ঢুকে সবগুলো পোস্ট ধীরে ধীরে পড়া শুরু করে দেন যদি সবগুলো কমপ্লিট করেন তাহলে আশা করি ফোরাম সম্পর্কে আপনি শিক্ষিত হবেন।
সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করতে চাই।কিন্তু তারজন্য তো প্রচুর মেধাবী হতে হবে।আপনি যেমন এগিয়ে গেছেন সেভাবেই এগোতে চাই।আমাকে কিছু ভালো পরামর্শ দেন। যাতে করে আমি আপনাদের মতো রেংকে উঠতে পারি।দেখুন ভাইয়া আমাকে শুধু পড়তে বলছে অনেকে।কিন্তু পড়েছি গত এক সপ্তাহে। কিন্তু কিছুই হচ্ছে না। তাই আপনাদের শুরু থেকে বর্তমান পর্যন্ত কি কি করে রেংকে পৌছে গেছেন সেই বিষয়ে বিস্তারিত জানান।দয়া করে বিরক্ত হয়েন না।
9. Post 66034923 (unedited backup) (by God Of Thunder) (scraped on Tue Nov 11 13:05:19 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
বাই দা ওয়ে---
ভাই কয়দিন আগে মনে হয় বলছিলেন যে ফোরাম নিয়ে কোর্স বানাবেন যদিও ফান হিসেবে বলেছিলেন আমার মনে হয় এখন আপনার সময় হয়ে গিয়েছে কোর্স বানানো এবং সেই সাথে সাথে সেল করা।
যদি আমি এরকম কিছু ফান করেই বলেছিলাম। কিন্তু আসলে তাবিজ বিক্রেতারাই সব সময় এগিয়ে থাকে। যে ফাইভার সেলার জীবনের প্রথম অর্ডার কমপ্লিট করার পড় কোর্স বানিয়ে সেল করে, সেই তো লাভবান। বাংলাদেশে মানুষ যা ইনকাম করে, তার অর্ধেক আসে আবার কোর্স সেল করে। কেডিপি নিয়ে আমার আগ্রহ ছিল। ইভেন একটা কোর্স অব্দি কিনেছিলাম। তারপর জানলাম যে প্রতি বছরে এরকম ৪ টা কোর্স সেল করে, আর প্রতিটা সেশনে ১৫০+ লোক এই কোর্স এ এনরোল করে। প্রতি জন্মের কাছ থেকে ১০ হাজার করে নিলে ৪ মাসে ১৫ লাখ টাকা খারাপ না। এরকম কয়েক বছর সেল করলে তো ভালই আসলে।
বিটকয়েন ফোরাম নিয়ে মজা করে বললেও, ক্রিপ্টো নিয়ে যে ধারনা আমাদের আছে, এগুলা নিয়ে আসলেই একটা কোর্স বানিয়ে সেল করা যাবে।চটকদার বিজ্ঞাপন ই সব আসলে। ভেতরে কি আছে সেটা কেউ দেখে না। যাই হোক, এগুলা আসলে সম্ভব না। মানুষের গালি খাওয়ার মতো ধৈর্য আমার নাই।
10. Post 66033782 (unedited backup) (by Nadifa2030) (scraped on Tue Nov 11 04:59:50 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
মার্কেটে খালি লিকুইডেশন আর লিকুইডেশন হচ্ছে, বিটকয়েন ১ লাখ ৬ এর উপরে গিয়ে ছিল এখন আবার ডাউন খাওয়া শুরু করেছে এই ধাক্কায় মনে হয় বিটকয়েন এক লাকের নিচে নেমে যাবে? কি বলেন?
আপনি যেমনটা ভাবতাছেন, আমিও এমনই ভাবতেছি। কিন্তু সবাই যদি এমন ভাবনা রাখে, তাইলে এর বিপরীতটাই হবে।

এখন যদি কিছু বিষয় নজরে নেই, তাহলে দেখবেন যে USA-China এর tarif নিয়ে পন্দাপন্দি একটু কম আর গত কিসুদিনে insitutional বিনিয়োগকারীরা কিংবা company গুলো বিটকয়েন ক্রয় করেছে। তাদের যদি ক্রয় করা শেষ হয় এবং কোনো tarif নিয়ে খারাপ সংবাদ নাহ আসে, তাইলে মার্কেট হইত ১১০ হাজারে যাবে। এরপর আবার কমতে পারে, নইলে আপনি যেমনটা বললেন বিটকয়েন আবার ১০০ এর কম মূল্যে চইলা যাবে।
মার্কেটে এখন সবাই প্রায় একই রকম ভাবনায় আছে যেই কারণে উল্টা কিছু হইলেও অবাক হওয়ার কিছু নাই ইনস্টিটিউশনাল বায়িং তো বেশ জোরে চলতেছিল, এখন তারা একটু থামলেই প্রাইস হালকা নড়তে পারে। তবে যদি বড় কোনো খারাপ নিউজ না আসে, আমিও মনে করি ১১০কে পর্যন্ত একটা পুশ দেখা যেতে পারে। তারপর আবার corrections আসবে, as usual
11. Post 66033774 (unedited backup) (by Fuso.hp) (scraped on Tue Nov 11 04:56:25 CET 2025) in Test Cricket Prediction and Discussion Thread [self - mod]:
The 1st Test match of Bangladesh vs Ireland team will start tomorrow. If Bangladesh team can bat first and score good runs in this match, then we can expect good results in this 1st Test match. If Bangladesh team performs badly after coming out to bat, then Ireland team will have more chances of winning. It is not known how much good Ireland team will do in this match, if they can do well, Bangladesh team will not be able to win this match.
I forgot that Bangladesh had a series with Ireland, however, Ireland has been doing well for the last few years and in this regard, the Bangladesh team has been performing poorly for the last few years.
And that's why I still don't feel confident about the Bangladesh team that they will be able to win this match against the Ireland team. If I look at it from this perspective, maybe Ireland has a chance of winning. However, Bangladesh is one step ahead of Ireland in the ICC rankings in the Test format, so Bangladesh's chances should not be completely ignored.
Ireland have come to Bangladesh to play two Test matches and three T20 matches, where they will take on Bangladesh in the first match of the Test series today. Ireland have just started their first innings against Bangladesh, where they lost a wicket early on. At the time I am writing this post, Ireland have collected 11 runs for one wicket.
Bangladesh have taken this series against Ireland very seriously and have brought back an experienced player to the team.
This may be the last series for Mushfiqur Rahim in the white jersey for Bangladesh. If this is indeed the last series for Mushfiqur Rahim, then I certainly hope that he can perform well in the two Test matches and that he can leave Bangladesh cricket with good memories.
12. Post 66033578 (unedited backup) (by Nothingtodo) (scraped on Tue Nov 11 01:42:08 CET 2025) in Test Cricket Prediction and Discussion Thread [self - mod]:
The 1st Test match of Bangladesh vs Ireland team will start tomorrow. If Bangladesh team can bat first and score good runs in this match, then we can expect good results in this 1st Test match. If Bangladesh team performs badly after coming out to bat, then Ireland team will have more chances of winning. It is not known how much good Ireland team will do in this match, if they can do well, Bangladesh team will not be able to win this match.
I forgot that Bangladesh had a series with Ireland, however, Ireland has been doing well for the last few years and in this regard, the Bangladesh team has been performing poorly for the last few years.
And that's why I still don't feel confident about the Bangladesh team that they will be able to win this match against the Ireland team. If I look at it from this perspective, maybe Ireland has a chance of winning. However, Bangladesh is one step ahead of Ireland in the ICC rankings in the Test format, so Bangladesh's chances should not be completely ignored.
This is normal, especially since no country has played a Test series with Bangladesh for a long time, which is why we have forgotten about Bangladesh's Test games. Today, there will be a two-Test match series with Bangladesh and Ireland, with the first Test match today being held at the Sylhet International Cricket Stadium. In Bangladesh's game today against a relatively weak Ireland, most supporters are expecting Bangladesh to win in advance, especially since Bangladesh is naturally strong at home, which is why Bangladesh is being put ahead.
13. Post 66032885 (unedited backup) (by Review Master) (scraped on Mon Nov 10 21:56:31 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
মার্কেটে খালি লিকুইডেশন আর লিকুইডেশন হচ্ছে, বিটকয়েন ১ লাখ ৬ এর উপরে গিয়ে ছিল এখন আবার ডাউন খাওয়া শুরু করেছে এই ধাক্কায় মনে হয় বিটকয়েন এক লাকের নিচে নেমে যাবে? কি বলেন?
আপনি যেমনটা ভাবতাছেন, আমিও এমনই ভাবতেছি। কিন্তু সবাই যদি এমন ভাবনা রাখে, তাইলে এর বিপরীতটাই হবে।

এখন যদি কিছু বিষয় নজরে নেই, তাহলে দেখবেন যে USA-China এর tarif নিয়ে পন্দাপন্দি একটু কম আর গত কিসুদিনে insitutional বিনিয়োগকারীরা কিংবা company গুলো বিটকয়েন ক্রয় করেছে। তাদের যদি ক্রয় করা শেষ হয় এবং কোনো tarif নিয়ে খারাপ সংবাদ নাহ আসে, তাইলে মার্কেট হইত ১১০ হাজারে যাবে। এরপর আবার কমতে পারে, নইলে আপনি যেমনটা বললেন বিটকয়েন আবার ১০০ এর কম মূল্যে চইলা যাবে।
14. Post 66032833 (unedited backup) (by DYING_S0UL) (scraped on Mon Nov 10 21:45:37 CET 2025) in [TELEGRAM] Yet Another BitcoinTalk Notification BOT (merits, mentions, topics,+):
Hey there CL, are you using the normal version of Telegram, or is it a different flavour? For example: telegramX, nekogram, nicegram or something else? What I have observed is, if you use anything beside the official client/apk/application, it causes problem to the bot, like buttons not working properly or showing broken things. If I recall I faced something similar on my mobile telegramX client. Later changed client to the official one.
Btw, mine also works! CL, can you try a soft reset or the hard reset? Follow these commands below..try and update us....

No, I am using the offcial apps of Telegram I mean the normal verson you mean,,,

I have been using this notification bot for a few years and have never faced any problems like this, but for the past few days, I have noticed that the commands are not working.
But Anyways,,,, I tried the soft reset and and everything is working finely,,
all commands are working now thank you 
he he, do I get a treat now? Just kidding...
Anyway, the most simplest solution for most of the things are just turning on and off, just as you did with the bot, reset/restart!
This is what my ISP guy tells me, whenever I am having issue with the connection, he would just suggest me to turn on off the router, give it a rest and restart it. Works every time, lol..

@TryNinja, what happens when we use the "Stop and Block the bot" option? Does the userdata gets deleted and when we unblock and start it again, we are asked for the user data again?
15. Post 66030772 (unedited backup) (by Bd officer) (scraped on Mon Nov 10 13:22:25 CET 2025) in Test Cricket Prediction and Discussion Thread [self - mod]:
The 1st Test match of Bangladesh vs Ireland team will start tomorrow. If Bangladesh team can bat first and score good runs in this match, then we can expect good results in this 1st Test match. If Bangladesh team performs badly after coming out to bat, then Ireland team will have more chances of winning. It is not known how much good Ireland team will do in this match, if they can do well, Bangladesh team will not be able to win this match.
I forgot that Bangladesh had a series with Ireland, however, Ireland has been doing well for the last few years and in this regard, the Bangladesh team has been performing poorly for the last few years.
And that's why I still don't feel confident about the Bangladesh team that they will be able to win this match against the Ireland team. If I look at it from this perspective, maybe Ireland has a chance of winning. However, Bangladesh is one step ahead of Ireland in the ICC rankings in the Test format, so Bangladesh's chances should not be completely ignored.
This series will be at Bangladesh's home ground, so I will put Bangladesh ahead. But the performance of Bangladesh's batsmen is not consistent, so there are doubts whether Bangladesh will be able to do well. I saw in the news that Mohammad Ashraful has been given the responsibility of the batting course, so let's see how much Bangladesh's batsmen can improve. However, I have some confidence in Mushfiqur Rahim and Mominul Haque, because they are both quite experienced, I hope they can do well. In the last few Test matches, Bangladesh could not do well, but in this series there is an opportunity to do well because Ireland is not a big team.
16. Post 66030501 (unedited backup) (by LDL) (scraped on Mon Nov 10 11:54:32 CET 2025) in ODI cricket and general cricketing discussion [self - mod]:
Actually, I think that the Pakistan team has a higher chance of winning on days when these two experienced Pakistani players play well. If we check the previous matches, we will actually get something like this.
And the day we see that Babar Azam or Mohammad Rizwan perform badly in those matches, it is seen that Pakistan team has lost. The main thing is that if these two play well then automatically Pakistan team's runs increase and at the same time when young star Gola performs then Pakistan can definitely achieve victory. But this teamwork is not always seen in Pakistan team and that is why Pakistan team's cricket is in this condition at present
Basically, when the top order batsmen in a team get off to a good start, then if there is less pressure on the later batsmen in that team, they can perform spontaneously and add to the run score. If the two top players in the Pakistan team, Babar Azam and Mohammad Rizwan, get off to a good start, the later lower order batsmen can play an aggressive innings, making Pakistan's runs an excellent target. When these two batsmen in the Pakistan team play poorly, the pressure is on the next batsmen, so they play defensive cricket and get out very quickly, which results in Pakistan not scoring well. This kind of play by Pakistan has been observed many times in the past where if the top order plays well, the middle order also plays well and if the top order performs poorly, the middle order and lower order also perform poorly.
17. Post 66030394 (unedited backup) (by DYING_S0UL) (scraped on Mon Nov 10 11:19:43 CET 2025) in [TELEGRAM] Yet Another BitcoinTalk Notification BOT (merits, mentions, topics,+):
Is there any issues on the telegram bot?
Because I have been seeing for a long time that in my case the notification bot is giving all other notifications at the right time but I am not able to use the /menu option, due to which if I want to untrack someone or track a board or topic then I am not able to do anything.
After giving the /menu command, no option is coming up to me. What is the reason for this? And am I facing this alone or are there many others?
Just tried it out and it's working fine on my end. Maybe try again?
Still facing the same issue.... no response from the notification bot after commending /menu

Hey there CL, are you using the normal version of Telegram, or is it a different flavour? For example: telegramX, nekogram, nicegram or something else? What I have observed is, if you use anything beside the official client/apk/application, it causes problem to the bot, like buttons not working properly or showing broken things. If I recall I faced something similar on my mobile telegramX client. Later changed client to the official one.
Btw, mine also works! CL, can you try a soft reset or the hard reset? Follow these commands below..try and update us....

18. Post 66028937 (unedited backup) (by TryNinja) (scraped on Mon Nov 10 00:42:49 CET 2025) in [TELEGRAM] Yet Another BitcoinTalk Notification BOT (merits, mentions, topics,+):
Is there any issues on the telegram bot?
Because I have been seeing for a long time that in my case the notification bot is giving all other notifications at the right time but I am not able to use the
/menu option, due to which if I want to untrack someone or track a board or topic then I am not able to do anything.
After giving the
/menu command, no option is coming up to me. What is the reason for this? And am I facing this alone or are there many others?

Just tried it out and it's working fine on my end. Maybe try again?
19. Post 66026233 (unedited backup) (by Review Master) (scraped on Sun Nov 9 11:20:49 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
তবে আমি মাঝে মাঝে চিন্তা করি, তার ওয়ালেটে এখন মোট ১ মিলিয়ন বিটকয়েন এখনো অক্ষত পড়ে আছে, কিন্তু কোনদিনও যদি এই ওয়ালেট থেকে এক সেন্টও লেনদেন হয়, তাইলে কি বিটকয়েনের দাম একদম কমে যাবে ? কারণ আমি কোথায় যেন দেখছিলাম একজন বলছিল যে সাতোশির ওয়ালের থেকে যদি সেন্টও কোনো সময় লেনদেন হয়, এক তাহলে নাকি বিটকয়েন একদম নিচে নেমে আসবে.
সাময়িক সময়ের জন্য institutional বিনিয়োগকারীরা মার্কেট manipulation করে নিজেরা ক্রয় করে নিবে এবং যখন দেখবে যে, সাধারণ ব্যবহারকারীরা একটু শান্ত হয়েছে তখন নিজেদের ক্রয় করার বিষয়টা ঘোষণা করে মার্কেট বৃদ্ধির চেষ্টা করে। আর বড় বড় কোম্পানিগুলো যারা এতদিন বিটকয়েন ক্রয় করেছে, তারা টুইট করবে যে, আমরা এখন বিটকয়েন বিক্রি করতেছি নাহ। এতে ক্রিপ্টো ব্যবহারকারীরা bearish থেকে আবার bullish হইতে থাকবে। আমার মতে এমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী।

প্রথম দশজন পোস্টদাতা
3. Review Master [15]
খারাপ নাহ, সেরা ৩ এ রয়েছে কম সময় দেওয়ার পরও। আশা করি সামনের দিনগুলোতে আরো বেশি সময় দিতে পারবো।

বাহ দেখে ভালো লাগলো যে এখনো কেউ হট কয়েন নিয়ে আলোচনা করছে। এটা বাদ দিয়ে দিয়েছি প্রায় এক বছর হতে চলল। এটার উপরে ভাইয়ার কোন ভরসা নাই। তারা যে ব্লক চেইন সিলেক্ট করেছে তাদের লঞ্চ হিসেবে Near কে এটার এখন খুবই বাজে অবস্থা। যদিও Near বর্তমানে এ আই প্লাটফরমের অ্যাডোবসনের জন্য মনে হচ্ছে যে ফিউচারে অনেক ভালো করবে। তারা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে যদি কোন ভুলভাল হয় সবার আগে এটা দোষ দিবে অবশ্যই। কিন্তু খারাপ লাগছে তাদের জন্য যারা নেয়ার মাইনিং করছে এক বছর যাবৎ ভেবে দেখেছেন এক বছর যাবত মাইনিং করছে কিন্তু এখনো কিছুই পাচ্ছে না।
এমন আলোচনা চাইলেই আমরা প্রতিদিনই করতে পারি, কিন্তু যখনই অন্যজন একটু ভিন্নমত পোষণ করে তখন বাকিরা আর আগ্রহ দেখায় নাহ। সকলে যদি ভিন্ন মতামতকে Constructive Criticism এর মতো নিতে পারে, তাহলে নিত্যদিন অনেক ভালো বিষয় আলোচনা করা যাবে এবং সকলে অনেক কিছু জানতে পারবে একে অপরের থেকে।
যাইহোক আপনার মতো অনেকেই আছে Near কে AI এর মার্কেটে ভালো করবে বলে মনে করতেছে, কেননা তারা AI এর narrative যখন ভালোই ছিলো মার্কেটে তখন নিজেদেরকে Blockahin For AI বলে ঘোষণা দিয়েছিলো। কিন্ত বাস্তবে তারা শুধু বাঙালির মতো trend এ গা ভাসায় এবং এর বেশি কিছু নাহ। বাস্তব উদাহরণ তাদের টুইটারের পোষ্টগুলো পড়লে বুঝতে পারবেন, যেমন এখন privacy ভিত্তিক trend চলেতেছে এবং তাদের সকল পোষ্ট শুধু এখন এটিকে ভিত্তি করে। আর আগে যখন AI Agents নিয়ে ট্রেন্ড ছিল, তখন ওসব নিয়েই পোষ্ট করতো। তাই NEAR এ বিনিয়োগ করতে চাইলে একটু দেখে শুনে করিয়েন সবাই। কেননা বিটকয়েনের দরপতন হইলে তো Near এরও দরপতন হবে, কিন্তু বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করলে হয়তোবা কম সময়ের ক্ষেত্রে লাভ করতে পারেন।
আমার মতে, Base চেইন AI কিংবা AI agents এর জন্য বেশি জনপ্রিয় এবং তাদের ecosystem ও বিশাল এবং অন্যান্য L1/L2 চেইন এমনটা এখন পর্যন্ত করেছে বলে আমার মনে হয় নাহ। বাকি আপনাদের মতামত জানায়েন যে, অন্য কোনো চেইন কি AI নিয়ে এমন ecosystem করেছে কি নাহ।

মার্কেটের কী অবস্থা, ভেবেছিলাম নবেম্বরে ভালো কিছু দেখতে পাবো। কিন্তু বিটকয়েনের দাম শুধু নিচের দিকে যাচ্ছে, মেবি আজ কালের মধ্যে ১০০k. নিচে নেমে যেতে পারে। বার বার ভাবি অল্টকয়েন কিনবো না কিন্তু বার বার একই ভুল করে ফেলি আবারও লসের সম্মুখীন হলাম। যাইহোক, আমরা কী বিয়ারিশ মার্কেটের দিকে যাচ্ছি? আর কী নতুন ATH হবে না? এই বিষয়ে আপনাদের মতামত কী?
আচ্ছা জানি না পুর্বের মতো হবে কীনা, আপনাদের কী মনে হয় 2026 সালে বেয়ারিশ সিজিন শুরু হবে এবং 2022 সালের মতো বিশাল পতন দেখা যাবে? যেমন 2022 সালে 69k থেকে 15k এসেছিলো, তাই 2026 সালে কী $30k-$40k আসার সম্ভাবনা আছে?
আমার মতে এখন আর Bear run বলে কিছু নেই, তবে আমরা mini bear run বলতে পারে। সহজভাবে বললে, মার্কেট ইতিমধ্যে bearish হইছে এবং এমন চলতে থাকবে যতদিন নাহ USA ও China এর Tarif যুদ্ধ শেষ নাহ হয়। যেই খবর ছড়িয়ে পরবে দেখবেন যে, বিটকয়েন হু হু কইরা বৃদ্ধি পাওয়া শুরু করেছে।

আবার ETF এর Inflow ও বৃদ্ধি পাওয়ার শুরু করবে এবং তখন সবকিছু এত তাড়াতাড়ি হবে যে, আমাদের মতো সাধারণ ট্রেডার কিংবা বিনিয়োগকারীরা ভাববে যে, আগে কেনো ক্রয় করলাম নাহ এবং মার্কেটের বৃদ্ধিতে নিজের লাভটা বেশি হইলো নাহ।
সহজ হিসেবে বললে, এখন মার্কেট ৯০ শতাংশ নির্ভর করে যে, institutional বিনিয়োগকারীরা মার্কেটকে কেমনে নাচাবে তার উপর। কেননা মার্কেট তো তারা manipulation করতেছে, যেমন এখন অল্পতেই মার্কেটের দরপতন করে নিজেরা অল্প অল্প করে ক্রয় করে নিতেছে এবং পরবর্তীতে inside news পেয়ে leverage ট্রেড করেও লাভ করবে।
এখন যেহেতু বিটকয়েন প্রায় ১০০কে এর আশেপাশে মুভমেন্ট করছে আর অল্টকয়েন গুলো আবারো তার ভ্যালু হারিয়ে ফেলেছে, এখান থেকে আসলেও রিকভার করা যাবে কি না বলা যাচ্ছে না। অন্যান্য বুল রানের চাইতে এই বুল রান ভিন্ন ছিল সেটা দেখেই বুঝা যাচ্ছে। মার্কেট এখন আর আগের প্যাটার্ন গুলো ফলো করে না। তাই সব কিছুই এখন আনপ্রেডিক্টেবল।
আপনি লক্ষ্য করেছেন কি নাহ জানি নাহ, কিন্তু আমি অনেক আগে থেকেই বলেছি যে, মার্কেট আর আগেরও মতো কোনো trend/pattern অনুসরণ করবে নাহ। প্রথমত এখন অনেক বেশি institutional বিনিয়োগকারী মার্কেটে রয়েছে এবং ETF এর outflow এর পরিমাণ বেশি হইলে মার্কেটে দরপতন শুরু হয়। আবার অল্টকয়েনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো bullrun আর পাবেন নাহ, কেননা এখন মার্কেটে শুধুমাত্র narrative এর ভিত্তিতে অল্টকয়েনের mini bullrun চলে। উদাহরণ হিসেবে, গত কিছু সপ্তাহ ধরে privacy ভিত্তিক narrative চলেছে এবং ZCASH কয়েনটির সেই বৃদ্ধি হয়েছে। যদিও privacy ভিত্তিক narrative টা ২ মাস আগেই শুরু হয়েছিলো, কিন্ত গত সপ্তাহগুলোতে সবার মুখে মুখে এবং ফলস্বরূপ অন্যান্য privacy ভিত্তিক অল্টকয়েনগুলোও ভালোই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাই মার্কেটে এমন narrative খুজে, বিটকয়েন dump দিলেই কিছুটা ক্রয় করার পর লাভ হওয়া মাত্র আসল বিনিয়োগ তুলে নিয়ে, বাকিটা রেখে দিয়েন।

স্কামাররা বিভিন্ন উপায় খুঁজে যে কিভাবে লোকদের সাথে প্রতারণা করা যায়। গুগল প্লে স্টোরে হাইপারলিকুইড প্ল্যাটফর্মের মত নকল অ্যাপস দেখা গেছে, যা ক্রিপ্টো ব্যবহারকারীদের জন্য ঝুঁকি, এটি অফিশিয়ালি অ্যাপ এর মতোই জাল করে ছদ্মবেশে প্লে স্টোরে আপলোড করা হয়েছে। এই অ্যাপসটি ব্যবহারকারীরা ডাউনলোড করলে তাদের ওয়ালেটের রিকোভারী কী চায়, যদি কেউ তা দিয়ে দেয় তাহলে তাদের ওয়ালেটের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ওয়ালেটের সকল ডলার নিয়ে যায়।
Not your Key, Not your Crypto
প্রত্যেকটা প্রজেক্টেরই বর্তমান সময়ে মোবাইল অ্যাপ না থাকলেও PWA ( Progressive Web App)আছে। তাই যারা এমন প্লাটফর্ম ব্যবহার করে থাকে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই নাহ করে ইনস্টল তো করবেই নাহ। আর ইনস্টল করলেও, যারা perp/derivative ট্রেডিং করে, তারা নিজেরে ওয়ালেটের private key কিংবা seed words তো ভুলেও দিবে নাহ।

এই অনেক দেখেই বুঝা যাইতাছে যে এটা ফেক কোন ডাউনলোড নাই কোন রিভিউ নাই। কোন অ্যাপস মিলিয়ন ডাউনলোড হলেও আমি সেই অ্যাপস ডাউনলোড করার আগে রিভিউ গুলা ভালোভাবে পড়ি এবং আমি দেখি যে এর রেটিং কেমন।
শুধুমাত্র review দেখেই যাচাই শেষ করিয়েন নাহ, কারণ review ও কিনতে পাওয়া যায়। তাই প্রথমে ওই প্রজেক্টের ওয়েবসাইট কিংবা টুইটার থেকে আগে যাচাই করে নিয়েন, নইলে আবার paid review দেখে ইনস্টল করে ধরাও খাইতে পারেন। যদিও ক্রিপ্টোভিত্তিক অ্যাপগুলোর ক্ষেত্রে এই সম্ভাবনা একটু কম, তারপরও সতর্কতার মার নাই।
20. Post 66025496 (unedited backup) (by Bd officer) (scraped on Sun Nov 9 05:30:31 CET 2025) in Save your nice merit records here - V2 (new, updated thread):
Congratulations @Crypto Library, you have achieved 1111 merits, that's a beautiful number. You go ahead to achieve 2222. Best of luck.

21. Post 66025414 (unedited backup) (by Bd officer) (scraped on Sun Nov 9 04:59:31 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
আর অন্যান্য সকলদের থেকে আপনাকে আমার বেশি যোগ্য মনে হয় তাই এই বিষয়টাও মাথায় রাখবেন এখন করেন বা পরে করেন আপনাকে এই কাজটা করার জন্য আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিলাম। আমাদের বোর্ডে একটা মেরিট সোর্সো প্রয়োজন। অন্তত মাসে ১০০ টা করেও যদি সেন্টেবল মেরিট বরাদ্দ রাখা হয় তাহলে এই থ্রেডের এক্টিভিটি আরো বেশি দেখা যাবে। আপনি চাইলে লোকাল বোর্ড এপ্লিকেশন করার পূর্বে এইটাই এপ্লিকেশন করতে পারেন।
আর যদি অ্যাপ্লিকেশন মঞ্জুর হয় তাহলে অবশ্যই যেখানে মানুষ তাদের কাজের(পোস্ট অ্যাক্টিভিটি) জন্য অনুপ্রেরণা পাবে সেখানে অবশ্যই তাদের কাজ করার ইচ্ছা বৃদ্ধি পাবে এবং সেই বৃদ্ধি পাওয়াটা পরবর্তীতে আমরা আরো ভালো করে উপস্থাপন করতে পারবো লোকাল বোর্ড এপ্লিকেশন এর জন্য।
হ্যাঁ, ভাই আপনার পরামর্শের সাথে আমিও একমত। লোকাল বোর্ডের এপ্লিকেশন করার পুর্বে মেরিট সোর্সের আবেদন করা ভালো হবে, কারন আমাদের লোকাল থ্রেডের এক্টিভিটি কমে গেছে, দেখা যায় কিছু সপ্তাহে ২০ টাও পোস্ট হয় না, মেম্বারগন অনেক কম, কিছু দিন ফাঁকা চলে যায়। তাই এক্টিভিটি বৃদ্ধি হলে তখন লোকাল বোর্ডের এপ্লিকেশন করাই ভালো হবে।
আর শিশির ভাই মেরিট সোর্সের জন্য আবেদন করার জন্য যোগ্য মেম্বার, এটি উত্তম পরামর্শ। এছাড়া যদি আপনি মেরিট সোর্সের এপ্লিকেশন করার জন্য আগ্রহী থাকেন তাহলে আপনিও কিন্তু যোগ্য, আমার মতে আপনাদের দুজনের একজনে এপ্লিকেশন করলেই ভালো হবে।
22. Post 66022555 (unedited backup) (by LoyceV) (scraped on Sat Nov 8 13:13:07 CET 2025) in Complete overview of users on DT1 and DT2 and their ratings:
491. 2000200:
1Dq (
Trust: +17 / =0 / -0) (
1929 Merit earned) (
Trust list) (
BPIP)
492. 2003707:
kawetsriyanto (
Trust: neutral) (
1153 Merit earned) (
Trust list) (
BPIP)
493. 2004043:
Zwei (
Trust: +19 / =1 / -0) (
946 Merit earned) (
Trust list) (
BPIP)
494. 2005913:
Corrosive (
Trust: +22 / =0 / -0) (
1089 Merit earned) (
Trust list) (
BPIP)
495. 2033515:
mikeywith (
Trust: +7 / =0 / -0) (
7109 Merit earned) (
Trust list) (
BPIP)
496. 2072197:
livecoins (
Trust: +2 / =0 / -0) (
74 Merit earned) (
Trust list) (
BPIP)
497. 2087138:
Bitcasino.io Support (
Trust: +15 / =1 / -0) (
1751 Merit earned) (
Trust list) (
BPIP)
498. 2136362:
TalkStar (
Trust: +10 / =0 / -0) (
737 Merit earned) (
Trust list) (
BPIP)
499. 2143453:
1miau (
Trust: +9 / =3 / -0) (
7511 Merit earned) (
Trust list) (
BPIP)
500. 2148411:
DIKUL (
Trust: neutral) (
151 Merit earned) (
Trust list) (
BPIP)
501. 2154195:
Nikisa (
Trust: neutral) (
217 Merit earned) (
Trust list) (
BPIP)
502. 2160117:
Harkorede (
Trust: +5 / =2 / -0) (
1000 Merit earned) (
Trust list) (
BPIP)
503. 2168312:
yhiaali3 (
Trust: +2 / =0 / -0) (
2340 Merit earned) (
Trust list) (
BPIP)
504. 2178170:
Sayeds56 (
Trust: +4 / =0 / -0) (
748 Merit earned) (
Trust list) (
BPIP)
505. 2204241:
ICOEthics (
Trust: +22 / =1 / -0) (
892 Merit earned) (
Trust list) (
BPIP)
506. 2221613:
FontSeli (
Trust: +2 / =0 / -0) (
858 Merit earned) (
Trust list) (
BPIP)
507. 2243418:
alanst (
Trust: neutral) (
117 Merit earned) (
Trust list) (
BPIP)
508. 2359691:
Helana (
Trust: neutral) (
71 Merit earned) (
Trust list) (
BPIP)
509. 2376653:
Coyster (
Trust: +1 / =0 / -0) (
1403 Merit earned) (
Trust list) (
BPIP)
510. 2403910:
Spokanistan51 (
Trust: +33 / =0 / -0) (
198 Merit earned) (
Trust list) (
BPIP)
511. 2423488:
Upgrade00 (
Trust: +11 / =0 / -0) (
2754 Merit earned) (
Trust list) (
BPIP)
512. 2477002:
inspace (
Trust: +5 / =2 / -0) (
982 Merit earned) (
Trust list) (
BPIP)
513. 2497429:
jokers10 (
Trust: +2 / =0 / -0) (
3782 Merit earned) (
Trust list) (
BPIP)
514. 2503677:
BC.GAME (
Trust: +7 / =3 / -0) (
195 Merit earned) (
Trust list) (
BPIP)
515. 2514450:
rxalts (
Trust: +24 / =0 / -0) (
353 Merit earned) (
Trust list) (
BPIP)
516. 2527697:
Soonandwaite (
Trust: +1 / =0 / -0) (
2040 Merit earned) (
Trust list) (
BPIP)
517. 2551755:
Sat0shisGhost (
Trust: +5 / =0 / -0) (
275 Merit earned) (
Trust list) (
BPIP)
518. 2578892:
Jawhead999 (
Trust: neutral) (
1268 Merit earned) (
Trust list) (
BPIP)
519. 2579841:
Coinoplex (
Trust: neutral) (
412 Merit earned) (
Trust list) (
BPIP)
520. 2581425:
ScamViruS (
Trust: +1 / =2 / -0) (
746 Merit earned) (
Trust list) (
BPIP)
521. 2640292:
GOLD_official (
Trust: +3 / =1 / -0) (
182 Merit earned) (
Trust list) (
BPIP)
522. 2641992:
Issa56 (
Trust: +1 / =1 / -0) (
1043 Merit earned) (
Trust list) (
BPIP)
523. 2646239:
rsincognito (
Trust: +8 / =0 / -0) (
124 Merit earned) (
Trust list) (
BPIP)
524. 2649308:
markinaz (
Trust: +9 / =0 / -0) (
176 Merit earned) (
Trust list) (
BPIP)
525. 2658430:
TheNovemberMan (
Trust: +16 / =0 / -0) (
134 Merit earned) (
Trust list) (
BPIP)
526. 2662143:
rohang (
Trust: neutral) (
185 Merit earned) (
Trust list) (
BPIP)
527. 2680846:
SatsLife (
Trust: +13 / =1 / -0) (
519 Merit earned) (
Trust list) (
BPIP)
528. 2716064:
RYR (
Trust: neutral) (
32 Merit earned) (
Trust list) (
BPIP)
529. 2722098:
seek3r (
Trust: +18 / =1 / -0) (
2074 Merit earned) (
Trust list) (
BPIP)
530. 2724574:
FP91G (
Trust: neutral) (
1336 Merit earned) (
Trust list) (
BPIP)
531. 2737799:
Smartvirus (
Trust: +5 / =0 / -0) (
1281 Merit earned) (
Trust list) (
BPIP)
532. 2738899:
FatFork (
Trust: +7 / =0 / -0) (
2722 Merit earned) (
Trust list) (
BPIP)
533. 2740383:
sweeteye (
Trust: +23 / =0 / -0) (
143 Merit earned) (
Trust list) (
BPIP)
534. 2744352:
bullrun2024bro (
Trust: +4 / =0 / -0) (
5002 Merit earned) (
Trust list) (
BPIP)
535. 2745549:
decodx (
Trust: +2 / =0 / -0) (
941 Merit earned) (
Trust list) (
BPIP)
536. 2746686:
CryptoYar (
Trust: neutral) (
784 Merit earned) (
Trust list) (
BPIP)
537. 2746843:
Hookzup1 (
Trust: +37 / =0 / -0) (
275 Merit earned) (
Trust list) (
BPIP)
538. 2762272:
Peanutswar (
Trust: +2 / =3 / -0) (
1743 Merit earned) (
Trust list) (
BPIP)
539. 2767731:
Liquidoptions (
Trust: +25 / =2 / -0) (
918 Merit earned) (
Trust list) (
BPIP)
540. 2775128:
ImThour (
Trust: neutral) (
1660 Merit earned) (
Trust list) (
BPIP)
541. 2776678:
Charles-Tim (
Trust: +7 / =1 / -0) (
5990 Merit earned) (
Trust list) (
BPIP)
542. 2789068:
Solosanz (
Trust: +1 / =0 / -0) (
707 Merit earned) (
Trust list) (
BPIP)
543. 2789534:
Apocollapse (
Trust: neutral) (
852 Merit earned) (
Trust list) (
BPIP)
544. 2790123:
Plaguedeath (
Trust: neutral) (
757 Merit earned) (
Trust list) (
BPIP)
545. 2793306:
Despairo (
Trust: +1 / =0 / -0) (
967 Merit earned) (
Trust list) (
BPIP)
546. 2797996:
M-BTC (
Trust: +2 / =0 / -0) (
233 Merit earned) (
Trust list) (
BPIP)
547. 2811340:
Hamza2424 (
Trust: +3 / =0 / -0) (
1122 Merit earned) (
Trust list) (
BPIP)
548. 2812492:
darxiaomi (
Trust: +2 / =1 / -0) (
1254 Merit earned) (
Trust list) (
BPIP)
549. 2817209:
Disruptivas (
Trust: neutral) (
1568 Merit earned) (
Trust list) (
BPIP)
550. 2819174:
MrMojoRising26 (
Trust: +27 / =0 / -0) (
1024 Merit earned) (
Trust list) (
BPIP)
551. 2844057:
Frank AlpenCoin (
Trust: +22 / =0 / -0) (
600 Merit earned) (
Trust list) (
BPIP)
552. 2855320:
meser# (
Trust: neutral) (
1023 Merit earned) (
Trust list) (
BPIP)
553. 2864880:
sam00 (
Trust: +4 / =1 / -0) (
1166 Merit earned) (
Trust list) (
BPIP)
554. 2867307:
_BlackStar (
Trust: neutral) (
1294 Merit earned) (
Trust list) (
BPIP)
555. 2872248:
ZAINmalik75 (
Trust: +3 / =0 / -0) (
858 Merit earned) (
Trust list) (
BPIP)
556. 2879601:
thiago007 (
Trust: +13 / =0 / -0) (
27 Merit earned) (
Trust list) (
BPIP)
557. 2886832:
Est2013 (
Trust: +18 / =0 / -0) (
122 Merit earned) (
Trust list) (
BPIP)
558. 2905746:
GbitG (
Trust: neutral) (
550 Merit earned) (
Trust list) (
BPIP)
559. 2983978:
Eclipse33 (
Trust: +15 / =0 / -0) (
464 Merit earned) (
Trust list) (
BPIP)
560. 3062562:
CARIBBEAN_TREASURES (
Trust: +17 / =0 / -0) (
545 Merit earned) (
Trust list) (
BPIP)
561. 3082389:
Steeley (
Trust: +27 / =0 / -0) (
417 Merit earned) (
Trust list) (
BPIP)
562. 3111761:
Slot Kid (
Trust: neutral) (
101 Merit earned) (
Trust list) (
BPIP)
563. 3120651:
baeva (
Trust: +1 / =0 / -0) (
1558 Merit earned) (
Trust list) (
BPIP)
564. 3121388:
blucepheus (
Trust: +15 / =0 / -0) (
218 Merit earned) (
Trust list) (
BPIP)
565. 3178351:
PeakDK (
Trust: +11 / =0 / -0) (
43 Merit earned) (
Trust list) (
BPIP)
566. 3240980:
raritycheck (
Trust: +16 / =4 / -0) (
191 Merit earned) (
Trust list) (
BPIP)
567. 3253914:
Cricktor (
Trust: neutral) (
3113 Merit earned) (
Trust list) (
BPIP)
568. 3254306:
_act_ (
Trust: neutral) (
1652 Merit earned) (
Trust list) (
BPIP)
569. 3322606:
PrivacyG (
Trust: neutral) (
2166 Merit earned) (
Trust list) (
BPIP)
570. 3322771:
Bitbuddy60 (
Trust: +10 / =1 / -0) (2 Merit
earned) (
Trust list) (
BPIP)
571. 3333894:
KingsDen (
Trust: +6 / =0 / -0) (
1269 Merit earned) (
Trust list) (
BPIP)
572. 3335277:
Slissy (
Trust: neutral) (
213 Merit earned) (
Trust list) (
BPIP)
573. 3345198:
el che (
Trust: neutral) (
12 Merit earned) (
Trust list) (
BPIP)
574. 3365990:
Cryptogreatdane (
Trust: +16 / =0 / -0) (
497 Merit earned) (
Trust list) (
BPIP)
575. 3369389:
Humble Bitcoiners (
Trust: +18 / =1 / -0) (
284 Merit earned) (
Trust list) (
BPIP)
576. 3371937:
Jambo USA (
Trust: +6 / =1 / -0) (4 Merit
earned) (
Trust list) (
BPIP)
577. 3373825:
paid2 (
Trust: +11 / =1 / -0) (
3742 Merit earned) (
Trust list) (
BPIP)
578. 3373858:
n0nce (
Trust: neutral) (
6012 Merit earned) (
Trust list) (
BPIP)
579. 3416506:
Pandu Geddon (
Trust: +2 / =0 / -0) (
660 Merit earned) (
Trust list) (
BPIP)
580. 3418694:
Crypto Library (
Trust: +3 / =0 / -0) (
1097 Merit earned) (
Trust list) (
BPIP)
581. 3419144:
Agbe (
Trust: +3 / =0 / -0) (
1426 Merit earned) (
Trust list) (
BPIP)
582. 3423588:
SmartGold01 (
Trust: +1 / =1 / -0) (
1110 Merit earned) (
Trust list) (
BPIP)
583. 3426831:
PreciousMetapsICT (
Trust: +14 / =0 / -0) (
236 Merit earned) (
Trust list) (
BPIP)
584. 3430388:
Ryu_Ar1 (
Trust: neutral) (
847 Merit earned) (
Trust list) (
BPIP)
585. 3434176:
Z-tight (
Trust: neutral) (
1226 Merit earned) (
Trust list) (
BPIP)
586. 3434753:
slumberjack (
Trust: +10 / =0 / -0) (
96 Merit earned) (
Trust list) (
BPIP)
587. 3439672:
Suzuki Matt (
Trust: +14 / =0 / -0) (
114 Merit earned) (
Trust list) (
BPIP)
588. 3442536:
AHOYBRAUSE (
Trust: +2 / =3 / -0) (
1507 Merit earned) (
Trust list) (
BPIP)
589. 3442614:
YodasRedRocket (
Trust: +26 / =0 / -0) (
638 Merit earned) (
Trust list) (
BPIP)
590. 3442679:
satscraper (
Trust: neutral) (
2255 Merit earned) (
Trust list) (
BPIP)
591. 3447699:
BABY SHOES (
Trust: neutral) (
622 Merit earned) (
Trust list) (
BPIP)
592. 3449242:
Jossque (
Trust: neutral) (
2546 Merit earned) (
Trust list) (
BPIP)
593. 3459054:
turtlecute (
Trust: +1 / =0 / -0) (
82 Merit earned) (
Trust list) (
BPIP)
594. 3462000:
light_warrior (
Trust: neutral) (
928 Merit earned) (
Trust list) (
BPIP)
595. 3468038:
Numeral (
Trust: neutral) (
1378 Merit earned) (
Trust list) (
BPIP)
596. 3471165:
un_rank (
Trust: +2 / =0 / -0) (
1042 Merit earned) (
Trust list) (
BPIP)
597. 3477513:
usque_ad_finem (
Trust: neutral) (
314 Merit earned) (
Trust list) (
BPIP)
598. 3481963:
Marc1225 (
Trust: neutral) (8 Merit
earned) (
Trust list) (
BPIP)
599. 3508591:
DOBLEBIT (
Trust: +11 / =0 / -0) (
245 Merit earned) (
Trust list) (
BPIP)
600. 3516366:
Jinetics1111 (
Trust: +4 / =0 / -0) (
88 Merit earned) (
Trust list) (
BPIP)
601. 3519432:
SirJohnVonSlotty (
Trust: +9 / =0 / -0) (
885 Merit earned) (
Trust list) (
BPIP)
602. 3526548:
MiliMil (
Trust: neutral) (
106 Merit earned) (
Trust list) (
BPIP)
603. 3540187:
apogio (
Trust: +4 / =1 / -0) (
2181 Merit earned) (
Trust list) (
BPIP)
604. 3543045:
Z_MBFM (
Trust: +1 / =1 / -0) (
427 Merit earned) (
Trust list) (
BPIP)
605. 3543369:
WEB503 (
Trust: neutral) (
30 Merit earned) (
Trust list) (
BPIP)
606. 3546931:
Hatchy (
Trust: neutral) (
1004 Merit earned) (
Trust list) (
BPIP)
607. 3556284:
RebelMoney (
Trust: +2 / =0 / -0) (
129 Merit earned) (
Trust list) (
BPIP)
608. 3558380:
Mia Chloe (
Trust: +8 / =0 / -0) (
1479 Merit earned) (
Trust list) (
BPIP)
609. 3570710:
promise444c5 (
Trust: +1 / =1 / -0) (
605 Merit earned) (
Trust list) (
BPIP)
610. 3591813:
B1g4udge (
Trust: +4 / =0 / -0) (
35 Merit earned) (
Trust list) (
BPIP)
611. 3609918:
@Whale (
Trust: +19 / =0 / -0) (
300 Merit earned) (
Trust list) (
BPIP)
612. 3623234:
Floxynice (
Trust: +1 / =2 / -0) (
293 Merit earned) (
Trust list) (
BPIP)
613. 3629575:
memehunter (
Trust: +5 / =1 / -0) (
779 Merit earned) (
Trust list) (
BPIP)
614. 3687357:
*Ace* (
Trust: neutral) (
290 Merit earned) (
Trust list) (
BPIP)
23. Post 66018746 (unedited backup) (by MiF) (scraped on Fri Nov 7 14:10:08 CET 2025) in How to be a low risk gambler :
Almost everything is risky and that of gambling is really crazy because we can not really tell when we will make profit because the chance of winning is low while that of losing is very high but regardless I don't see gambling as an entertainment I mean I don't gamble for fun I gamble to make money and even If I don't win I know that is normal. Funny enough some people who say they are gambling for entertainment or for fun still feel bad and sometimes regret when they incur loss. The best thing is just to gamble, knowing that nothing is certain in gambling and knowing this will also help some folks don't stake high I mean what they can not really afford to lose.
Actually, I don't think there is anyone in the world who gets joy from their losses, but it is true that if someone wins by gambling, they are definitely entertained or happy. Here, we have to accept the fact that we will gamble for entertainment, but we will use such an amount that even if we face a loss after losing, we will not face stress.
Because it is true that someone will not be entertained or happy if they lose or lose money, so in this case, they should use a small amount that they can afford to lose, so that they do not feel stressed. As a result, the matter will be purely for entertainment and at the same time for winning. However, if someone is gambling for any purpose other than entertainment, then the problem is that they will see the money they gamble as an investment, which they should not.
Everyone feels a different kind of joy after winning while gambling. And when you lose in gambling, it is normal to feel a little sad. If we keep a few aspects in mind while gambling, we will never have to face major losses, and if we can take gambling as a pleasure. If we do not take extra money while gambling, but gamble with a small amount of money, so that if we lose, there will be no problem in our daily life, we should keep these aspects in mind while gambling.
24. Post 66018694 (unedited backup) (by MiF) (scraped on Fri Nov 7 13:54:32 CET 2025) in What makes you feel excited in sportsbetting: the win, the risk or the analysis?:
For some, it’s the feeling of uncertainty. For others, it’s mastering the odds. Each player chases a different kind of thrill. Personally, it’s while I watch a match and cheer for my team (the suspense makes my experience more interesting)... And you, what fuels your excitement when the match begins?
For me, the most exciting thing about sports betting is betting on your favorite team and enjoying the match. However, placing bets based on analysis on multiple matches and games also gives me a different type of excitement.
Because in this case, analyzing the scores of the matches and occasionally watching them live are all things that give me joy. But if I put all of these on one side and watching the matches of my favorite team on the other side, then I would say that it fuels my excitement the most when I bet on sports.
There is a lot of joy hidden in the sloppy betting of sports. If you don't bet while watching a game, you don't watch it that much. Whenever you bet on a match, you enjoy it with a lot of attention. I have seen many times that the messages that are posted are very happy and every moment of the match is watched with great attention.
25. Post 66015943 (unedited backup) (by JunaidAzizi) (scraped on Thu Nov 6 19:45:14 CET 2025) in T20 and T20I cricket prediction and discussion:
Back to back two thrilling games between NZ and WIndies. Yesterday WIndies won the game by 7 runs and today NZ levelled three match series by winning the game by just 3 runs. From NZ side, Mark Chapman was the star who scored 78 runs on just 28 balls. NZ gave a target of 207 runs and WIndies did their best to win the game but were 3 runs short of victory. WI needed 16 runs in last over and they lost the important wicket of Rovman Powell on 4th ball of last over this allowed NZ to win the game. It was a high scoring game and 411 runs were scored.
To be honest, if someone observes the score of this match after the game, he will be forced to say that this match was really thrilling, because where the West Indies team won the first match, when the New Zealand team scored more than 200 runs in the second match, we thought that maybe New Zealand had returned to its original format, but the West Indies team came out to bat again, but they were no less. They gave an extraordinary batting performance. Although they lost this match, their performance was not less in any way and for this they lost to New Zealand by only three runs.
I think if the West Indies opening pair could have made their partnership above 30, they could have easily won this match, but their opening pair's partnership was zero runs, and due to the poor performance of some other batsmen in the top order, the West Indies team lost by just three runs.
Yeah, the match was full of thrills, none of the teams wanted to give up. When New Zealand set a target of 207 runs, I thought that they would easily win the match, but I forgot that their opponents were the West Indies. They gave them a very hard time.
There is no doubt that their opener pair did not score well. If they had scored at least some runs, then maybe the West Indies would have won this match too. Unfortunately, they didn't. But did you see Powell batting? He got 45 runs off 16 balls, and he was out. If he had stayed for a few more balls, there is no doubt that they would have won.
26. Post 66015890 (unedited backup) (by Versatile_choice) (scraped on Thu Nov 6 19:25:31 CET 2025) in What makes you feel excited in sportsbetting: the win, the risk or the analysis?:
For me, the most exciting thing about sports betting is betting on your favorite team and enjoying the match. However, placing bets based on analysis on multiple matches and games also gives me a different type of excitement.
Because in this case, analyzing the scores of the matches and occasionally watching them live are all things that give me joy. But if I put all of these on one side and watching the matches of my favorite team on the other side, then I would say that it fuels my excitement the most when I bet on sports.
To me, what fuels my excitement is When my favorite team is leading this excitement sometimes made me to forget about my bet or let's say the outcome didn't work as expected i will just keep that aside and still concentrate on the match. I don't know if there's any one here who feel the same way I do?
There's nothing that makes me feel excited than seeing my favorite team wining, after that I can say that one other thing that makes me feel excited in sport is when I'm making analysis as I will be seeing past matches that is played for about 6-7 seasons ago and how they ended.
27. Post 66014624 (unedited backup) (by liasbaa) (scraped on Thu Nov 6 13:46:13 CET 2025) in How to be a low risk gambler :
Almost everything is risky and that of gambling is really crazy because we can not really tell when we will make profit because the chance of winning is low while that of losing is very high but regardless I don't see gambling as an entertainment I mean I don't gamble for fun I gamble to make money and even If I don't win I know that is normal. Funny enough some people who say they are gambling for entertainment or for fun still feel bad and sometimes regret when they incur loss. The best thing is just to gamble, knowing that nothing is certain in gambling and knowing this will also help some folks don't stake high I mean what they can not really afford to lose.
Actually, I don't think there is anyone in the world who gets joy from their losses, but it is true that if someone wins by gambling, they are definitely entertained or happy. Here, we have to accept the fact that we will gamble for entertainment, but we will use such an amount that even if we face a loss after losing, we will not face stress.
Because it is true that someone will not be entertained or happy if they lose or lose money, so in this case, they should use a small amount that they can afford to lose, so that they do not feel stressed. As a result, the matter will be purely for entertainment and at the same time for winning. However, if someone is gambling for any purpose other than entertainment, then the problem is that they will see the money they gamble as an investment, which they should not.
Gambling should be conducted only with the amount of money that is kept for entertainment purposes and only the amount of money that will not cause any negative situation in life if lost should be used. Problems only increase when gambling is unrealistically viewed as an income or investment, and this is the case with almost all gamblers, because comparatively most gamblers come to gamble primarily with the hope of making money, which is why they start to have many problems from it.
Although gambling should be played for entertainment purposes, we often think of it as an alternative source of income. You cannot set aside funds for entertainment until you can use gambling for entertainment purposes. In my opinion gambling becomes a problem when you cannot maintain discipline while playing. Discipline is needed at every stage of gambling. Starting from the provision of money to the allocation of money and allocating a fixed time instead of spending unlimited time gambling. Emotions create excitement so you should be patient in gambling whether you win or lose.
28. Post 66014202 (unedited backup) (by Z_MBFM) (scraped on Thu Nov 6 11:42:25 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
ভাই আমি অনেক আগে থেকেই আলাপ আলোচনার সময় বলে আসছিলাম বিটকয়েনের অল টাইম হাই প্রাইস 120কে এর আশেপাশে থাকবে কিন্তু সেখানে এটি 125কে পর্যন্ত চলে গিয়েছে যদিও পরবর্তীতে অবস্থা দেখে আমি ভেবেছিলাম ১৩০কে পর্যন্ত যেতে পারে।
কিন্তু বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছি এই পর্যন্ত রিকভারি করা আসলে সম্ভব হবে কিনা জানিনা যদিও অনেকে বলতেছে যে ১০০কে এর বেশি নিচে নামেনি হয়তোবা আবার মার্কেট রিকভারি করতে পারে।
কিন্তু আমি পারসোনালি মনে করি এখন সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম এবং যা তৈরি হবে সেটা শুধুমাত্র হবে বুল ট্র্যাপ, মানে মানুষজন ইনভেস্টমেন্ট করবে আরো ভালো বুল সিজন আসবে মনে করে কিন্তু মার্কেট যাবে আসলে উল্টোটা। যেমনটা হয়েছিল ৭৪কে থাকার সময়।
আমরা অনেকেই মনে করেছিলাম বুল রান আর অনেক আগেই শেষ। বিশেষ করে ১০০কে থেকে যখন নিচে নেমে গিয়েছিলো। তারপরেও বিটকয়েন আবার বেশ কয়েকবার ১০০কে টাচ করলো এবং সেটা পার করে লম্বা সময় ধরে ১০৫ থেকে ১১৩ এর ভেতরে ছিল। সেখান থেকে আবার বুলিশ হয়ে ১২৫ অব্দি চলে গিয়েছে এবং নতুন নতুন অলটাইম হাই বানিয়েছে। কিন্তু অল্টকয়েন মার্কেটে তেমন কোন মুভমেন্ট দেখা যাকয় নাই। আমরা অনেকেই আশা করেছিলাম যে অন্তত একটা যায়গায় বিটকয়েন স্টাবল হলে অল্টকয়েন গুলো গেইন করবে। কিন্তু বাস্তবে সেটা হয়নি।
এখন যেহেতু বিটকয়েন প্রায় ১০০কে এর আশেপাশে মুভমেন্ট করছে আর অল্টকয়েন গুলো আবারো তার ভ্যালু হারিয়ে ফেলেছে, এখান থেকে আসলেও রিকভার করা যাবে কি না বলা যাচ্ছে না। অন্যান্য বুল রানের চাইতে এই বুল রান ভিন্ন ছিল সেটা দেখেই বুঝা যাচ্ছে। মার্কেট এখন আর আগের প্যাটার্ন গুলো ফলো করে না। তাই সব কিছুই এখন আনপ্রেডিক্টেবল।
একটা বিষয় চিন্তা করেন একরাত্রে যখন বিটকয়েনের দাম ১০২কে কে নেমে আসে তারপরে বিটকয়েন কিন্তু আবারো ভাল রিকভার করে ফেলছিল কিন্তু আবার ধীরে ধীরে সেই ১০২কে এর আশেপাশে বিটকয়েনের দাম ঘোরাফেরা করতেছে। এটাই এমনও হতে পারে যে বিটকয়েনের ডাউন ১০০কে এর আশেপাশে রাইখা আবার একটা বুল সিজন দেখাতে পারে। অথবা এরকমও হইতে পারে বিটকয়েনের দাম কিছুটা স্ট্রাবল পর্যায়ে রাইখা আল্ট গুলারে একটা সুযোগ দিবে পাম্প করার জন্যে।
আবার মার্কেটের যে গতিবিধি সেগুলা দেইখা আবার কনফিউশন হয়ে যাই যে আসলে কি যাইতে যাইতেছে মার্কেটে। বুল না বেয়ার এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশনে পড়ে গেছি যার কারণে সবকিছু বেইচা এখন বইসা আছি মার্কেটে অনেক কম ঢুকি তা না হলে মার্কেটের যে মুভমেন্ট কিছুটা ডাউন করলেই মনে হয় যে আবারো কিনা ধরে রাখি। আবার মনে হয় এবার কিনলে মা*রা খাইতে পারি। এভাবেই দ্বিধাদ্বন্দ্বে আছি। যেখানেই যাইতেছি একই রকম কথা কেউ বুঝতে পারতেছে না। এই এলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্পের মত লোকেরা মার্কেটে ঢুইকা আমাদের মত মানুষদের অবস্থা কঠিন বানাইয়া ফেলছে। মানে ক্রিপ্টো দুনিয়াটা এখন জুয়ার মত বানাইয়া ফেলছে একটা ভুল স্টেপ নিলেই পকেট খালি হইয়া যাইতেছে।
29. Post 66013547 (unedited backup) (by God Of Thunder) (scraped on Thu Nov 6 07:06:55 CET 2025) in বাংলাদেশ (Bangladesh):
ভাই আমি অনেক আগে থেকেই আলাপ আলোচনার সময় বলে আসছিলাম বিটকয়েনের অল টাইম হাই প্রাইস 120কে এর আশেপাশে থাকবে কিন্তু সেখানে এটি 125কে পর্যন্ত চলে গিয়েছে যদিও পরবর্তীতে অবস্থা দেখে আমি ভেবেছিলাম ১৩০কে পর্যন্ত যেতে পারে।
কিন্তু বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছি এই পর্যন্ত রিকভারি করা আসলে সম্ভব হবে কিনা জানিনা যদিও অনেকে বলতেছে যে ১০০কে এর বেশি নিচে নামেনি হয়তোবা আবার মার্কেট রিকভারি করতে পারে।
কিন্তু আমি পারসোনালি মনে করি এখন সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম এবং যা তৈরি হবে সেটা শুধুমাত্র হবে বুল ট্র্যাপ, মানে মানুষজন ইনভেস্টমেন্ট করবে আরো ভালো বুল সিজন আসবে মনে করে কিন্তু মার্কেট যাবে আসলে উল্টোটা। যেমনটা হয়েছিল ৭৪কে থাকার সময়।
আমরা অনেকেই মনে করেছিলাম বুল রান আর অনেক আগেই শেষ। বিশেষ করে ১০০কে থেকে যখন নিচে নেমে গিয়েছিলো। তারপরেও বিটকয়েন আবার বেশ কয়েকবার ১০০কে টাচ করলো এবং সেটা পার করে লম্বা সময় ধরে ১০৫ থেকে ১১৩ এর ভেতরে ছিল। সেখান থেকে আবার বুলিশ হয়ে ১২৫ অব্দি চলে গিয়েছে এবং নতুন নতুন অলটাইম হাই বানিয়েছে। কিন্তু অল্টকয়েন মার্কেটে তেমন কোন মুভমেন্ট দেখা যাকয় নাই। আমরা অনেকেই আশা করেছিলাম যে অন্তত একটা যায়গায় বিটকয়েন স্টাবল হলে অল্টকয়েন গুলো গেইন করবে। কিন্তু বাস্তবে সেটা হয়নি।
এখন যেহেতু বিটকয়েন প্রায় ১০০কে এর আশেপাশে মুভমেন্ট করছে আর অল্টকয়েন গুলো আবারো তার ভ্যালু হারিয়ে ফেলেছে, এখান থেকে আসলেও রিকভার করা যাবে কি না বলা যাচ্ছে না। অন্যান্য বুল রানের চাইতে এই বুল রান ভিন্ন ছিল সেটা দেখেই বুঝা যাচ্ছে। মার্কেট এখন আর আগের প্যাটার্ন গুলো ফলো করে না। তাই সব কিছুই এখন আনপ্রেডিক্টেবল।
30. Post 66012778 (unedited backup) (by Ivystar5) (scraped on Wed Nov 5 23:26:56 CET 2025) in How i lost everything because of the gambling, now i quit but its too late:
[snip]
I'm pretty sure that there are a lot of people who commit suicide after losing at gambling, so it's not unusual if you've heard stories like this elsewhere.
And if you've heard any stories like this recently, it's probably the story of a Ukrainian trader who attempted suicide, but he didn't gamble; but rather lost $10 million on trading. That was probably due to the largest $19 billion liquidation in cryptocurrency history.
In fact, whether it is trading, gambling, or investing in a business, we need to know about the risk factors in all aspects and invest accordingly according to our ability to lose. Although in the case of gambling, it will not be an investment, and for this we need to use a separate small amount.
Yeah sure I did hear about that and of course this is not about the trader guy from Ukraine, it's about a gambler a student who took his life in the cause if gambling but however you are very right gambling is not trading either so when gambling it should be solely within an amount that one can afford to loss or do without yet not being bothered by that. most of the scenarios that had people's life were those that gambled out of desperation.
31. Post 66012184 (unedited backup) (by sompitonov) (scraped on Wed Nov 5 20:26:44 CET 2025) in How to be a low risk gambler :
Almost everything is risky and that of gambling is really crazy because we can not really tell when we will make profit because the chance of winning is low while that of losing is very high but regardless I don't see gambling as an entertainment I mean I don't gamble for fun I gamble to make money and even If I don't win I know that is normal. Funny enough some people who say they are gambling for entertainment or for fun still feel bad and sometimes regret when they incur loss. The best thing is just to gamble, knowing that nothing is certain in gambling and knowing this will also help some folks don't stake high I mean what they can not really afford to lose.
Actually, I don't think there is anyone in the world who gets joy from their losses, but it is true that if someone wins by gambling, they are definitely entertained or happy. Here, we have to accept the fact that we will gamble for entertainment, but we will use such an amount that even if we face a loss after losing, we will not face stress.
Because it is true that someone will not be entertained or happy if they lose or lose money, so in this case, they should use a small amount that they can afford to lose, so that they do not feel stressed. As a result, the matter will be purely for entertainment and at the same time for winning. However, if someone is gambling for any purpose other than entertainment, then the problem is that they will see the money they gamble as an investment, which they should not.
Gambling should be conducted only with the amount of money that is kept for entertainment purposes and only the amount of money that will not cause any negative situation in life if lost should be used. Problems only increase when gambling is unrealistically viewed as an income or investment, and this is the case with almost all gamblers, because comparatively most gamblers come to gamble primarily with the hope of making money, which is why they start to have many problems from it.
The main thing is that many players understand this, but almost none of them can resist the wild excitement or the desire to win back their losses here and now. It turns out that many simply give in to a momentary desire, which will have negative consequences in the future. The worst thing is when a player loses not only their own money, but also money borrowed from friends. Such things only happen when a player is obsessed with the game, like a robot... I was in that state a long time ago and never experienced it again because the feeling was so terrifying, I didn't even recognize myself, so I will never repeat it, or even give myself a chance to win back my losses, because that's where it all begins.