Last update: 2025-10-14_Tue_02.30h (Amsterdam time)

Change your preferences in LoyceV's notification bot.
See Notifications for others.

Crypto Library receives Notifications when he's quoted or mentioned

Ignore list:
Posts from these users are ignored:
1. Crypto Library
Posts in these topics are ignored:
none


Username "Crypto Library" occurred in the following posts (quoted and/or mentioned):


1. Post 65919089 (unedited backup) (by God Of Thunder) (scraped on Tue Oct 14 02:25:13 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):

Quote from: Crypto Library on October 13, 2025, 01:10:50 PM
আপনি যেদিন প্রথম ট্রেডিং স্টার্ট করেছিলেন সেদিন এমনিতেই ক্রিপ্টো মার্কেটের অবস্থা খারাপ ছিল, এখানে আরো অনেক কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে, ওই বিষয়গুলো না জেনে ধুমধাম একটা টোকেনে ট্রেড নিলে লস ছাড়া আর কিছু থাকবে না।
আমি গতকালকে স্টার্ট করেছি আমি 1k করে ট্রেড নিয়েছি এবং ৬৮কে ভলিউম করতে গতকালকে আমার ৩.3 ডলার খরচ হয়েছিল এবং আজকে 67k ভলিউম করেছি 3.6 ডলার খরচ হয়েছে।
এখানে মূলত আপনাকে কিছুটা লস দিয়েই ট্রেড করতে হবে যদি পয়েন্ট অর্জন করে এয়ার ড্রপ ক্লেম করতে চান। আর সব সময় কয়েন গুলোর মধ্যে স্টেবিলিটি চেক দিয়ে তারপরেই ট্রেড করতে হবে। 

আমি অলরেডি ধরে নিয়েছি যে ১৫ দিনে আমি ৫০ ডলার লস করব, আর যদি এয়ার ড্রপ ক্লেম করি হয়তোবা রি কবে হওয়ার পাশাপাশি কিছুটা প্রফিট করব।

ভাই আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। আপনি নিজে থেকে প্রাইভেট মেসেজ করে সহযোগিতা করতে চেয়েছেন, এজন্য আর বেশি ধন্যবাদ। কিন্তু ভাই আমার মুড পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে, আর আমি এখানে টাইম নষ্ট করতে চাই না। অন্য এক যায়গায় দেখলাম যে ফার্স্ট কাম ফার্স্ট সারভ এ নাকি এয়ারড্রপ ক্লেইম করতে হয়। তার মানে আপনি যদি ব্যাস্ত থাকেন বা কোন কাড়নে ভুলে যান, তাহলে অন্যরা ক্লেইম করে নিবে আর আপনি পাবেন মুলা। যদি হাতে পর্যাপ্ত সময় থাকে, তাহলে ট্রাই করা যেতেই পারে। কিন্তু আমি মনে হয় না পারবো। হয়তো ট্রাই করেছিলাম এটা ভেবে যে কিছু ইনকাম করতে পারবো, কিন্তু প্রথম দুই তিন দিনেই লস খেয়ে চুপ চাপ বসে আছি। আর ট্রাই করতে চাই না ভাই। যদিও আপনার মেসেজের পড় ৫০০ ডলারের একটা ট্রেড নিয়ে সম্ভবত কয়েক সেন্ট লস করে ২০০০ ডলারে ভলিয়ম করেছি। কিন্তু আমার মনে হয় আমি এলিজিবল হলেও ক্লেইম করতে পারবো না।



2. Post 65917972 (unedited backup) (by DYING_S0UL) (scraped on Mon Oct 13 20:06:56 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):

Quote from: Crypto Library on Today at 02:47:15 PM
তাওতো ভাই এত বড় মার্কেট লিকুইডেশন হওয়ার পরেও এবার কম মানুষেরই সুসাইড করার ঘটনা দেখতে পেলাম LUNA কয়েন্টি যখন ক্রাশ করলো তখন তো প্রায় ২৫ জনের উপরে সুইসাইড করেছিল।
আমার এক বন্ধু ওর জীবনের প্রায় সিংহভাগ LUNA কয়েনে ইনভেস্টমেন্ট করে লস করেছিল, আল্লাহ ওরে বাচাইছে সুইসাইড খালি   করে নাই। আমি এর জন্য বর্তমানে অল্ট কয়েন বলেন বা ফিউচার ট্রেডিং বলেন কোনটাই করি না।

আমার এর আগে এমন হতো না বর্তমানে দেখতে পাচ্ছি যে ফেসবুকে ফরগট পাসওয়ার্ড করে কেউ আমার পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করতেছে এর জন্য নোটিফিকেশন বা ইমেইলে কোড আসে।
যাক এই পথে খালি আমি একা না।

ফিউচার ট্রেডিং হাজার হাজার মানুষের জীবন নষ্ট করে দিছে! আমি যদি পারতাম, যদি এটা ব্যান করে দেয় যেতো, যদি ডিলিট বাটনে চাপ দিতে পারতাম তাহলে চিরতরে এই কনসেপ্টটাকে ইরেজ করে দিতাম।

হ্যাঁ আমিও হঠাত কয়েকমাস যাবৎ এটা নোটিশ করতেছি। জাস্ট একবার দুইবার না, বেশ কয়েকবার এই কয়েকমাস আমাকে ফেসবুক থেকে পাসওয়ার্ড রিসেটের মেসেজ পাঠাইছে। কোন টোকাই চাপরি হেটার যে এমন করতেছে কে জানে। তবে এইসব জিনিস নিয়ে প্যানিক না হওয়ায় বেটার। আমি জানি ঠিকমত চললে কোনো কিছুই করতে পারবে না। সব খানে 2FA করা আর এমন বড় পাসওয়ার্ড (৫০+ ডিজিট) যে কারোর বাপেরও ক্ষমতা নাই যে গেস করবে লল। Tongue



3. Post 65917634 (unedited backup) (by Bd officer) (scraped on Mon Oct 13 18:47:07 CEST 2025) in ODI cricket and general cricketing discussion [self - mod]:

Quote from: Crypto Library on October 12, 2025, 06:21:51 PM
And speaking of the ODI format, in the last few years, I haven't noticed any good batsmen in the Bangladesh team, where previously the Bangladesh team was ranked between 6th-8th in the ICC rankings. Bangladesh is currently in the 10th position. And I think this is only because the batting lineup of the Bangladesh team is bad, and the result of this may be that in the future, when playing the World Cup, the Bangladesh team will have to play matches again to qualify.
I think Bangladesh will have to play the qualifiers to qualify for the 2027 World Cup. As far as I know, if Bangladesh wants to play the 2027 World Cup directly, then Bangladesh will have to be at number 9 in the ICC rankings, which may not be possible for Bangladesh. Actually, Bangladesh was quite strong in the ODI format in the past, but currently they are losing one match after another in the ODI format. I saw in the news that Bangladesh has lost 10 of the last 11 matches, which is very disappointing. Yes, Bangladesh has lost one match after another due to the failure of the batsmen. I miss some players, like Tamim, Mushfiqur, Mahmudullah and Shakib, during their time Bangladesh was strong in the ODI format.

Anyway, tomorrow Bangladesh will lose again and get whitewashed in the series, lol.



4. Post 65917339 (unedited backup) (by Review Master) (scraped on Mon Oct 13 17:45:13 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):

Quote from: Dip69 on October 12, 2025, 07:26:45 PM
কিন্তু তার ২ ঘন্টা পরে যখন আমি আমার বন্ধুকে কল করি তখন সে বলে তোর নম্বরে স্প্যাম লেখা আসছে কেন ? আমি কিছু বুঝতে  না পেরে আমার সেই সিমটি খুলে রেখেছি আর আমার সম্পূর্ণ ফোন ফ্ল্যাশ করে সবকিছু আবার নতুন করে শুরু করেছি। কিন্তু এর পরেও কি আর কোনো সমস্যা হওয়ার সম্ভবনা আছে ? আমি বুঝতেছি না এরপর আমি কি করবো ? আমার সম্পূর্ণ ফোন কি হ্যাকারের / স্প্যামারের নিয়ন্ত্রণে চলে গেছে ?

খুব সম্ভবত আপনি স্কামারের নাম্বারটির কল যেহুতু ধরেছেন, তাই স্কামার কিংবা স্প্যাম নাম্বারের লিস্টে হইতো আপনার নাম্বারটিকেও এন্ডরয়েড সিস্টেম থেকে স্প্যাম নাম্বার হিসাবে লিস্ট করেছে। কেননা এন্ডরয়েড সিস্টেম একটি থার্ড পার্টি কিংবা নির্দিষ্ট ডাটাবেস ব্যাবহার করে, ব্যাবহারকারীকে স্প্যাম নাম্বার সম্পর্কে অবহিত করে থাকে।


Quote from: Crypto Library on October 12, 2025, 07:38:40 PM
আবারও বলতেছি, কেমন প্রজেক্ট Binance Alpha তে আসবে সেটির উপরই নির্ভর করবে এয়ারড্রপ ভালো পাবেন কি নাহ। কিন্তু আমার কাছে mainnet এর যেকোনো প্রজেক্টের এয়ারড্রপই ভালো লাগে, যদিও এখন এয়ারড্রপের narrative পরিবর্তন হয়েছে। তবে আগামীতে কিছু প্রজেক্ট থেকে ভালো কিছু পাওয়ার অপেক্ষায় রয়েছি। আর Binance Alpha এর এয়ারড্রপের জন্য আপনার এবং বাকিদের শুভকামনা রঈলো। Wink

আমি ভাই পারসোনালি ৩-৪ জনকে দেখেছি যে ১৫০ থেকে ২৫০ ডলার পর্যন্ত এয়ার ড্রপ ক্লেইম করেছে, এবং তারপর থেকেই তারা মাল্টি করাও শুরু করেছে এমনকি গ্রুপে দেখলাম অনেকে মাল্টি করার জন্য আলাদা ডিভাইস হিসেবে মোবাইল ক্রয় করে ফেলেছে।

ওমন সবাই করছে এবং অনেকে গত ২ মাসের প্রোজেক্টগুলো থেকে ভালো এয়ারড্রপ পেয়েছে যেমনটা বললাম Perp dex narrative এর জন্য এবং ওমন প্রোজেক্টগুলো লিস্ট হওয়ার কারণে। যাইহোক ভালো প্রোজেক্ট লিস্ট হইলে এয়ারড্রপ ভালো পাবেন, নইলে ওমন একটা ভালো এয়ারড্রপের আশা করা যাবে নাহ।


Quote from: Crypto Library on October 12, 2025, 07:38:40 PM
এখানে টেকনিক্যালি আমি কয়েকটা বিষয় দেখেছি যে-
ধরেন আপনার ব্যালেন্স ১কে এর ওপরে তাহলে আপনি ডেইলি দুই পয়েন্ট করে পাবেন 15 দিনে 30 পয়েন্ট এমনিই পাবেন।
আর তাছাড়া 15 দিনের যদি আপনি প্রতিদিন ৬৫ হাজার ৫৩৬ ডলারের উপরে ভলিউম রাখতে পারেন তাহলে ১৬ পয়েন্ট করে পাবেন।
তাহলে টোটাল 15 দিনে আপনার পয়েন্ট হবে ৩০+(১৬*১৫)= ২৭০ পয়েন্ট।

আর এটা দিয়ে আপনি যেকোনো একটি ভালো এয়ারড্রপ ক্লেম করতে পারবেন। দেখা যাক এখন আমার অবস্থা কি হয়।

টেকনিক্যালি এমন অনেক পরিকল্পনা আমিও করি, কিন্তু প্রোজেক্ট কিংবা মার্কেট পরিকল্পনার বারটা বাজাই দেয়। যাইহোক আবারও শুভকামনা সকলের জন্য যারা Binance Alpha এর চেষ্টা করতেছেন।


Quote from: Crypto Library on October 12, 2025, 07:38:40 PM
আপনি কি ভাই বাইনান্সের lauchpool এর কথা বলছেন?

নাহ, launchpool তো আলাদা । Binance Alpha এর জনপ্রিয়তার পর ওমন এয়ারড্রপও কিছু দিয়েছে, আমি যদি ভুল নাহ হয়ে থাকি। যাইহোক আমি বিষয়টা দেখেই জানাবো পরবর্তীতে।


Quote from: Crypto Library on October 12, 2025, 07:38:40 PM
আমার ক্ষেত্রে কয়েক বছর আগে এমনটা হয়েছিল যেখানে আমি একটি ক্র্যাক ডাউনলোড করতে গিয়ে হ্যাকিং এর শিকার হয়েছিলাম এবং সে ক্ষেত্রে আমার একটি গেমিং প্ল্যাটফর্মের অনেকগুলো একাউন্ট হ্যাকাররা এইভাবে বাইপাস করে তাদের এক্সেস এ নিয়ে গিয়েছে এখনো পর্যন্ত আর রিকভারি পারিনি।

আপনার পরিস্থিতি এবং ওনার পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। কারণ আপনি ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করেছিলেন যেগুলোতে malware আগে থেকে থাকে এবং আপনি যখনে ওই ক্র্যাক সফটওয়্যার ইন্সটল করবেন। মেলওয়ারটা প্রথমে আপনার সিস্টেমের anti-malware কে বন্ধ করে আর আপনার সিস্টেম থেকে সব তথ্য নিয়ে নেয়।


Quote from: Shishir99 on Today at 12:41:06 PM
আজকে একটা নিউজ দেখে অনেক বেশি হতাশ হলাম। ইউক্রেনের একজন ক্রিপ্টো ট্রেডার তার নিজের ল্যাম্বোরগিনির ভেতরে নিজের বন্ধুক দিয়েই আত্মহত্যা করেছে।

এটা পুরাতন খবর , কেননা এই ঘটনাটা মার্কেট ক্রাশের দিনে হয়েছে বলা যায় এবং আমি এটি আগের পোস্টেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম।



5. Post 65917135 (unedited backup) (by HelliumZ) (scraped on Mon Oct 13 16:57:02 CEST 2025) in WPL Prediction & Discussion Season -1(2023):

Quote from: Crypto Library on Today at 02:52:23 PM
To be honest, none of us really expected that Bangladesh women's team would do well towards the last over, especially Shorna Akter's 51 run from 35 balls was unexpected and great performance as well. And that's basically why the Bangladesh team was able to score 332 where they would have stopped around 210.

Moreover, I can see that the Bangladesh women's team is doing well in terms of bowling as well. They have already taken five wickets of the South African women's team and the South African women's team has scored only 85 runs. Now I have to change my previous decision a lot. Luckily, I haven't placed a bet on this match yet.
If Bangladesh's Sharmin Akhtar had not scored an aggressive half-century at the end, Bangladesh might have scored below 200 runs. Bangladesh's Sharmin Akhtar's contribution is indeed a lot for today's match, but the most interesting thing will be if Bangladesh wins today's match.
South Africa's 85 runs have fallen by 5 wickets, meaning Bangladesh need to take five more wickets and South Africa need to collect 148 more runs. The equation is complicated for South Africa, especially if they cannot build two big partnerships, it is never possible and if Bangladesh bowls more controlled and takes five wickets, victory is certain.



6. Post 65917085 (unedited backup) (by Mahanton) (scraped on Mon Oct 13 16:45:49 CEST 2025) in Best strategy on how to accumulate 1 whole Bitcoin. :

Quote from: Crypto Library on Today at 02:39:03 PM
Even you showed good strategy for accumulating the 1 whole bitcoin but I will say that will not gonna be enough for the most of the people. Because I think most people in this world don't earn $110.21 a week, whereas following your strategy would take at least 20 years if we were to adopt Bitcoin at $110 a week at the current price.

So I want to say here that there is no obligation for us to hold a whole Bitcoin. We can invest as much as we can according to our ability. For example, let's say I have the ability to adopt Bitcoin at the rate of $10 per week, and if I continue this regularly for a long term, then I will get good benefits from it. And if I invest the majority of my salary only in coins to accumulate 1 whole bitcoin, then this strategy will definitely not be successful because the market will rise and fall and I will have to sell holding or investment bitcoin to meet my needs.
Not everyone has the same financial capacity or stability to follow a fixed accumulation plan like $110 a week it’s easy for people online to say “stack sats until you get one whole Bitcoin” but in reality many people around the world can’t afford to put that much aside consistently and still manage their basic needs what matters isn’t owning a full Bitcoin but being consistent with whatever amount you can comfortably invest without hurting your daily life.

The idea of DCA works best when it’s sustainable over time even $10 a week can make a difference if you keep it steady for years the goal should be to grow your holdings gradually without pressure not to match someone else’s target it’s better to hold a small amount that you never need to sell than to overcommit and be forced to liquidate during market volatility meeting your living expenses should always come before investing. The market will always move up and down and sometimes emergencies will come so flexibility is important Bitcoin accumulation is a long term process not a race owning even a fraction of Bitcoin still gives you exposure to its potential growth since it’s divisible down to satoshis it allows anyone regardless of income level to participate in the system.



7. Post 65916999 (unedited backup) (by Marvell1) (scraped on Mon Oct 13 16:26:25 CEST 2025) in WPL Prediction & Discussion Season -1(2023):

Quote from: Crypto Library on Today at 12:28:52 PM
I think the Bangladesh women's team batsmen will not be able to score more than 210 runs, even though they had enough wickets but their run rate is very low for the ODI format. Moreover, I think that the Bangladesh women's team needed a score of around 250 runs to defeat the South African women's team. Even if the Bangladesh team had scored 220 runs, there would still have been a chance for the South African women's team to win.

Considering everything, I think the South African women's team will win this match.

The Bangladesh women's batsmen played very well. None of us thought that the Bangladesh women's team would be able to collect up to 232 runs. This is definitely a big collection for a big team like Bangladesh.

Almost every batsman in the top order of Bangladesh played well. The most important innings was played by Shorna Akter. Shorna was unbeaten by collecting 51 runs from just 35 balls. Besides, RituMoni was unbeaten by collecting 19 runs from 8 balls. Besides, the batting of every other batsman was very slow.

The interesting thing is that the top order of South Africa broke down quite quickly. South Africa collected only 62 runs in 15.2 overs. But they have already lost three wickets. The match has the potential to become exciting



8. Post 65916801 (unedited backup) (by Mahanton) (scraped on Mon Oct 13 15:36:08 CEST 2025) in User funding limit (daily, weekly and monthly):

Quote from: Crypto Library on Today at 12:58:40 PM
I just found an interesting feature in one of the local online casinos that's popular in my countryside. While trying to check around what they have to help a problem gambler limit how they gamble. I found a feature which was to set the amount limit which you can only fund your account with daily, and weekly and also monthly if you want, decided to test the feature since we can make direct funding from any of our banking payment app, I funded my gambling account with the exact limit I set it went through and was credited on my balance, after few minutes I went back to try another deposit it became pending on the app and later my money was reversed back to me.

I found that feature interesting, but unfortunately, it can't work in crypto casinos since they don't decide which transaction can go through the blockchain and which one that can not. If there is any way for such to be implemented, I believe it will help some problem gamblers remind them of their limit. No solution solves the problem 100%, but it's definitely going to help a little percentage of gamblers, just like the self-exclusion option which can still be bypassed.
This is actually an interesting feature, it makes our job a lot easier, because many of us want to gamble by limiting our gambling bankroll, but sometimes we lose control of our emotions and cross that limit and gamble. In this case, I think that such features will help the players to some extent.
However, I will disagree with this statement that this cannot be implemented in cryptocurrency or blockchain systems, because I think it can be implemented in cryptocurrency as well. Here, the casino just needs to have an extra compulsory form where the wallet address has to be given to reverse the money. In this case, the player can implement the feature like the casino you described using the limit if he wants.
That kind of feature where a player sets a daily weekly or monthly deposit limit is a really good example of responsible gambling design it helps people control how much they spend without needing to rely only on self discipline because sometimes emotions take over after a few losses and it becomes hard to stop when the system itself blocks any further deposits after the limit is reached it gives the player a forced reminder to pause and think before going deeper.

In traditional online casinos it’s easier to enforce this because all transactions pass through centralized payment systems like bank cards or local gateways once the limit is reached the casino simply rejects new payments automatically but with crypto casinos it’s a lot more complicated since blockchain transactions can’t be stopped or reversed by the platform once they are sent they are confirmed on the network whether or not the casino wants to accept them. Still it’s possible for crypto casinos to create internal systems that mimic this kind of limit for example the platform could apply restrictions at the account level so even if a player sends crypto to their deposit address the system won’t credit the balance if they’ve hit their limit instead it could automatically return the funds to the sender wallet this would require some extra smart contract setup or off chain monitoring but it’s technically doable it’s just that most crypto casinos don’t bother adding these features because they focus on fast and unrestricted deposits rather than user protection.



9. Post 65916308 (unedited backup) (by Mahdirakib) (scraped on Mon Oct 13 13:30:13 CEST 2025) in ODI cricket and general cricketing discussion [self - mod]:

Quote from: Crypto Library on October 12, 2025, 06:21:51 PM
I don't really know from what point you are saying that the batting line-up of the Bangladesh team is quite good. I have seen many of my friends commenting like you after that T20 Series  Grin . But to be honest, the fact that the Bangladesh team has performed well in the T20 series but their batting is not that good, exception is that we have seen some good performance in the last match.
I wasn't saying it based on their performance in the T20 series. Bangladesh has won the T20 series, but all credit goes to their bowlers. In the ODI squad, Shanto, Miraz, Hridoy and Tamim are experienced enough, also they have the capability to play a good innings. Saif Hassan can be considered as a good batsman too based on his recent performance. Apart from them, Sohan and Jaker Ali were in the squad as batsmen. This is why I considered the squad as good. But they don't play with responsibilities and confidence. I won't be surprised if Bangladesh gets whitewashed in the ODI series.



10. Post 65914883 (unedited backup) (by Dip69) (scraped on Mon Oct 13 04:36:08 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):

Quote from: Crypto Library on October 12, 2025, 07:38:40 PM
আপনি কি এর মধ্যে কোন সাসপিসিয়াস ওয়েবসাইট থেকে কোন কিছু ডাউনলোড করেছিলেন বা এক্সপ্লোর করেছিলেন?
অনেক সময় হ্যাকাররা ফিসিং করে ওই ওয়েবসাইটগুলোর লিংক দিয়ে এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাইপাস করার জন্য এই ধরনের কল করে থাকে যাতে কল ধরার সাথে সাথেই দুই এক সেকেন্ডের মধ্যে কেটে যায় কিন্তু আপনার ফোনের টার্গেটেট ২ ফ্যাক্টর অথেন্টিকেশন হ্যাকাররা বাইপাস করে ফেলে।

আমার ক্ষেত্রে কয়েক বছর আগে এমনটা হয়েছিল যেখানে আমি একটি ক্র্যাক ডাউনলোড করতে গিয়ে হ্যাকিং এর শিকার হয়েছিলাম এবং সে ক্ষেত্রে আমার একটি গেমিং প্ল্যাটফর্মের অনেকগুলো একাউন্ট হ্যাকাররা এইভাবে বাইপাস করে তাদের এক্সেস এ নিয়ে গিয়েছে এখনো পর্যন্ত আর রিকভারি পারিনি।
না , আমি তেমন কোনো বিপদজনক ওয়েবসাইট এক্সপ্লোর করিনি।

আপনি যেভাবে বলছেন তাতে হ্যাকাররা যদি আমার ফোনের ২ ফ্যাক্টর অথেন্টিকেশন  বাইপাস করে ফেলে।  তাহলে এখন আমার করণীয় কি ? আমার ফোনটি ফ্ল্যাশ করার পরে আমি সন্ধেহজনক কোনোকিছুই আর দেখি নাই। এখন কি আমি নিরাপদ ?



11. Post 65913640 (unedited backup) (by Review Master) (scraped on Sun Oct 12 20:43:43 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):

Quote from: Crypto Library on Today at 06:12:12 PM
Binance Alpha এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হইলো প্রজেক্টটি কেমন হবে। কিছু আগে যে সকলে বিশাল অর্থের এয়ারড্রপ পাইলো, তার একটিমাত্র কারণ হইলো Perp Dex Narrative এবং সেইসকল প্রজেক্টের লিষ্টিং ও এয়ারড্রপ ঘোষণা করা। আর আপনি কেমন কম ফি দিয়েই বেশি পয়েন্ট নিতে পারবেন, সেইও কিন্তু মাথায় রাখতে হবে। কারণ কেউ যদি অন্ধের মতো ট্রেড করে শুধুমাত্র পয়েন্টের জন্য ,তাইলে তো তার এয়ারড্রপ পাওয়ার অর্থের থেকে ফিতে ব্যয় করা অর্থের পরিমাণই বেশি হবে।

আমি আজকে 68k ট্রেডিং ভলিউম করেছি, এবং এতে আমার 3.3 ডলারের মতন খরচ হয়েছে প্রতিদিন এমন করে খরচ হলে যদি দুই সপ্তাহে ৫০ ডলার এর মত খরচ করি আর টার্গেট নিয়েছি যদি ২০০ থেকে ২৫০ ডলার এর এয়ার ড্রপ ক্লেম করতে পারি তাহলে এটা ভালই প্রফিটেবল হবে। কিন্তু আমার প্রথম দুই সপ্তাহ যাওয়ার পর আমি আসলে এটার ফিডব্যাক দিতে পারব কেমন করতে পারলাম।

আমি তো আমার পরিচিত অনেককে দেখতে পেলাম আড়াইশো থেকে 300 ডলারের মতন এয়ার ড্রপ  ক্লেইম করেছে।

আমি এটির বিষয়ই বললাম যে, ট্রেডিং ফি এর পরিমাণ কিন্তু একটু বেশিই বলা যায়। আর আপনি যেমন বললেন নাহ যে, অনেকে $২৫০ কিংবা $৩০০ এর এয়ারড্রপ claim করেছে। একটু খবর নিয়ে দেখেন যে, তারা একটি একাউন্ট থেকে এত নিতে পেরেছে নাকি অনেকগুলো থেকে। এটির বলার কারণ হইলো, যারা Binance Alpha এর এয়ারড্রপের জন্য farming করে, তারা একাধিক একাউন্ট ব্যবহার করে ক্লেইমটা করে। উদাহরণ হিসেবে আমার নিজের বন্ধুই Binance Alpha এর এয়ারড্রপ থেকেই ওমন ইনকাম করে, কিন্ত একাধিক একাউন্ট ব্যবহার করে।

আবারও বলতেছি, কেমন প্রজেক্ট Binance Alpha তে আসবে সেটির উপরই নির্ভর করবে এয়ারড্রপ ভালো পাবেন কি নাহ। কিন্তু আমার কাছে mainnet এর যেকোনো প্রজেক্টের এয়ারড্রপই ভালো লাগে, যদিও এখন এয়ারড্রপের narrative পরিবর্তন হয়েছে। তবে আগামীতে কিছু প্রজেক্ট থেকে ভালো কিছু পাওয়ার অপেক্ষায় রয়েছি। আর Binance Alpha এর এয়ারড্রপের জন্য আপনার এবং বাকিদের শুভকামনা রঈলো। Wink

Quote
আমি যতটুকু দেখেছি যে প্রায় হাফ BNB থেকে এয়ার ড্রপ পাওয়া যেত অ্যারাউন্ড এক ডলারের আশেপাশে মাঝেমধ্যে দুই ডলারের মতন পাওয়া যেত যেটা আসলে খুবই কম।

আপনি যদিও পুরো বিষয়টা দেখি নাই, কিন্তু FCFS এবং Fixed এয়ারড্রপ থাকে কোনো কোনো প্রজেক্টে হয়তো। আর আপনি যে $১ কিংবা $২ এর এয়ারড্রপের কথা বলতেছেন, সেটি মূলত FCFS এর নাহ এবং Fixed Allocation এর হয়তো । আর এটিতে মূলত সর্বমোট staking আর আপনি কতটুকু স্টেকিং করেছেন, তার পরিমাণের উপর নির্ভর করে এয়ারড্রপের পরিমাণটা নির্ধারণ হয়ে থাকে। বাকি পুরাতন এয়ারড্রপের খবরগুলো পড়ে নিয়ে, আপনারা ধারণা নিতে পারেন।  Wink



12. Post 65913496 (unedited backup) (by GigaBit) (scraped on Sun Oct 12 20:12:01 CEST 2025) in T20 and T20I cricket prediction and discussion:

Quote from: HelliumZ on Today at 03:44:53 PM
Wao, Namibia outstanding performance in first T20 match winning by 4 wickets against nighty south Africa. Namibia chase down the 135 runs total in last ball of last over and register their first ever win against South Africa. South Africa disappointed batting and bowling performance in this match especially their batters failed to scored compatible runs on board. The man of The Match is Ruben Trumpelmann for his amazing all round performance in bowling they picked three important wickets by just giving only 28 runs and restricted South Africa under 140 runs. Ruben Trumpelmann also added important 11 runs from just 8 balls remain unbeaten and assited Namibia to win this match and lead the series with 1-0.

I would say here that the Namibian team put in more of an unimaginable performance than an outstanding performance. Because, I don't think any of us here expected that the Namibian team would defeat a team as strong as the South African team in this match, even in the T20 format.
I will completely blame the South African team's loss here on the collapsing of the South African batsmen, their top order batsmen completely failed to put up at least a performance in this match. Moreover, the South African team's performance has dropped significantly from the previous one, especially on their batting performance.

In fact, South Africa took the main team Namibia very easily and it is a fact that 100% of people who understand cricket will believe that Namibia will definitely lose to South Africa. But who knew that South Africa would be defeated by this weak Namibia, and that too by a huge margin of four wickets. The South African squad that lost to Namibia had seven national team players and they were good enough players to perform well, yet Namibia defeated a team like South Africa in the first ever T20I between Namibia and South Africa. It's not without praise for Namibia.
I think Namibia deserves praise for their victory against South Africa as a small team. Such a victory will have a big positive impact on their cricket. Although Namibia is a weak team, they are trying to become stronger now, which has been proven to some extent through that match. I think the team will be able to compete well with the big teams in a few days. Just as Afghanistan's cricket quickly gained fame, a similar situation may happen with Namibian cricket.



13. Post 65913130 (unedited backup) (by Review Master) (scraped on Sun Oct 12 18:51:55 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):

Quote from: Crypto Library on October 06, 2025, 04:34:53 PM
যেকোনো সময় মনে হয় সেরা ১০ এর মধ্যেও থাকবো নাহ। গতমাসে ফাইনাল এক্সাম আর টুর দিয়ে সময় নষ্ট করেছি, দেখি এই মাসে কেমন অ্যাক্টিভ থাকতে পারি।  Smiley
এখানেও আবনতি হয়ে গেল  Grin এইমাসে কামব্যাক দিতেই হবে।
ব্যাপার না ভাই এক্সাম ট্যুর এগুলোও জীবনের অংশ, এগুলোতেও সময় দেওয়ার প্রয়োজন রয়েছে।
সাথে সাথে আমি আপনার কাম ব্যাক আরো ভালোভাবে চাই কারণ আপনার মতন মানুষের অ্যাক্টিভিটি আমাদের লোকাল থ্রেডে আরো বেশি বেশি প্রয়োজন।

কথা সত্য, কিন্তু কোনো কিছু থেকে যদি একবার লক্ষ্য সইরা যায়, তাইলে আর সেটিতে ফেরত আসা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে আমি যখন একটি কিছু থেকে অন্য কোনো কিছুতে নিজের সময় দেই, তাইলে আর আগের কাজটিতে ফেরত আসা কিংবা করা হয় নাহ। অলস প্রকৃতির মানুষ আর কি  Grin

এখন ভাবতেছি, এয়ারড্রপ ও ট্রেডিং নিয়ে কিছু বিষয় সকলের সাথে ভাগাভাগি করবো। গত কিছুদিন ট্রেডিং করে ভালোই লাভ হইতেছিলো , বিশেষ করে আমি যেই পরিকল্পনা করেছিলাম। কিন্তু এই মার্কেট ধসে আমার সব অর্থ liquidate হয়ে গিয়েছে। আর মাস শেষ নাহ হওয়া পর্যন্ত তেমন কোনো অর্থ হাতে আসবে নাহ। তাই এইমাসের শেষে থেকে ট্রেডিং নিয়ে ভালো কিছুই সকলের জন্য শেয়ার করতে পারবো আশা করি।  Wink


Quote from: Crypto Library on October 11, 2025, 08:38:48 PM
আরেকটা প্রশ্ন আমার আপনাদের কি মনে হয় বর্তমান মার্কেট এর পরেও বাইনান্স এর আলফা করা কি প্রফিটেবল হবে নাকি? শুধুমাত্র সময়ের অপচয় হবে? কারণ অলরেডি অনেককে দেখতে পাচ্ছি যে ট্রেড করতে গিয়া ১০ থেকে ২৫ ডলার করে লস খেয়েছে। কারণ যে রেওয়ার্ড বর্তমানে পাওয়া যাচ্ছে  এইটা করতে গেলে তো প্রফিটের থেকে লসের খাতায় নাম বেশি থাকবে।

Binance Alpha এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হইলো প্রজেক্টটি কেমন হবে। কিছু আগে যে সকলে বিশাল অর্থের এয়ারড্রপ পাইলো, তার একটিমাত্র কারণ হইলো Perp Dex Narrative এবং সেইসকল প্রজেক্টের লিষ্টিং ও এয়ারড্রপ ঘোষণা করা। আর আপনি কেমন কম ফি দিয়েই বেশি পয়েন্ট নিতে পারবেন, সেইও কিন্তু মাথায় রাখতে হবে। কারণ কেউ যদি অন্ধের মতো ট্রেড করে শুধুমাত্র পয়েন্টের জন্য ,তাইলে তো তার এয়ারড্রপ পাওয়ার অর্থের থেকে ফিতে ব্যয় করা অর্থের পরিমাণই বেশি হবে।

আপনি কিংবা অন্যান্যরা একটা কাজ করতে পারেন , বাইন্যান্সের এইসব এয়ারড্রপ পাওয়ার জন্য। আর সেটি হইলো BNB টোকেনটা কিনে Binance Earn কিংবা Savings যেটা আছে, ওটাতে staking করতে পারেন। এটি বলার কারণ হইলো যে, BNB যারা staking করে তাদের মাঝেও এয়ারড্রপ দিয়ে থাকে । আর BNB টোকেনের মূল্যের উর্ধ্বগতি যতদিন Bull Market আছে, ততদিন চলবে বলে আমি মনে করি। হয়তো Ethereum এর মূল্যের কাছাকাছি যেয়ে একটু কম বাড়বে। আর ওমন হইলেও আপনার BNB যে staking রেখেছেন, সেটির লাভটাই বেশি হবে। এরমাঝে এয়ারড্রপ পান কিংবা নাহ পান।  Wink


Quote from: Bd officer on Today at 06:53:52 AM
যাইহোক, আমি অবাক হলাম যে একটা টোকেনের দাম প্রায় ৪ ডলার থেকে ডাম্পিং হয়ে মাত্র (০.০০১) মানে এক সেন্ট এর দশ ভাগের এক ভাগ, ভাবা যায় এত নিচে নেমেছিলো, কিন্তু আবারও ৩ ডলারের বেশি হয়েছে। তবে, আমি অল্টকয়েনগুলোতে ট্রেড করায় অভ্যস্ত নয়, কিন্তু এটা দেখে কিছুটা অনুশোচনা করলাম। বিশাল কোপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছিলো।

ভাই এসব দেখে দুঃখ পেয়ে কোনো লাভ নাই, আপনার কি মনে হয় কেউ ওমন মূল্যে কোনো order দিয়েছিলো? MM (Market Maker) রাও হয়তো দেই নাই, তাইতো ATOM এর মূল্য এত নিচে নেমে গিয়েছিলো। কারণ MM রা তেমন liquidity সরবরাহ করে নাই। আর কেউ ভাবেও নাই যে, এমন নিম্নে নামবে । যদিও অনেকেই মার্কেটের এই Black Swan টার অপেক্ষায় ছিলো, কিন্তু ATOM আর আগের মতো সেইরকম popularity নেই এবং এক্সচেঞ্জগুলোতে MM এর liquidity ও কম যেমনটা বললাম। তইতো ওমন মূল্য দেখতে পেয়েছি । আর orderbook এ যদি কারো ট্রেড দেখেনও, সেটি MM এরই হবে এবং পরিমাণও কম হবে।  Grin



14. Post 65912861 (unedited backup) (by HelliumZ) (scraped on Sun Oct 12 17:44:55 CEST 2025) in T20 and T20I cricket prediction and discussion:

Quote from: Crypto Library on October 11, 2025, 08:50:55 PM
Wao, Namibia outstanding performance in first T20 match winning by 4 wickets against nighty south Africa. Namibia chase down the 135 runs total in last ball of last over and register their first ever win against South Africa. South Africa disappointed batting and bowling performance in this match especially their batters failed to scored compatible runs on board. The man of The Match is Ruben Trumpelmann for his amazing all round performance in bowling they picked three important wickets by just giving only 28 runs and restricted South Africa under 140 runs. Ruben Trumpelmann also added important 11 runs from just 8 balls remain unbeaten and assited Namibia to win this match and lead the series with 1-0.

I would say here that the Namibian team put in more of an unimaginable performance than an outstanding performance. Because, I don't think any of us here expected that the Namibian team would defeat a team as strong as the South African team in this match, even in the T20 format.
I will completely blame the South African team's loss here on the collapsing of the South African batsmen, their top order batsmen completely failed to put up at least a performance in this match. Moreover, the South African team's performance has dropped significantly from the previous one, especially on their batting performance.

In fact, South Africa took the main team Namibia very easily and it is a fact that 100% of people who understand cricket will believe that Namibia will definitely lose to South Africa. But who knew that South Africa would be defeated by this weak Namibia, and that too by a huge margin of four wickets. The South African squad that lost to Namibia had seven national team players and they were good enough players to perform well, yet Namibia defeated a team like South Africa in the first ever T20I between Namibia and South Africa. It's not without praise for Namibia.



15. Post 65911491 (unedited backup) (by Mahdirakib) (scraped on Sun Oct 12 11:03:44 CEST 2025) in ODI cricket and general cricketing discussion [self - mod]:

Quote from: Crypto Library on October 10, 2025, 09:41:54 AM
However, the Bangladesh team's batting lineup is very atrocious at the moment, and I think fining the players for this will not work. Moreover, instead of doing this, the Bangladesh Cricket Board can simply pull out those who are playing poorly and give a chance to others who are performing well.
The batting line-up is quite good there, but the mentality of the batsmen is very poor. Which is the primary reason for their pathetic performance. There isn't too much alternative left. The cricket board usually gives opportunities to the players before dropping them from the squad. And Bangladeshi players keep playing badly despite getting so many opportunities. How pathetically they have performed in the 2nd ODI match! They have failed to chase the target of 191 runs only.



16. Post 65911067 (unedited backup) (by Hridyansh Labs) (scraped on Sun Oct 12 08:16:13 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):

Quote from: Crypto Library on October 11, 2025, 08:38:48 PM
তবে ভাই আমি বাঁচা বেঁচে গিয়েছি এখনো ট্রেডিং করিনি, না হইলে যে টাকা কামাইতাম এই আলফা করতে গিয়া , তার চাইতেও বেশি লস করে ফেলতাম।
আলফাতে কোন লস নাই ভাই যদি আপনি সঠিক ভাবে সবকিছু করতে পারেন। ট্রেড করেও লস হবে না আপনাকে স্টেবল মার্কেট দেখে বাই সেল করতে হবে। আলফা থেকে ওরকম ভাবে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম দেখিনি। তবে ট্রেডিং করতে গিয়ে কিছু কিছু ফি দিতে হয়। আর এই ফি যাওয়াটা স্বাভাবিক। সো এই আলফা থেকে লসের কিছু নাই শুধু ফি এইতো। ১৬.৫কে$ ট্রেডিং ভলিয়ম পূরণ করতে আমার ০.৭৫$ করে খরচ যায় এই আর কি। ১৫ দিনে ১৫ পয়েন্ট করে নিলে হিসাব করে দেখেন কত খরচ যায় আপনার। একচুয়ালি যদি আলফা করেন তাহলে প্রথমদিকে ১৫ পয়েন্ট করে নিবেন সাতদিন পরে থেকে ১৬ পয়েন্ট করে নিবেন তাহলে আপনি মোটামুটি ১৫ দিনে ২০$-২৫$ খরচ করার পরে (দুইটা থেকে চারটা) পর্যন্ত আলফা নিতে পারবেন। এখন হিসাব করেন আপনি যদি দুইটা আলফা নিতে পারেন তাহলে মিনিমাম ৫০$ করে হয় তাও ১০০$ পাবেন মাস্টবি শিওর। সর্বনিম্ন টা বললাম আপনি আরও বেশি আলফা নিতে পারবেন। FCFS এবং Priority এগুলা নিতেই পারবেন ভাই। Fcfs একটু ট্রাপ নেওয়া কিন্তু নেওয়া সম্ভব।

Quote
আরেকটা প্রশ্ন আমার আপনাদের কি মনে হয় বর্তমান মার্কেট এর পরেও বাইনান্স এর আলফা করা কি প্রফিটেবল হবে নাকি? শুধুমাত্র সময়ের অপচয় হবে? কারণ অলরেডি অনেককে দেখতে পাচ্ছি যে ট্রেড করতে গিয়া ১০ থেকে ২৫ ডলার করে লস খেয়েছে। কারণ যে রেওয়ার্ড বর্তমানে পাওয়া যাচ্ছে  এইটা করতে গেলে তো প্রফিটের থেকে লসের খাতায় নাম বেশি থাকবে।
যদি এখন শুরু করেন তাহলে ধৈর্য ধরে 15 দিন করতে হবে 15 দিন পর থেকে আপনি এয়ারড্রপ নিতে পারবেন। আপনি যদি শুরু করতে চান তাহলে করতে পারেন সমস্যা নেই কারণ আলফা থেকে আপনি লস খাবেন না এটা শিওর। আর বর্তমানে বাইনান্সে যত টোকেন লিস্টেড হবে সব টোকেন এই আলফা মাধ্যম হয়েই লিস্টেড হবে। যদিও বর্তমানে ইউজার সংখ্যা বাড়তেছে কিন্তু ইউজার সংখ্যা বাড়লে একটু ক্রাইটেরিয়া চেঞ্জ হবে এতোটুকুই কিন্তু এ আলফা আরো বেশ ভালোই লম্বা সময় চলবে মনে হচ্ছে। সামনে আরো ভালো ভালো প্রজেক্ট আসতেছে এই বছরে শেষের দিকেও অনেক ভালো প্রজেক্ট আসবে সেই টোকেন গুলো যদি আলফা হয়ে বাইনান্সে লিস্টিং হয় তাহলে ভালই এমাউন্ট পাওয়া যাবে।

যদি শুরু করেন তাহলে আমি একটা সুন্দর ট্রেডিং সিস্টেম দেখিয়ে দিচ্ছি এটা ফলো করে যদি করতে পারেন তাহলে কোন লস হবে না এই আলফা থেকে প্রতিদিনের ট্রেডিং ভলিয়ম পূরণ করতে গিয়ে।

আমি এখানে একটা স্ক্রিনশট শেয়ার করতেছি দেখেন:


ধরেন টোকিনের দাম চলতেছে 0.0787888 তখন আপনি বাই অর্ডার দিবেন 0.0787800/0.0787820 Reverse অপশনটা চালু করে দিলেই আপনার বাই দেওয়ার সাথে সাথেই সেল হয়ে যাবে। খেয়াল রাখবেন এটা সব সময় মার্কেট যখন স্টেবল এর দিকে থাকবে তখন এটা করবেন। আপনি আপনার সুবিধামতো বাই ওয়াডার এবং সেল ওয়াডার বসিয়ে করবেন তাহলে কোন সমস্যা হবে না। রিক্সশের দিকে যাওয়াই যাবে না জাস্ট ট্রেডিং ভলিউম পূরণ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে। যদি বুঝে শুনে করতে পারেন তাহলে লস হবে না অবশ্যই প্রফিট অর্জন করবেন। এটা একদম সহজ ভাই একদম ইজি এমাউন্ট বেশি থাকলে আপনার ট্রেডিং ভলিউম করতে ২-৩ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে কাজ প্রতিদিনেরটা।

Z_MBFM ভাই সামনে ভালো প্রজেক্ট আসতেছি তিনটা যদি পর্যাপ্ত পয়েন্ট থাকে তাহলে মিস করিয়েন না। YB এটা TG আসছে যদি পয়েন্ট থাকে তাহলে ধরতে পারেন ভালোই পাবেন মিনিমাম ২০০+ আশা করা যায়। সামনে আরো দুই তিনটা ভালো প্রজেক্ট আছে Monad, RC এরকম কয়েকটা ভালো প্রজেক্ট আসতেছে নিতে পারলে ভালোই প্রফিট অর্জন করতে পারবেন। এখানে কি আরো কেউ আছেন যারা আলফা করতেছেন?



17. Post 65907761 (unedited backup) (by LoyceV) (scraped on Sat Oct 11 12:20:37 CEST 2025) in Complete overview of users on DT1 and DT2 and their ratings:

   530. 2775128: ImThour (Trust:  neutral) (1658 Merit earned) (Trust list) (BPIP)
   531. 2775483: BlackHatCoiner (Trust: +1 / =0 / -0) (8698 Merit earned) (Trust list) (BPIP)
   532. 2789068: Solosanz (Trust: +1 / =0 / -0) (707 Merit earned) (Trust list) (BPIP)
   533. 2789534: Apocollapse (Trust:  neutral) (852 Merit earned) (Trust list) (BPIP)
   534. 2790123: Plaguedeath (Trust:  neutral) (749 Merit earned) (Trust list) (BPIP)
   535. 2793306: Despairo (Trust: +1 / =0 / -0) (962 Merit earned) (Trust list) (BPIP)
   536. 2797996: M-BTC (Trust: +2 / =0 / -0) (233 Merit earned) (Trust list) (BPIP)
   537. 2812492: darxiaomi (Trust: +2 / =1 / -0) (1231 Merit earned) (Trust list) (BPIP)
   538. 2817209: Disruptivas (Trust:  neutral) (1568 Merit earned) (Trust list) (BPIP)
   539. 2819174: MrMojoRising26 (Trust: +30 / =0 / -0) (1024 Merit earned) (Trust list) (BPIP)
   540. 2844057: Frank AlpenCoin (Trust: +24 / =0 / -0) (596 Merit earned) (Trust list) (BPIP)
   541. 2855320: meser# (Trust:  neutral) (1021 Merit earned) (Trust list) (BPIP)
   542. 2867307: _BlackStar (Trust:  neutral) (1293 Merit earned) (Trust list) (BPIP)
   543. 2886832: Est2013 (Trust: +20 / =0 / -0) (122 Merit earned) (Trust list) (BPIP)
   544. 2983978: Eclipse33 (Trust: +17 / =0 / -0) (464 Merit earned) (Trust list) (BPIP)
   545. 2992840: Crytocanuk (Trust: +5 / =0 / -0) (21 Merit earned) (Trust list) (BPIP)
   546. 3062562: CARIBBEAN_TREASURES (Trust: +17 / =0 / -0) (524 Merit earned) (Trust list) (BPIP)
   547. 3082389: Steeley (Trust: +29 / =0 / -0) (412 Merit earned) (Trust list) (BPIP)
   548. 3120651: baeva (Trust: +1 / =0 / -0) (1558 Merit earned) (Trust list) (BPIP)
   549. 3121388: blucepheus (Trust: +14 / =0 / -0) (218 Merit earned) (Trust list) (BPIP)
   550. 3178351: PeakDK (Trust: +10 / =0 / -0) (41 Merit earned) (Trust list) (BPIP)
   551. 3240980: raritycheck (Trust: +17 / =4 / -0) (191 Merit earned) (Trust list) (BPIP)
   552. 3253914: Cricktor (Trust:  neutral) (3044 Merit earned) (Trust list) (BPIP)
   553. 3322606: PrivacyG (Trust:  neutral) (2152 Merit earned) (Trust list) (BPIP)
   554. 3322771: Bitbuddy60 (Trust: +9 / =1 / -0) (2 Merit earned) (Trust list) (BPIP)
   555. 3333894: KingsDen (Trust: +6 / =0 / -0) (1267 Merit earned) (Trust list) (BPIP)
   556. 3335277: Slissy (Trust:  neutral) (204 Merit earned) (Trust list) (BPIP)
   557. 3343941: Wakate (Trust: +2 / =0 / -0) (638 Merit earned) (Trust list) (BPIP)
   558. 3345198: el che (Trust:  neutral) (10 Merit earned) (Trust list) (BPIP)
   559. 3365990: Cryptogreatdane (Trust: +16 / =0 / -0) (497 Merit earned) (Trust list) (BPIP)
   560. 3369389: Humble Bitcoiners (Trust: +16 / =1 / -0) (283 Merit earned) (Trust list) (BPIP)
   561. 3371937: Jambo USA (Trust: +7 / =1 / -0) (4 Merit earned) (Trust list) (BPIP)
   562. 3373825: paid2 (Trust: +11 / =1 / -0) (3712 Merit earned) (Trust list) (BPIP)
   563. 3373858: n0nce (Trust:  neutral) (6012 Merit earned) (Trust list) (BPIP)
   564. 3416506: Pandu Geddon (Trust: +2 / =0 / -0) (660 Merit earned) (Trust list) (BPIP)
   565. 3418694: Crypto Library (Trust: +2 / =0 / -0) (1085 Merit earned) (Trust list) (BPIP)
   566. 3426831: PreciousMetapsICT (Trust: +14 / =0 / -0) (236 Merit earned) (Trust list) (BPIP)
   567. 3430388: Ryu_Ar1 (Trust:  neutral) (839 Merit earned) (Trust list) (BPIP)
   568. 3434176: Z-tight (Trust:  neutral) (1206 Merit earned) (Trust list) (BPIP)
   569. 3434753: slumberjack (Trust: +11 / =0 / -0) (96 Merit earned) (Trust list) (BPIP)
   570. 3435957: ragilab (Trust: +1 / =0 / -0) (0 Merit earned) (Trust list) (BPIP)
   571. 3439672: Suzuki Matt (Trust: +14 / =0 / -0) (114 Merit earned) (Trust list) (BPIP)
   572. 3441086: GxSTxV (Trust: +2 / =1 / -0) (849 Merit earned) (Trust list) (BPIP)
   573. 3442536: AHOYBRAUSE (Trust: +2 / =3 / -0) (1501 Merit earned) (Trust list) (BPIP)
   574. 3442679: satscraper (Trust:  neutral) (2166 Merit earned) (Trust list) (BPIP)
   575. 3449242: Jossque (Trust:  neutral) (2504 Merit earned) (Trust list) (BPIP)
   576. 3459054: turtlecute (Trust: +1 / =0 / -0) (76 Merit earned) (Trust list) (BPIP)
   577. 3461002: Otillio1330 (Trust: +3 / =0 / -0) (10 Merit earned) (Trust list) (BPIP)
   578. 3462000: light_warrior (Trust:  neutral) (926 Merit earned) (Trust list) (BPIP)
   579. 3468038: Numeral (Trust:  neutral) (1355 Merit earned) (Trust list) (BPIP)
   580. 3468511: eightdots (Trust:  neutral) (942 Merit earned) (Trust list) (BPIP)
   581. 3471165: un_rank (Trust: +2 / =0 / -0) (1038 Merit earned) (Trust list) (BPIP)
   582. 3477513: usque_ad_finem (Trust:  neutral) (313 Merit earned) (Trust list) (BPIP)
   583. 3501819: zuizui (Trust: +3 / =0 / -0) (22 Merit earned) (Trust list) (BPIP)
   584. 3508591: DOBLEBIT (Trust: +12 / =0 / -0) (245 Merit earned) (Trust list) (BPIP)
   585. 3516366: Jinetics1111 (Trust: +4 / =0 / -0) (84 Merit earned) (Trust list) (BPIP)
   586. 3519432: SirJohnVonSlotty (Trust: +9 / =0 / -0) (885 Merit earned) (Trust list) (BPIP)
   587. 3526548: MiliMil (Trust:  neutral) (106 Merit earned) (Trust list) (BPIP)
   588. 3546931: Hatchy (Trust:  neutral) (960 Merit earned) (Trust list) (BPIP)
   589. 3558380: Mia Chloe (Trust: +8 / =0 / -0) (1397 Merit earned) (Trust list) (BPIP)
   590. 3560419: Box Guy (Trust: +4 / =0 / -0) (5 Merit earned) (Trust list) (BPIP)
   591. 3570710: promise444c5 (Trust: +1 / =1 / -0) (585 Merit earned) (Trust list) (BPIP)
   592. 3591813: B1g4udge (Trust: +4 / =0 / -0) (33 Merit earned) (Trust list) (BPIP)
   593. 3609918: @Whale (Trust: +15 / =0 / -0) (296 Merit earned) (Trust list) (BPIP)
   594. 3629575: memehunter (Trust: +5 / =1 / -0) (748 Merit earned) (Trust list) (BPIP)
   595. 3687357: *Ace* (Trust: awaiting update) (261 Merit earned) (Trust list) (BPIP)



18. Post 65907701 (unedited backup) (by Z_MBFM) (scraped on Sat Oct 11 12:02:08 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):

Quote from: Crypto Library on October 10, 2025, 10:01:34 AM
প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমার অলরেডি ১৫ পয়েন্ট রয়েছে এটা কি জন্য? আমি কোন কিছুই করি নাই।

দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এখানে ট্রেডিং করার জন্য কি কোন লিমিট রয়েছে যে সর্বোচ্চ ৩০০ ডলার বা ১০০০ ডলার ব্যবহার করে ট্রেডিং করতে পারব?


আর আলফা ট্রেডিং অপশনে যদি স্টেবল  কয়েন থাকে তাহলে নাম সাজেস্ট করবেন।
আপনার উত্তর Hridyansh Labs দিয়ে দিছে। আমি তার পোস্ট পড়ে দেখলাম ইনফর্মেশন ঠিকঠাক দিছে তার পোস্ট পড়ে দেখলে বুঝতে পারবেন আমি আর নতুন করে কিছু লিখলাম না।

Quote from: God Of Thunder on Today at 03:44:33 AM


এটাই ছিলো সেই এনাউন্স যেটা হুট করেই পুরো মার্কেট টাল মাতাল করে দিয়েছে। রাতে বার বার এক্সচেঞ্জ এর এপস গুলো থেকে নোটিফিকেশন আশা শুরু করেছে দেখে চেক করি, আর তাতেই আমার চোখ কপালে উঠে যায়। কারণ খোজার জন্য একটু টুইটারে ঢুকেই দেখি এই অবস্থা। ট্রাম্প কে অনেকেই বিটকয়েনের জন্য ভালো মনে করেছিলো। আমিও মনে করেছিলাম ট্রাম্প বিটকয়েনের জন্য ভালো কিছু করবে। কিন্তু এই মাতাল তো সারা দুনিয়ায় ই ভ্যাজাল লাগায়া দিছে।

সারা দুনিয়ায় প্রতিটা দেশে যুদ্ধ লাগিয়ে বসে আছে। যেভাবেই হোক সে চায় সব দেশ তার কন্ট্রোলে রাখতে। আর চায়না এবং রাশিয়ার সাথে তো এর লেগেই থাকে। দুই সপ্তাহ পরেই দুই দেশের প্রেসিডেন্ট এর মিটিং হওয়ার কথা ছিলো। কিন্তু ট্রাম্প বলছে এখন আর মিটিং করার কোনো প্রয়োজন নেই।
আমি ভাই আজকে রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম ১২ তার দিকে ঘুমাইয়া যাই তাই মার্কেটের এই অবস্থার লাইভ দেখিনাই। তবে ঘুমাইয়া যেয়ে ভালো হইছে তা না হলে এই ক্রাশের মধ্যে আমি একটা বড় ধরনের লস করতাম। আমার অভ্যাস যখন মার্কেট ডাউন হতে দেখি তখন কয়েন কিনতে ইচ্ছে করে। বিশেষ করে টপ লেভেলের যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলা কিন্তু ইচ্ছে করে যে খুব দ্রুত আবার এগুলা পাম্প করব। রাত্রে মার্কেটে যে ঝড় হয়ে গেছে এই ঝড়ের মধ্যে পড়লে শুধু আমি না প্রত্যেকেই প্যানিক হয়ে তার কয়েন গুলো বিক্রি করত লসে। কারণ ক্রিপ্টো এর ইতিহাসে এরকম শর্ট টাইমে এত বড় ক্রাশ এর আগে দেখা যায়নাই। LUNA ক্রাশ মানুষকে অনেক বড় ধরনের লস করাইছে, FTX দেউলিয়া হবার সময়ও মানুষ প্রচুর লস করছে। কিন্তু আজকে রাত্রের ঝড়ে যে পরিমাণে লস হইছে তা আগের আগের লসগুলো থেকে কয়েকগুণ বেশি। কিছু কিছু জায়গায় দেখলাম 19 বিলিয়নেরও বেশি ডলার লিকিউডেশন হইছে। এটা আসলে ঝড় ছিল না এটা ক্রিপ্টো মার্কেটে পারমানবিক হামলা ছিল। ট্রাম্প এসে বিটকয়েনকে $100k এর উপরে তুলে নিলো এখন ওই মানুষের হো*গা মাইরা বিলিয়ন বিলিয়ন ডলার হাতাইয়া নিতেছে। এগুলা সব পরিকল্পিত



19. Post 65906334 (unedited backup) (by Abiky) (scraped on Sat Oct 11 00:46:31 CEST 2025) in Can we have BNB at 1.5k EOY?:

Quote from: Crypto Library on Today at 09:32:26 AM
As BNB continues to create new all-time high prices, naturally many people have sold their BNB holdings and for this, even after getting very close to 1.5k, BNB has fallen from $1350 and is currently around $1250. When the price increases in the market, people's selling pressure increases and this is mainly why such incidents happen.
I am not currently expecting BNB to hit 2k this season, but my expectation is that it has already crossed that mark, so I think BNB will make an all-time high price around 1.6k and return to fruition.

Selling pressure will always be there. Either way, it's in whales' best interests to keep market prices at their highest. With Binance constantly burning BNB, it's possible BNB will continue to reach new ATHs for the foreseeable future.

I'm certain BNB will reach $1.5k by the end of the year. Especially now that the "meme" coins hype added more fuel to the fire. The "4" "meme" coin is making strides on Binance Smart Chain. Of course, "what goes around, comes around". BNB may be due to a market correction after the hype ends. Just move your cards right, and you'll have nothing to worry about.



20. Post 65904223 (unedited backup) (by noormcs5) (scraped on Fri Oct 10 15:57:20 CEST 2025) in Test Cricket Prediction and Discussion Thread [self - mod]:

Quote from: Crypto Library on Today at 09:49:09 AM
The fact that the West Indies want a competitive performance, but they won't be able to do it against India, is evident from India's current batting performance. I also think that the Indian team will end the day today with a single wicket.
And if the Indian team continues like this, they will have no choice but to declare their innings in this match as well, and I think they will do so by getting close to 500 runs. And in this match too, the Indian team will definitely win.

Yashasvi Jaiswal is playing an innings of his life, already made 173 runs and still batting. Sai Sudharsan was also playing good but he could only make 87 runs before he got out.

Again this Indian innings is to improve the individual records of their batsmen and there is hardly anything in it for the spectators or the audience to enjoy the match or have any thrill in the game.



21. Post 65903837 (unedited backup) (by LDL) (scraped on Fri Oct 10 14:41:07 CEST 2025) in ODI cricket and general cricketing discussion [self - mod]:

Quote from: Crypto Library on Today at 09:41:54 AM
I sometimes feel that if every Bangladeshi cricketer were to be subject to mandatory fines for poor performance, they would certainly feel remorse and fear. ~
You know that it isn't possible to implement such rules. The performance of Bangladeshi players will decrease more even if such rules are applied. Normally, they play with fear in important matches. Which is the main reason for their poor performances.
I think LDL said this out of anger; otherwise, it shouldn't have been said at all. And only North Korea's KIM can introduce such a rule. LOL  Tongue

However, the Bangladesh team's batting lineup is very atrocious at the moment, and I think fining the players for this will not work. Moreover, instead of doing this, the Bangladesh Cricket Board can simply pull out those who are playing poorly and give a chance to others who are performing well.
When we watch Bangladeshi games, our heartbeats are not right, especially when our mood gets so bad that we feel like stopping watching cricket forever. Bangladesh's batting did not look good from the start of the first match against Afghanistan, especially Tanjid Hasan gave Bangladesh a bad start at the beginning, which had an impact on the subsequent batsmen. After being out for 10 runs, Nazmul Hasan came and was out for just 2 runs. So how did they take responsibility here? Especially when a team is in trouble, the batsmen's responsibility is to temporarily overcome the disaster, but instead of doing so, they get out one after another irresponsibly. This can be said to be a characteristic of Bangladeshi cricketers.



22. Post 65903744 (unedited backup) (by Akbarkoe) (scraped on Fri Oct 10 14:14:32 CEST 2025) in Can we have BNB at 1.5k EOY?:

Quote from: Crypto Library on Today at 09:32:26 AM
Looking at today's price development, BNB has a big chance to reach $1500 in the near term, possibly this month considering the presence of Aster in the previous hype and what CZ did to make BNB noticed by many users, and seeing the development of its ecosystem has also increased greatly, especially their meme coin has grown a lot and has had quite a big increase in the past few days, if this gets bigger it will be easy for BNB to reach ATH at $1500, or we can go beyond that, maybe $2k is the next hope.
As BNB continues to create new all-time high prices, naturally many people have sold their BNB holdings and for this, even after getting very close to 1.5k, BNB has fallen from $1350 and is currently around $1250. When the price increases in the market, people's selling pressure increases and this is mainly why such incidents happen.
I am not currently expecting BNB to hit 2k this season, but my expectation is that it has already crossed that mark, so I think BNB will make an all-time high price around 1.6k and return to fruition.
That is a very conservative number for your price, someone always has a target price according to their calculations and expectations from what they analyze, and some of them have a target price level to sell, I estimate that because their community is active again on the BNB network and this will attract a lot of attention where it will be like solana, memecoin becomes a hype on their network, the growth of the protocol is also one of the infrastructures that will come slowly as a solid ecosystem when there are many communities there.



23. Post 65903572 (unedited backup) (by Hridyansh Labs) (scraped on Fri Oct 10 13:27:55 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):

Quote from: Crypto Library on Today at 10:01:34 AM
প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমার অলরেডি ১৫ পয়েন্ট রয়েছে এটা কি জন্য? আমি কোন কিছুই করি নাই।

দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এখানে ট্রেডিং করার জন্য কি কোন লিমিট রয়েছে যে সর্বোচ্চ ৩০০ ডলার বা ১০০০ ডলার ব্যবহার করে ট্রেডিং করতে পারব?

আর আলফা ট্রেডিং অপশনে যদি স্টেবল  কয়েন থাকে তাহলে নাম সাজেস্ট করবেন।

প্রশ্ন ১ এর উত্তর:
এই ১৫ পয়েন্ট হচ্ছে আলফা পয়েন্ট এই পয়েন্টের উপর ভিত্তি করেই এয়ায়ড্রপ দেওয়া হয়। আপনি এখানে বলেছেন যে (আপনার অলরেডি ১৫ পয়েন্ট রয়েছে এটা কি জন্য) উত্তরটা হচ্ছে হঠাৎ করে আপনার ১৫ পয়েন্ট হবে না। আপনি হয়তো আল ফাইবেন শুরু করেছেন এবং আপনার ফান্ডে মোটামুটি ১০০ ডলারের উপরে রয়েছে সেজন্য প্রত্যেকদিন এক পয়েন্ট করে পাচ্ছেন। এভাবেও আপনার ১৫ পয়েন্ট হতে পারে। আপনি একটু খেয়াল করে দেখবেন আপনি আলফা ইভেন্ট শুরু করেছিলেন কিনা যদি শুরু করে থাকেন তাহলে হয়তো আপনার বাইন আনছে ডলার রয়েছে কিন্তু আপনি ট্রেডিং বলিও পূরণ করতেছেন না।

যেমন: আলফা শুরু করেছেন শুরু করা বলতে আলফাতে যে টোকেন গুলা আসে সেগুলো একবার বাই সেল করলেই আপনার আলফা ইভেন্ট শুরু হয়ে যায়। আমার মনে হয় আপনি এরকমটা করেছিলেন এবং বুঝতে পারছিলেন না আপনার আলফা শুরু হয়েছে কিনা। সেই থেকে আপনার ট্রেড ভলিউম না হয়ে শুধু ফান্ডের ১ পয়েন্ট করে পাচ্ছেন এভাবে করে ১৫ দিনে আপনি ১৫ পয়েন্ট পেয়েছেন। আমি যতটুকু জানি আপনার সাথে এরকমটা হয়েছে হয়তো যার কারণে আপনার ওখানে পনেরো পয়েন্ট দেখাচ্ছে।।

আসুন আপনাকে আর একটু পরিষ্কার করে বলে দেই আলফা ইভেন্টের পয়েন্ট কিভাবে দেয় এটার একটু বিস্তারিত বুঝিয়ে দিই:

Balance Point:
100$-1000$ পর্যন্ত ওয়ালেটে হোল্ড রাখলে (1) পয়েন্ট পাবেন।
1000$-10000$ পর্যন্ত ওয়ালেটে হোল্ড রাখলে (২) পয়েন্ট পাবেন।
10000$-100000$ পর্যন্ত ওয়ালেটে হোল্ড রাখলে (৩) পয়েন্ট পাবেন।
100000$+ পর্যন্ত ওয়ালেটে হোল্ড রাখলে (৪) পয়েন্ট পাবেন।

Volume Point
16.5/7k$ এর ভলিউম করলে ১৫ পয়েন্ট
33.5/7k$ এর ভলিউম করলে ১৬ পয়েন্ট
66.5/7k$ এর ভলিউম করলে ১৭ পয়েন্ট
আরো বেশি পয়েন্ট পেতে চাইলে এর ডাবল করে করতে হবে । আশা করি ডাবল এর বিষয়টা বুঝবেন।

Reffer Point
এখানে আবার রেফার পয়েন্ট আছে আপনি একটা রেফার করলেন সেই রেফারের সেই অ্যাকাউন্ট দিয়ে যদি ৫০ ডলার সমপরিমাণ ট্রিট করে তাহলে আপনি 3 পয়েন্ট পাবেন। সর্বোচ্চ রেফার করে ১৫ পয়েন্ট পর্যন্ত নিতে পারবে।

প্রশ্ন ২ এর উত্তর:
ট্রেড করার জন্য কোন লিমিট নেই ভাই আপনি যেমনে খুশি তেমনি ট্রেড করতে পারবেন কিন্তু সর্বনিম্ন ১০০ ডলার দিয়ে টেড করবেন। তবে ১০০ ডলার দিয়ে ট্রেড করলে অনেক বেশি সময় লাগবে এবং অনেক প্যারা লাগবে। কারণ ট্রেড করার ক্ষেত্রে বাই কাউন্ট হয়। ধরেন আপনি ১০০ ডলারের ট্রেড নিলেন তাহলে আপনি ভলিউম পাবেন চার গুণ ৪০০$ ভলিয়ম পূরণ হয়ে যাবে। বিশেষ করে যেগুলো 4x ট্রেড ভলিউম দিবে সেগুলো দেখে দেখে করবেন। বিশেষ করে কোনভাবেই যেন লস না হয় সেদিকে লক্ষ্য রেখে করবেন। আমি ১০০ ডলার দিয়ে করি ভাই প্রত্যেকদিন আমার ১.৫০$ এর মত খরচ যাচ্ছে ৩৩k$+ ভলিয়ম পূরণ করতে। আর দেখে দেখে ট্রেড করবেন মার্কেট যখন স্টেবল থাকে তখন করবেন তাহলে লস হবে না বেশি। ডলার যত বেশি হবে ততই আপনার ট্রেড করে শান্তি পাবেন বেশি সময় লাগবে না ট্রেডিং ভলিউম পূরণ করতে।


প্রশ্ন ৩ এর উত্তর:

আলফাতে ট্রেডিং ভলিউম করতে স্টেবল কয়েন গুলো খুজে পেতে যেটা ফলো করবেন সেটা আমি বলে দিচ্ছি। যদিও বিশেষ করে এক একদিন একেকটা স্টেবল থাকে সেটা বলা যাবে না কখন কোন স্টেবল থাকে আপনার চেক করে দেখতে হবে তারপর আপনাকে ট্রেড নিতে হবে। আজকে আমি AOP টোকেন দিয়ে ট্রেড করে আমার সব রিকোয়ারমেন্ট পূরণ করে ফেলেছি একদম স্টেবল পেয়েছিলাম। এরকম চেক করবেন কখন কোনটা স্টেবল থাকে দেখে দেখে করবেন।

এই লিংক থেকে আপনি কোন টোকেনস্টেবল আছে উনি এডটা আসতেছে প্রাইস কিরকম হবে ক্যাপচা কিভাবে পূরণ করতে হয় বিস্তারিত সকল কিছুই লিংক থেকে পাবেন এটা সবাই ফলো করে আপনারাও ফলো করতে পারেন।

Link: https://alpha123.uk/

আলফা সম্পর্কে আরও বিস্তারিত কোন কিছু জানতে চাইলে বলতে পারেন ভাই বুঝিয়ে দিবোনি। আর শুরু করলে খুব তাড়াতাড়ি শুরু করেন এই মাসের শেষের দিকে ভালো ভালো এয়ারড্রপ আসবে।





24. Post 65900482 (unedited backup) (by Rikafip) (scraped on Thu Oct 9 18:36:25 CEST 2025) in Brief monthly overview of the local board activity:

I've been slacking with these overviews for quite some time, publishing them at the end of the month, so this time I've decided to do it a bit earlier for a change. As always, all charts and table are made using data from @DdmrDdmr Merit Dashboard and @TryNinja Ninjastic Space.

Communities marked with * (Pakistan, Bengali) don't have their own local boards.



Post activity per local board during September 2025

Increase of activity in Nigerian board continues, from 3812 posts in August to 4255 in September, making it their new all time high. At the same time, majority of the other very active local boards had decreased activity, and that's something that is going on for a while.

Generally speaking, no surprise that total amount of posts written across local boards dropped from 13107 in August to 12612 in September.




Active members per local board during September 2025

During the last month, 1292 members wrote at least one post in one of the local boards, which is a decrease compared to August (1344).

While in August Russian board still had more active members than Nigerian board, this changed in September and now Nigerian is finally topping this chart as well, and the difference will probably keep increasing. All the other local boards are far behind the others, with mostly decreased number of active members compared to month before.




Local board members per amount of posts during September 2025

When it comes to the members who wrote only 1 post, Spanish is the leader with 54% of such members, while Pakistan local had only 12% members in that bracket.

In the 2-9 posts bracket, Polish the leader with 60%, while at the same time Croatian had the lowest percentage of such members (21%)

Regarding the 10+ posts bracket, Nigerian and Portuguese local boards ahsred the 1st spot with 47%, while French had only 6% of members in that group.




Merit shared per local board during September 2025

During September, 8922 merit was shared acorss local boards, which is a decrease compared to month before (9258). Even the record high 2964 merit that was shared in Nigerian board didn't help, which is due the fact that many of the other active local boards had decrease of merit in that period. It will be inreersting to see whether Nigerian local breaks the 3k merit shared mark, something that hasn't been broken in local boards since the early merit days, back in 2018 in Russian board.




Merit/Post ratio per local board during September 2025

The average merit per post across local boards was 0.7, the exactly the same as in August. Once again Romanian is at the top, and this time with even higher ratio than month before, and again followed by German board while this time Italian board is 3rd instead of Spanish.




Merit senders and receivers per local board during September 2025

During September, 582 members sent while 656 received merit. Nigerian local board dominates this board as well, with the diference that hasn't been seen in a long time.




Percentage of merited posts across local boards during September 2025

I thought that 100% of merited posts in Romanian board was just an anomaly, but they almost managed to achieve that 2 months in a row while Polish board also had a very high percentage, but its no so weird given their amount of posts. What is a surprise though is Italian board, given their pretty good overall activity (that was lower than usual in the last few months).




Merit per transaction across local boards during September 2025

This month German board is at the top having which is not the surprise given their high merit per post ratio, but French and Greek definitely are.




The most active members per local board during September 2025

Last but not the list in this monthly overview, list of the most active members per local board. joker_josue from Portuguese board remained at the top with 144 posts, while executijere and mandown from Turkish board are at the 2nd and 3rd spot with also respectable 140 and 124 posts. GG guys, keep it up!


Russian |German |Turkish |Italian |Portuguese |Spanish |
_________________|_________________|_________________|_________________|_________________|_________________|
1. klarki [124] |1. MaxMueller [82] |1. execijutiere [140] |1. Ale88 [47] |1. joker_josue [144] |1. famososMuertos [57] |
2. zasad@ [90] |2. Lakai01 [77] |2. mandown [124] |2. fillippone [40] |2. TryNinja [62] |2. darxiaomi [52] |
3. Numeral [85] |3. cygan [58] |3. ajanwalker [66] |3. *Ace* [36] |3. bitmover [59] |3. Porfirii [31] |
4. Julien_Olynpic [79] |4. Koal-84 [50] |4. RaltcoinsB [62] |4. babo [30] |4. sabotag3x [52] |4. danadc [23] |
5. Alex077 [64] |5. MinoRaiola [50] |5. yenerbatmaz [54] |5. Plutosky [28] |5. mikel_012 [49] |5. Don Pedro Dinero [21] |
6. safar1980 [48] |6. Real-Duke [40] |6. blomen [52] |6. conilmionome [27] |6. Forsyth Jones [38] |6. Hispo [15] |
7. Lannakosa [42] |7. Unknown01 [34] |7. Mustang Shelby [51] |7. Lillominato89 [26] |7. alegotardo [36] |7. paxmao [7] |
8. Excimer [41] |8. mole0815 [29] |8. eightdots [44] |8. gbianchi [24] |8. velhoti [26] |8. btc-marty [6] |
9. KTChampions [41] |9. 5tift [21] |9. xzone [41] |9. giorgione [22] |9. alexrossi [22] |9. darbitmobilerecovery [6] |
10. eisen33 [39] |10. Soonandwaite [20] |10. Black Mbaye [40] |10. martinom [18] |10. rdluffy [22] |10. d5000 [5] |

Indonesian |French |Pilipinas |Croatian |Nigerian |Arabic |
_________________|_________________|_________________|_________________|_________________|_________________|
1. traderethereum [25] |1. Danydee [12] |1. gunhell16 [63] |1. slackovic [45] |1. Jubilee58 [83] |1. Kavelj22 [36] |
2. Rashlyowl [24] |2. patrickus [9] |2. technicalguy83 [55] |2. ovcijisir [41] |2. Charles-Tim [75] |2. yhiaali3 [24] |
3. Nahl [22] |3. oscar2000 [5] |3. tech30338 [54] |3. katanic97 [38] |3. Mr_Brilliant$ [52] |3. khaled0111 [23] |
4. maydna [22] |4. TryNinja [4] |4. blockman [52] |4. Pmalek [27] |4. Floxynice [51] |4. FoxTM1 [7] |
5. mu_enrico [21] |5. akfreebtc [4] |5. Peanutswar [42] |5. examplens [26] |5. Donk1 [49] |5. HistoLock [7] |
6. Akbarkoe [20] |6. GrosWesh [3] |6. cryptoaddictchie [37] |6. Rikafip [20] |6. Bright0515 [48] |6. AP Taurus Capital [6] |
7. joniboini [20] |7. SimonBHB [3] |7. arwin100 [27] |7. Trofo [17] |7. Tonimez [42] |7. Ochan_yazo_tochant [6] |
8. TelolettOm [18] |8. G.Seed [2] |8. Russlenat [23] |8. dkbit98 [13] |8. Karl_3000 [40] |8. Sebastian Michaelis [5] |
9. MAAManda [17] |9. mably [2] |9. bhadz [22] |9. paco92x [11] |9. JoyceBTC [37] |9. hugeblack [4] |
10. masulum [15] |10. Becassin [1] |10. coin-investor [21] |10. CroBoy12 [9] |10. PremiumcryptoHub [36] |10. GxSTxV [2] |

Polish |Indian |Greek |Romanian |Pakistan* |Bengali* |
_________________|_________________|_________________|_________________|_________________|_________________|
1. cygan [26] |1. Bitcoin Smith [42] |1. Ultegra134 [18] |1. GazetaBitcoin [12] |1. qurbanshah02 [76] |1. Bd officer [23] |
2. TryNinja [4] |2. JSRAW [32] |2. cryptosize [10] |2. NeuroticFish [6] |2. JunaidAzizi [40] |2. Crypto Library [22] |
3. pawel7777 [4] |3. pawanjain [28] |3. condoras [8] |3. TryNinja [4] |3. BTC FutureKing [31] |3. DYING_S0UL [18] |
4. ertil [2] |4. henry1111 [20] |4. alani123 [6] |4. othell_rogue [1] |4. ZAINmalik75 [31] |4. God Of Thunder [14] |
5. EXMON [1] |5. IIrik11 [19] |5. apogio [4] | |5. HustleZ [28] |5. Z_MBFM [12] |
|6. henmark [17] |6. Satos21 [1] | |6. Cheema02 [25] |6. Shishir99 [9] |
|7. TheUltraElite [14] |7. siderisng [1] | |7. MusaPk [24] |7. LDL [8] |
|8. XXKK-Exchange [12] | | |8. Ab de villiers [21] |8. Mahiyammahi [7] |
|9. libert19 [10] | | |9. Publictalk792 [20] |9. Review Master [7] |
|10. LucyFurr [9] | | |10. Compromise me [18] |10. Yea_btc [5] |



25. Post 65899764 (unedited backup) (by Akbarkoe) (scraped on Thu Oct 9 15:21:07 CEST 2025) in Can we have BNB at 1.5k EOY?:

Quote from: Bd officer on October 08, 2025, 01:02:21 AM
The price of Bitcoin has gone up due to which the price of BNB coins has gone up a lot. Yesterday, BNB made a new ATH of $1349, just $151 away from $1.5k. BNB did better than other altcoins, doing one ATH after another. Anyway, if the market conditions are good, we can expect it to be $1.5k this month.

Currently I can see some green lines in the market, especially BNB coin has moved back to around $1100 and I hope it will cross very soon, Because Bitcoin has also pumped and is about to cross around 121k.  but I still want to sell my BNB between $1200 and $1500.
Now I'm just waiting for time to see how long it takes. And in this sense, it's not too late for this year to end
Looking at today's price development, BNB has a big chance to reach $1500 in the near term, possibly this month considering the presence of Aster in the previous hype and what CZ did to make BNB noticed by many users, and seeing the development of its ecosystem has also increased greatly, especially their meme coin has grown a lot and has had quite a big increase in the past few days, if this gets bigger it will be easy for BNB to reach ATH at $1500, or we can go beyond that, maybe $2k is the next hope.



26. Post 65898024 (unedited backup) (by Sithara007) (scraped on Thu Oct 9 03:45:25 CEST 2025) in T20 and T20I cricket prediction and discussion:

Quote from: Crypto Library on October 08, 2025, 08:03:36 PM
Although it may sound a bit odd, the most favorite team in Group B of this tournament is Nepal, and Kuwait is a much weaker team than Nepal, so this result was expected, but Nepal's bowlers were able to show an extraordinary performance, allowing the Kuwaiti team to be all out for just 83 runs.
Anyway, I can tell you that Nepal will win their next match against Japan as well.

Given the recent form, Nepal should be the favorites to become the champions. Remember that they won the series against West Indies recently by a margin of 2-1. That said, irrespective of whatever success they achieve the ICC remains indifferent to them. This is mainly due to two reasons - they are an Asian team, and also due to the fact that they have a squad that is 100% native. The ICC recently tend to prefer teams with hardly any native players (such as the United States or the United Arab Emirates).



27. Post 65894118 (unedited backup) (by Bd officer) (scraped on Wed Oct 8 03:02:25 CEST 2025) in Can we have BNB at 1.5k EOY?:

The price of Bitcoin has gone up due to which the price of BNB currency has gone up a lot. BNB made a new ATH of $1342 yesterday, and surprisingly just $151 away from $1.5k. BNB did better than other altcoins, doing one ATH after another. Anyway, if the market conditions are good, we can expect it to be $1.5k this month.

Quote from: Crypto Library on October 02, 2025, 08:01:25 PM
Currently I can see some green lines in the market, especially BNB coin has moved back to around $1100 and I hope it will cross very soon, Because Bitcoin has also pumped and is about to cross around 121k.  but I still want to sell my BNB between $1200 and $1500.
Now I'm just waiting for time to see how long it takes. And in this sense, it's not too late for this year to end
Congratulations, the price has increased as you expected. Did you sell? Or will you hold for a few more days?