Last update: 2025-08-28_Thu_16.36h (Amsterdam time)
Change your preferences in LoyceV's notification bot.
See Notifications for others.
Crypto Library receives Notifications when he's quoted or mentioned
Ignore list:
Posts from these users are ignored:
1. Crypto Library
Posts in these topics are ignored:
none
Username "Crypto Library" occurred in the following posts (quoted and/or mentioned):
1. Post 65743649 (unedited backup) (by Smack That Ace) (scraped on Thu Aug 28 16:33:19 CEST 2025) in How do developing countries end up escaping poverty?:
I think the main reason a country is in poverty is because there are flaws in that country's government system, and that flaw is basically corruption. If corruption can be eliminated from this one country, then poverty can also be easily eliminated from that country.
If corruption is eliminated, the money in each sector will be used properly in that sector. For example, if there is no corruption in the education sector, if the students receive proper education, they will lead the country from within to free it from poverty.
So in my opinion, to eliminate poverty from a country, corruption must first be eliminated.
Corruption is human behavior, human nature and part of each of us. What guarantee is there that if any of us become politicians, we will not be corrupt? So there is no need to focus and spend too much time to eliminate corruption in a country, just keeping it at the lowest level is enough.
In addition, corruption is a factor that contributes to creating and maintaining poverty in a country. But that is not the only cause of poverty. Therefore, the Government needs to evaluate and review all aspects and issues to find the root cause and find solutions.
Corruption still occurs and exists in the United States, Europe and other developed countries. But they are still rich countries and people's lives are still much better and besides, there is still a part of poor, homeless people, not all of them have stable lives. Corruption is not the only cause.
2. Post 65743297 (unedited backup) (by Pandu Geddon) (scraped on Thu Aug 28 14:50:07 CEST 2025) in Taking a loan to invest in DCA method :
It is indeed not a problem to provide loans for his investment funding. But what is feared is that the habit of borrowing for investments will continue in the future. Even though there is the ability to repay the loan, there are unfavorable situations where his friends force investments without properly managing their own finances.
What's important is the ability to repay the loan. If this is not taken into account properly, finances could deteriorate.
And if we consider it from the other side, then basically a kind of greed is also at work here because, despite not having any money, just seeing the possibility of profit, he has decided to invest beyond what he can afford. And I definitely think that this is the reason for greed.
If someone explains to him differently about future trading tomorrow and presents the logic, then he will not hesitate to take a loan and do future trading, and of course, he will ignore the issues of experience and skill as they are ignored here and later he will suffer losses and face a lot of struggle to return the loan, which the lender will also have to do.
You are right, another factor that may be important in such cases is greed. A person's inability to control the desire to buy when seeing a good price, but not having the capital.
Although DCA can be done through routine purchases, when the budget does not align with the investment plan being implemented, there should be an adjustment in determining the budget for making purchases. One should not force themselves to borrow funds to continue with the investment plan.
3. Post 65743237 (unedited backup) (by Bluedrem) (scraped on Thu Aug 28 14:30:31 CEST 2025) in T20 and T20I cricket prediction and discussion:
Actually, if we consider this year's Asia T20 Cup, as always, the Indian team will have to be considered the most favorite team. But although Pakistan has had a team to compete with the Indian team in the past seasons, but in this current season I don't think there is any team in the Asia Cup that can compete with the Indian team.
If we talk about Group A, then apart from India, Oman, Pakistan and the United Arab Emirates are known as weak teams. On the other hand, if we think about group matches, then Afghanistan, Bangladesh, Hong Kong, Sri Lanka are not teams that can beat India. So I think the Indian team will win the Asia Cup this time like scoring goal in an empty field.
Since the Asia Cup matches will be T20s, there is a little doubt that India will be the champion this time. Because in T20s, no team is a hot favorite. If two or three batsmen of a team can perform well in a match, then the match is tilted towards that team. Yes, we have to admit that the performance of the players in other teams is not that good compared to those who have great players in the Indian team. But we know that cricket is a game of glorious uncertainty. Even though Oman, Emirates, Hong Kong are weak teams, I think India will have to win in the second round with Pakistan, Afghanistan, Sri Lanka.
As cricket lovers, we always want the match to end in a tight manner, no matter which team wins. Let's see how the teams perform when the Asia Cup starts and which team can become the champion.
4. Post 65742003 (unedited backup) (by God Of Thunder) (scraped on Thu Aug 28 06:55:31 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):
আমি তো ভাই এখনও পর্যন্ত একবারও ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেয়নি কিন্তু ই-টিন ঠিকই করেছি। এখনো পর্যন্ত আমাকে কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি কিন্তু নতুন আইন পাশ করার ফলে একটু আতঙ্কে আছি তাই এখানে এই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা ।
আর আমি ই-টিন খোলার সময় স্টুডেন্ট হিসেবে খুলেছিলাম
সমস্যায় তো আমিও পরি নাই। কিন্তু সমস্যা হতে কতোক্ষন? নতুন আইন অনুযায়ী ট্যাক্স রিটার্ন দিতে দেড়ি করলে প্রতিদিনের জন্য ৫০ টাকা করে জরিমানা করা হবে। এই আইন দেখেই তো অনেক মানুষ চিন্তায় পড়ে গেছে। এর ওপর আরেক আইন হলো কেউ যদি কোনো তথ্য হাইড করে বা ভুল তথ্য দেয় বা জিরো রিটার্ন দেয়, তাহলে জেল জরিমানা করা হবে। এখন যাবেন কই? তো এখন আবার আরেক নতুন আইন আসছে আর সেটা হলো কেউ চাইলে টিন বাতিল করতে পারবে। তবে এটা বেশ লম্বা একটা প্রসেস। বিগত ৩ বছরের ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট এবং সেগুলো করযোগ্য কোনো ইনকাম থাকতে পারবে না। আরো বিভিন্ন রুলস আছে, সেগুলো সব আমার মনে নাই। তবে এখন বাতিল করার সিস্টেম আছে। আমার মনে হয় না কেউ এসব ঝামেলায় যেতে চাইবে।
5. Post 65740224 (unedited backup) (by Agbamoni) (scraped on Wed Aug 27 17:55:49 CEST 2025) in How do developing countries end up escaping poverty?:
I think the main reason a country is in poverty is because there are flaws in that country's government system, and that flaw is basically corruption. If corruption can be eliminated from this one country, then poverty can also be easily eliminated from that country.
You're point is spot on. If the government can reduce the amount of yearly budget that they embezzle, there will be enough money circulated around the country. Because of the bad government, no enough money is circulating in the country. Which is very bad for a country where the currency value is depreciating massively every year. At least everybody, should have a comfortable home, and live comfortably. Well, it will be very difficult to eliminate poverty since there will always be greedy and selfish government in my country.
6. Post 65737285 (unedited backup) (by Z_MBFM) (scraped on Tue Aug 26 20:45:01 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):
আর ইনকাম ট্যাক্স রিটার্ন এর বিষয়টা সম্পর্কে আপনার কোন অভিজ্ঞতা আছে বা পরামর্শ?
আমি ৩ থেকে ৪ বছর আগে ই-টিন রেজিস্ট্রেশন করেছিলাম কি কারনে যেনো। এখন দেখছি প্রতি বছর রিটার্ন দেয়া বাধ্যতামূলক করেছে। আবার যদি কেউ জিরো রিটার্ন দেয়, তাহলে নাকি জেল আবার সাথে জরিমানা আরোপ করা হবে। রিটার্ন জমা দিতে দেড়ি করলে প্রতিদিন ৫০ টাকা করে জরিমানা। এখন কই যাবেন বলেন। এগুলা নিয়ে তো পুরা চিপায় পড়ার মতো অবস্থা হচ্ছে। এখন মনে হচ্ছে কেনো ই-টিন রেজিস্ট্রেশন করেছিলাম। যদিও আমি এই বছর জিরো রিটার্ন দাখিল করেছি। এই বছরই নতুন আইন পাশ করলো যে কেউ যদি জিরো রিটার্ন দাখিল করে, তাইলে জেল জরিমানা হবে। এখন আমি আশায় আছি, যেহেতু এই বছরই এই নতুন আইন এসেছে, আশা করি এই বছর অন্তত এটা তারা এপ্লাই করবে না। সামনের বার রিটার্ন দাখিল করার সময় এই ব্যাপার গুলো মাথায় রেখে কাজ করা লাগবে। আপনারাও পরামর্শ দিয়েন কি করা যায়।
আমি তো চার বছর যাবত প্রতিবছরেই রিটার্ন দেই তবে কিভাবে রিটার্ন দেয় এই সম্পর্কে এখনো ভালো বুঝি না। একটি উকিল দিয়ে কিছু টাকা দিয়ে কাজগুলো করাইছি। এবছর এখনো রিটান দেয়নি। তবে শুনতেছি আগের থেকে এখন আয়কর রিটার্ন নিয়ে অনেক কিছুই পরিবর্তন করেছে। আমি তো এতদিন শুধুমাত্র জিরো রিটার্ন দিয়ে আসছি। কিন্তু এখন যে কোন ঝামড়ার মধ্যে পড়ে গেল আল্লাহ ভালো জানে। এই বিষয় নিয়ে উকিলের সাথে কথা বলতে হবে তারাই একটি সমাধান বের করে দিবে। প্রতিবছর এই রিটার্ন দেওয়া ঝামেলার একটি বিষয়। একটি কারণে ই-টিন করেছিলাম সেটা এখন বলার কাটা হয়ে আছে। না পারতেছি বন্ধ করা না পারতেছি প্রতি বছর টাকা দিয়ে দিয়ে রিটার্ন দাখিল করার জামেলা নেওয়া
7. Post 65735631 (unedited backup) (by Japinat) (scraped on Tue Aug 26 12:06:55 CEST 2025) in The Impacts of sports betting on the Sports industry:
Especially since a large number of people are leaning towards sports betting, they watch various live streams, whether for sports analysis or to keep an eye on it while it's happening, and from there the sports industry earns indirectly, and that's basically how I think sports betting impacts the sports industry.
By providing data, the sports industry was able to profit from sports betting. But that’s just one part of it, the bigger impact is that sports betting makes people more interested in watching the games. Some fans even learn about sports they weren’t familiar with before, just because they started betting on them online.
For me, the impact is positive. As long as the league preserves its good reputation, more people will keep watching.
8. Post 65734992 (unedited backup) (by God Of Thunder) (scraped on Tue Aug 26 08:11:25 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):
আর ইনকাম ট্যাক্স রিটার্ন এর বিষয়টা সম্পর্কে আপনার কোন অভিজ্ঞতা আছে বা পরামর্শ?
আমি ৩ থেকে ৪ বছর আগে ই-টিন রেজিস্ট্রেশন করেছিলাম কি কারনে যেনো। এখন দেখছি প্রতি বছর রিটার্ন দেয়া বাধ্যতামূলক করেছে। আবার যদি কেউ জিরো রিটার্ন দেয়, তাহলে নাকি জেল আবার সাথে জরিমানা আরোপ করা হবে। রিটার্ন জমা দিতে দেড়ি করলে প্রতিদিন ৫০ টাকা করে জরিমানা। এখন কই যাবেন বলেন। এগুলা নিয়ে তো পুরা চিপায় পড়ার মতো অবস্থা হচ্ছে। এখন মনে হচ্ছে কেনো ই-টিন রেজিস্ট্রেশন করেছিলাম। যদিও আমি এই বছর জিরো রিটার্ন দাখিল করেছি। এই বছরই নতুন আইন পাশ করলো যে কেউ যদি জিরো রিটার্ন দাখিল করে, তাইলে জেল জরিমানা হবে। এখন আমি আশায় আছি, যেহেতু এই বছরই এই নতুন আইন এসেছে, আশা করি এই বছর অন্তত এটা তারা এপ্লাই করবে না। সামনের বার রিটার্ন দাখিল করার সময় এই ব্যাপার গুলো মাথায় রেখে কাজ করা লাগবে। আপনারাও পরামর্শ দিয়েন কি করা যায়।
9. Post 65734327 (unedited backup) (by Review Master) (scraped on Tue Aug 26 00:20:13 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):
। এখন শুধু অপেক্ষায় আছি যে, আজকে দিন শেষে ETF এর Outflow হবে নাকি Inflow হবে এবং Michael Saylor এর বিটকয়েন ক্রয়ের টু্ইট কখন আসবে। যদি ETF এর Inflow হয় এবং Michael Saylor ও টুইট করে, তাহলে এখান থেকে হয়তো আমরা একটা পাম্প আশা করতে পারে, কিন্তু সেট অবশ্যই অল্প সময়ের জন্য হবে।

ভাই এই মাত্র দেখতে পেলাম Michael Saylor টুইটারে পোস্ট করেছে, MSTR কোম্পানি প্রতি সপ্তাহে বিটকয়েন ক্রয় করে যাচ্ছে। আজকে তারা ঘোষণা দিয়েছে, এই সপ্তাহে ৩৫৬ মিলিয়ন ডলার দিয়ে ৩০৮১ টি বিটকয়েন কিনেছে। MSTR টোটাল হোল্ডিং ৬৩২,৪৫৭ টি বিটকয়েন হোল্ড করেছে।
ওইতো আমি আগের পোষ্টটি করার কিছুক্ষণ পরে দেখি Saylor টুইট করেছে, তাই আর আমি নিজে ওটি নিয়ে লেখি নাই। ভাবলাম আপানদের কেউ নাহ কেউ হয়তো লেখবেন এবং সকলের মার্কেট নিয়ে আলোচনাও হয়ে যাবে। যাইহোক এই টুইটটা তেমন কোনো প্রভাব রাখতে পারে নি আমার মতে। কারণ সকলে এখনো neutral হয়ে আছে এবং আমাদের এখন একটা ভালো খবর দরকার, যেটি সকলে bullish করে তুলবে।

যাইহোক, আজকে বিটকয়েনের দাম $১১০k নেমেছিলো, কিন্তু এখন কিছুটা বেড়েছে, বর্তমানে $১১২k রয়েছে। হয়তো আরও কিছুটা পাম্প করতে পারে।
কি আর পাম্প ভাই, মার্কেট পুরাই লাল হয়ে গেছে। আর আপনি যে ১১২ হাজারে দেখেছেন, এটা বলা যায় যে Michale Saylor এর টুইটের কারণেই হয়েছে। আসল কাহিনী কালকে দেখা যাবে যে, ETF এর Inflow নাকি Outflow হইলো। তবে মার্কেট এখান থেকে আবার বৃদ্ধি পাবে, এটা বলা যায়। কিন্তু সেটি কখন ঘটতে পারে, সব নির্ভর করবে বিভিন্ন ভালো খবর এবং ETF এর Inflow এর উপর - এটি আমি মনে করি।
এখন আমার একটা প্রশ্ন? MSTR যেভাবে বিটকয়েন জমা করতেছে, তাতে মনে হয় তারা শিগ্রই সেল করবে না, হয়তো তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আরও অন্যান্য কোম্পানি গুলো হোল্ডিং করা শুরু করেছে, যদি তারা বিক্রি না করে তাহলে কি ২০২২ সালের মতো বিটকয়েনের দামের পতন হবে? নাকী ভবিষ্যতে বড় ধরনের পতন হওয়ার সম্ভাবনা কম রয়েছে?
আপনি ETF এর বিষয়টি এখনো জানেন কি নাহ, তবে মার্কেটে ২০২২ সালের মতো ধস দেখতে পারি। যদি সাধারণ স্টক মার্কেটে কোনো ধরনের ধস চলে আসে এবং ETF এর Outflow বেশি পরিমাণে শুরু হয়ে যায়। সেই সাথে যদি whales রা বিক্রি শুরু করে, তাহলে সকলে panic করবে । আর এটিই যথেষ্ট হবে, মার্কেটে ধস নিয়ে আসার জন্য। তাই শুধুমাত্র একটি বিষয় দেখলে হবে নাহ, বরং অনেকগুলো বিষয় একসাথে হইতে পারে ওমন ধস মার্কেটে আনার জন্য।
আমার মনে হয় বিটকয়েনের পাম্প শেষ। ১২৪কে ছিলো হাইয়েস্ট। এখন ইথেরিউম আপ সাইডে যাবে এবং সবার আশার অল্ট সিজন শুরু হবে।আপনারা কি বলেন?
আমার সেটি মনে হয় নাহ। ১২২ হাজারে নতুন সর্বোচ্চ মূল্য নির্ধারণ করার পরেও বিটকয়েন এমন ডাম্প কিংবা কারেকশন করেছিলো। যদিও ডাম্পের পরিমাণটা কম ছিলো, কিন্তু এরপর তো আবার পাম্প হওয়ার পর ১২৪ হাজারে পৌছাইছে। তাই আমার মনে হয়, একটু সময় লাগবে এবং বিটকয়েন আবার পাম্প করবে।
আমি একটি টুইটে পড়ে দেখলাম একজন বিটকয়েন whale তার বেশিরভাগ বিটকয়েন বিক্রি করে এবং ইথিরিয়াম ক্রয় করেছে। আর তার এই বিক্রির কারণেই মূলত গতদিনের বিটকয়েন মূল্য অধপতন দেখা দিয়েছিলো বলা যায়। এইটা একধরনের সংকেত বলা যায়, ইথিরিয়ামের মূল্য আরো বৃদ্ধি পেতে পারে। আর অল্টকয়েনের বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে যে, বিটকয়েন sideways এ চলবে কি নাহ। কারণ বিটকয়েনের মূল্য যদি আবার হঠাৎ করে কমে যায় , তাহলে ইথিরিয়ামও কমে যেয়ে হয়তো বৃদ্ধি পাবে। কিন্তু অল্টকয়েনগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম।
এখন বর্তমানে বিকাশ একাউন্টে টাকা ঢুকাই কারণ ব্যাংক থেকে আমাকে অলরেডি স্টেটমেন্ট দিতে বলেছিল আমার আরনিং সোর্স এর।
আপনার কি ব্যাংক একাউন্ট student নাকি? কারণ সাধারণ ব্যাংক একাউন্টে কখনো আর্নিং সোর্স দিতে বলে নাহ, আমাকে কোনোদিন বলেনি আর কি। তবে যেই একাউন্টটা student হিসেবে খোলা হয় এবং আপনি ৫০ হাজারের উপরে লেনদেন করতে যাবেন, ব্যাংক আপনার একাউন্ট Freeze করবে এবং আর্নিং সোর্স দেখাতে বলবে।
আর সাধারণ একাউন্ট খোলার সময় পেশা বলবেন যে, ফ্রিল্যান্সার এবং আপনি বাহিরের এবং দেশের কিছু ক্লায়েন্টের জন্য কাজ করে। আর কোনো কিছু লাগবে নাহ এবং ব্যাংক ম্যানেজার আরো খুশি হবে, কারণ তাদের ব্যাংকে টাকার লেনদেন আপনার জন্য বাড়বে।
তখন এক বন্ধুর সাথে আমি সিটি ব্যাংকে যাই অ্যাকাউন্ট খোলার জন্য কারণ সিটি ব্যাংক এর সার্ভিস অন্যান্য গুলো থেকে ভালো, যখন একাউন্ট খোলার জন্য যাই তখন মূলত তারা স্টুডেন্ট একাউন্ট খুলতে ছিল না, যেহেতু ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এর সাথে আমার বন্ধুর ভালো সম্পর্ক ছিল তাই সে বলল একটা জেনারেল সেভিংস একাউন্ট খোলা যেতে পারে অনেকটাই স্টুডেন্ট একাউন্ট এর মতনই, কিন্তু এইখানে আমার আর্নিং সোর্স হিসেবে দেখাতে হবে যে আমার বাবা আমাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা দেয় তো তখন আমি আমার বাবার আয়কর রিটার্ন কপি নিয়ে, টিন সার্টিফিকেট নিয়ে একাউন্টটা খুলি।
আপনি তো ভুলটা করছেন একাউন্ট খুলার সময়ে, ওই ম্যানেজার যেহেতু আপনার একাউন্টটাকে আপনার বাবার নমিনিতে রেখে করে দিয়েছে। তাহলে ব্যাংক তো আপনার একাউন্টের উপর তদারকি করবেই এবং লেনদেনে সীমা অতিক্রম করলে আপনার কাছে কাগজপত্র চাইবেই।
সবচেয়ে ভালো হয়, ওই একাউন্টটা বন্ধ করার পর নতুন করে আর একটি নিজের একাউন্ট তৈরি করা। আর যেই ব্যাংক বেশি কাগজপত্র চাইবে, সেখানে একাউন্ট খোলাই দরকার নাই। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে যখন business একাউন্ট খোলে তখন ট্রেড লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র চায়। তাই ভালো সাধারণ একাউন্ট খুলবেন, কিন্ত বলবেন যে, সাধারণের মধ্যে যেটি এটিএম দিয়ে লাখে প্রতিদিন টাকা তুলা যায় সেটির একাউন্ট করে দিতে।
এখন আসি ফ্রিল্যান্সার এর কথায়, এখানে আমি পরামর্শ চাইবো যে আমি কি ডকুমেন্টস দেখাবো? কারণ আমাদের আর্নিং তো বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্রিপ্টো থেকে, আর ক্রিপ্ত তো বাংলাদেশে অবৈধ। আর আমরা ডলার টা পাই হল ক্রিপ্টো ওয়ালেটে বা বাইনান্সে এইটা তো আর স্টেটমেন্ট হিসেবে দেখানো যাবে না।
ভাই বাংলাদেশে ক্রিপ্টো অবৈধ বললে ভুল হবে। কারণ stablecoin ও কিন্তু ক্রিপ্টোর মধ্যে পড়ে এবং সেটি অবৈধ নয় । তার চেয়ে বড় কথা, বাংলাদেশে ক্রিপ্টো ব্যাংকিং লেনদেন নিষেধ এবং অবৈধ বললেও ভুল হবে বলা যায়।
আপনাদেরকে একটি বুদ্ধি দেই, যারা ডকুমেন্টস নিয়ে চিন্তা করেন। আপনারা একটি নির্দিষ্ট ওয়ালেটে সবসময় stablecoin এর লেনদেন রাখবে এবং সেটিই আপনার ডকুমেন্টস হিসেবে কাজ করবে। উদাহরণ হিসেবে, আপনি যদি বিটকয়েন কিংবা ইথিরিয়ামে কিংবা অন্য কোনো টোকেনে পেমেন্ট পান, তাহলে সেটিকে stablecoin এ পরিবর্তন করবে একটি ভিন্ন এক্সচেঞ্জ ব্যবহার করে। এরপর সেই stablecoin আপনার নির্দিষ্ট ওয়ালেটে পাঠাবেন এবং সেটি ওয়ালেট থেকে আবার আপনার মূল এক্সচেঞ্জে পাঠাবেন, যেখানে আপনারা P2P এর মাধ্যমে বিক্রি করবে। এভাবে যদি লেনদেনটা সম্পূর্ণ করলে আপনার বিপদের সময় সেই ওয়ালেটের ট্রান্সজেকশনগুলো আপনারা প্রমাণ হিসেবে দেখাবেন যে, আপনি stablecoin এ পেমেন্ট নিয়েছে আপনার কাজের এবং বাংলাদেশ ব্যাংক তো stablecoin অবৈধ বলে নাই।
এরপরও অন্যান্য বিষয় রয়েছে, সেগুলো আপনারা মাথা খাটাইলে পার পেয়ে যাবেন। আমি তো আর সবকিছু এই জনসমক্ষে বলবো নাহ, নইলে তো ভাত তুলে খাইয়ে দেওয়া হয়ে যাবে।

আবার ফ্রিল্যান্সার বললে তারা ফ্রিল্যান্সিং কার্ডও যায়, ঘটনা হইল ফ্রিল্যান্সিং কার্ড তো বাড়ানো যায় কিন্তু যদি তারা আমাকে কাজ শো করতে বলে আমি তখন কি কাজ দেখাবো?
ওই ফ্রিল্যান্সিং কার্ড কেউ করেও নাহ, কারণ গত সরকার ওই কার্ড চালু করেছি তাদের নিজস্ব স্বার্থে। বাংলাদেশের বাঘাবাঘা ফ্রিল্যান্সারদের সাথে কিছু পরিচয় আছে, তারা ওই কার্ড কখনো করে নাই। আর এক ভাইকে গতমাসে পোষ্ট করতে দেখলাম যে, কিছু মন্ত্রী তাদের কালো টাকা পাচারের জন্যই মূলত ওই কার্ড আর সংস্থাটা তৈরি করেছিলো। আর ওই কার্ড দিয়ে তেমন কোনো সুবিধা নাই। আপনাকে ব্যাংকে যেয়ে আবার একই পেরা নিতে লাগবে। এর থেকে ভালো ওই কার্ড নাহ করার।
আর ব্যাংক কার্ড চাইলে বলবেন যে, কার্ড করি নাই এবং কাজ করে তেমন সময় হয় নাহ, ওই কার্ড আবার কখন Renew করবো ? আর ব্যাংক মনে হয় নাহ, আপনার থেকে এত কাগজ চাইবে।
আর ইনকাম ট্যাক্স রিটার্ন এর বিষয়টা সম্পর্কে আপনার কোন অভিজ্ঞতা আছে বা পরামর্শ?
ফ্রিল্যান্সারদের তো কোনো প্রকার ট্যাক্স রিটার্ন জমা করতে লাগে নাহ, তাহলে তো এটির প্রশ্নই আসে নাহ। বরং সরকার এবং ব্যাংকগুলো আপনাকে incentive দিবে যদি আপনার ইনকামের মাধ্যমগুলোর বিস্তারিত কাগজপত্র ব্যাংকে জমা দেন।
10. Post 65733651 (unedited backup) (by Rikafip) (scraped on Mon Aug 25 20:53:13 CEST 2025) in Brief monthly overview of the local board activity:
Time has come for yet another brief monthly overview, and this time a little bit earlier than usual as I am travelling tomorrow and won't be too active till Sunday. All charts and tables are made using Ddmrddmr Merit Dashboard and @TryNinja Ninjastic.space while images are uploaded via TalkImg.com - Image hosting for BitcoinTalk made by @joker_josue.
Communities marked with * (Pakistan, Bengali) don't have their own local boards yet, but I included them anyway, hoping that theymos will finally give them their own local boards.
Post activity per local board during July 2025During July, 13735 posts were written across local boards which is a solid increase compared to June (12762). Nigerian board not only kept the first spot they took from Russian board, but even increased the difference reaching their all time high of 3430 posts, while all the other boards afe far behind top two.
Regarding the boards that had decreased activity, French sticks out as their post number dropped by 50%, making it all time low (at leasts since I am making these overviews).
Active members per local board during July 2025During the above mentioned period, 1348 members frote at least 1 post in one of the local borads, which is a big increase compared to June (1191). Majorify of this increase goes to Nigerian and Russian local boards, but other big boards contributed to that as well.
Also, its worth mentioning that Nigerian board is coming dangerously close to Russians and might overtake them in this metric as well.
Local board members per amount of posts during July 2025When it comes to the members who wrote only 1 post, Greek board is the leader with 71%, while in the same bracket Pakistan had only 11 % of such members.
In the 2-9 posts bracket, Bengali is at the top with 52% of such members, while Croatian local board had only 14% of members who wrote that amount of posts.
Regarding the 10+ posts bracket, Pakistan leads with 53% while at the same time French local; board had only 8% of such members.
Merit shared per local board during July 2025During July 8367 merit was sent across local boards that are part of this overview, which is surprisngly lower than during June (8710), despite two most merited boards having increased amount of merit shared. This decrease happened simply bnecause German board went from 1603 merit shared in june to only 604 in July, casuing this dump.
Merit/Post ratio per local board during July 2025 During July, average merit per post ratio across local boards was 0.61 which is a drop compared to June (0.68). No surprise there since number of post went up while merit went down.
While in june 4 local boards had over 1 merit/post ratio, this time only Spanish local boartd managed to reach that.
Merit senders and receivers per local board during July 2025During July 534 members sent while 641 rereived merit on one of the local boards which is surprisingly an increased compared to June (529 senders/613 reicevers). I say surprisngly since merit shared went down noticeable, but maybe the fact that majorioty of that decrease happened on 1 board didn't affect the total numbers.
Percentage of merited posts across local boards during July 2025Once again Romanian local bpoard is at the top, but this time with a little bit more realistic 55% of merited posts (compared to June's 73%).
Merit per transaction across local boards during July 2025And last in this series of charts, the one that shows meriting habits in local boards, which you can see differentiate quite a bit.
The most active members per local board during July 2025And in the end, list of the most acrive members per local board. joker_josue from Portuguese local board is once again at the top with 168 posts, while two members from Russian board ( Julien_Olynpic with 158 and klarki with 155 posts) are 2nd and 3rd. GG guys!
11. Post 65732028 (unedited backup) (by Review Master) (scraped on Mon Aug 25 13:08:31 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):
Michael Saylor এর বিটকয়েন ক্রয়ে ইঙ্গিত: Saylor আজকে
সন্ধ্যার সময় টুইট করে ইঙ্গিত দিয়েছে যে, সে আরো বিটকয়েন ক্রয় করতে পারে। তাই যারা Perp কিংবা Derivative ট্রেডিং করেন, তারা নতুন ট্রেড নিতে পারেন। কারণ মার্কেট ডাম্প করার সম্ভাবনা অনেক। এর আগে যতবারই ক্রয় করেছে, মার্কেট আগে ডাম্প হয়েছিল এবং তার টুইটের পরই মার্কেট ভালো পাম্প করতো। বাকি নিজেরা বিশ্লেষণ শেষ করে ট্রেড নিয়ে।
কালকে রাতে যখন এটি লেখতেছিলাম তখন মার্কেট সেই ডাম্প দিয়েছিলো এবং আমি সেটি লক্ষ্যই করি নাই। পোষ্ট করার পর যখন ঘুমাতে যাবো, তখন দেখি মার্কেট পুরাই লালে লাল

যাইহোক একেবারে সকলে কোনোকিছুতে ট্রেড নিয়েন নাহ, কারণ ১১০ হাজারের নিচে বিটকয়েনের মূল্য গেলে, বিশাল ধরনের মার্কেটে ধস দেখা যেতে পারে। যদিও এটির সম্ভাবনা কম দেখতেছি, দেখি বাকি কি হয়। এখন শুধু অপেক্ষায় আছি যে, আজকে দিন শেষে ETF এর Outflow হবে নাকি Inflow হবে এবং Michael Saylor এর বিটকয়েন ক্রয়ের টু্ইট কখন আসবে। যদি ETF এর Inflow হয় এবং Michael Saylor ও টুইট করে, তাহলে এখান থেকে হয়তো আমরা একটা পাম্প আশা করতে পারে, কিন্তু সেট অবশ্যই অল্প সময়ের জন্য হবে।

আপনি ব্যাংকের জন্য ১২৬.৫-১২৭ করে পান নাকি বিকাশ অথবা নগদে গেটওয়ের জন্য এমন রেট পান। যদি বিকাশ কিংবা নগদের জন্য হয়, তাহলে রেট খারাপ নাহ। আর ডলারের রেট সবসময় এক রকম থাকে নাহ, বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে কম-বেশি হয়ে থাকে।
ভাই আমি বিকাশ বা নগদে পিটুটি করি সবসময়। ব্যাংকে একটু ঝামেলা মনে হয় আমার। কি ঝামেলা সেটা ভালো করেই জানেন আপনি। বিকাশে যখন ইচ্ছা যা মন চাচ্ছে ঢুকাচ্ছি বের করতেছি! বাট ব্যাংকে ইচ্ছেমতো ঢোকানো রিস্ক আমার মতে। যেহেতু ক্রিপ্টো, তাই সোর্স দেখানো পেরা। আবার নাকি ট্যাক্সের ডকুমেন্টের কাহিনি আছে।
আপনি যদি চেনাজানা কারো কাছে প্রতিমাসে লেনদেন করেন, তাহলে তো ব্যাংকে কোনো সমস্যা নেই। বিশ্বস্ত এবং ভালো লোকের সাথে অবশ্যই এটি করবেন। আর তাকে বলে দিবেন, যদি কখনো আপনাকে বা আমাকে ব্যাংক থেকে এই লেনদেনের বিষয়ে জিঙ্গেস করে, তাহলে বলবো যে, দুইজন মিলে অনলাইনে কাজ করি এবং একজন পেমেন্ট নেওয়ার পর নিজেদের মধ্যে ভাগাভাগি করি। কিংবা এমন কোনো কাহিনী যেটা বিশ্বাসযোগ্য আর কি। আর ব্যাংকে লেনেদেনটা অল্প অল্প করে বাড়াবেন, যদি একবারে ৩-৪ লক্ষ টাকা ব্যাংকে নিয়ে নেন, তাহলে ব্যাংক আপনাকে নোটিশ দিবে এবং ধরা খাবেন। যদি প্রতিমাসে আপনি একটি নির্দিষ্ট পরিমাণের লেনদেন করে, তাহলে ব্যাংক আপনাকে সন্দেহ তেমন একটা করবে নাহ। কারণ তাদের তো ব্যাংকে cash inflow বেশি হচ্ছে এবং ফি ও পাইতেছে।

এখন বর্তমানে বিকাশ একাউন্টে টাকা ঢুকাই কারণ ব্যাংক থেকে আমাকে অলরেডি স্টেটমেন্ট দিতে বলেছিল আমার আরনিং সোর্স এর।
আপনার কি ব্যাংক একাউন্ট student নাকি? কারণ সাধারণ ব্যাংক একাউন্টে কখনো আর্নিং সোর্স দিতে বলে নাহ, আমাকে কোনোদিন বলেনি আর কি। তবে যেই একাউন্টটা student হিসেবে খোলা হয় এবং আপনি ৫০ হাজারের উপরে লেনদেন করতে যাবেন, ব্যাংক আপনার একাউন্ট Freeze করবে এবং আর্নিং সোর্স দেখাতে বলবে।
আর সাধারণ একাউন্ট খোলার সময় পেশা বলবেন যে, ফ্রিল্যান্সার এবং আপনি বাহিরের এবং দেশের কিছু ক্লায়েন্টের জন্য কাজ করে। আর কোনো কিছু লাগবে নাহ এবং ব্যাংক ম্যানেজার আরো খুশি হবে, কারণ তাদের ব্যাংকে টাকার লেনদেন আপনার জন্য বাড়বে।
কিন্তু আমার কথা হল বিকাশ একাউন্টে কি কোন হিসাব নাই? ধরো তুমি মাসে কয়েক লাখ টাকা ট্রানজেকশন করলা তাহলে এটার কি কোন স্টেটমেন্ট দিতে হবে না?
বিকাশ , নগদ কিংবা অন্যান্য যত MFS আছে, তারাও সবকিছু monitoring করে এবং আপনি যদি ভুলেও কোনো পুলিশের নজরে আসেন। তারপর থেকে আপনার জীবনের কালো অধ্যায় শুরু হয়ে যাবে।
আর MFS গুলো কখনো আপনাদের লেনদেন নিয়ে মাথা ঘামায় নাহ, তার একটি মাত্র কারণ তাদের Revenue এর মূল উৎস হচ্ছে, আপনি কিংবা অন্যান্য MFS ব্যবহারকারী। যেখানে বাহিরের দেশের MFS গুলো কোনো ট্রান্সজেকশন ফি নেয় নাহ Send Money করার ক্ষেত্রে, সেখানে বাংলাদেশের MFS গুলো রক্তচোষার মতো জনগণের টাকা নেয়। এরপরে আপনার টাকা তোলার ক্ষেত্রে তো তাদের ফি গলার কাটার মতো । কিন্তু ব্যাংকে আপনি কত টাকা পাঠাবেন কিংবা তুলবেন, সেটিতে ওমন ফি নেই। শুধুমাত্র cross-banking এর ক্ষেত্রে ১০ টাকা NPSB ফি দিতে লাগে এবং অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে সম্ভবত সর্বোচ্চ এখন ৩০টাকা লাগে এবং আপনি একবারে ২০,০০০ টাকা তুলতে পারবেন। আর MFS গুলো কেমন ফি নেয় , সেটি আর বলতে হবে নাহ।

12. Post 65730401 (unedited backup) (by DYING_S0UL) (scraped on Sun Aug 24 23:00:14 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):
আপনি ব্যাংকের জন্য ১২৬.৫-১২৭ করে পান নাকি বিকাশ অথবা নগদে গেটওয়ের জন্য এমন রেট পান। যদি বিকাশ কিংবা নগদের জন্য হয়, তাহলে রেট খারাপ নাহ। আর ডলারের রেট সবসময় এক রকম থাকে নাহ, বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে কম-বেশি হয়ে থাকে।
ভাই আমি বিকাশ বা নগদে পিটুটি করি সবসময়। ব্যাংকে একটু ঝামেলা মনে হয় আমার। কি ঝামেলা সেটা ভালো করেই জানেন আপনি। বিকাশে যখন ইচ্ছা যা মন চাচ্ছে ঢুকাচ্ছি বের করতেছি! বাট ব্যাংকে ইচ্ছেমতো ঢোকানো রিস্ক আমার মতে। যেহেতু ক্রিপ্টো, তাই সোর্স দেখানো পেরা। আবার নাকি ট্যাক্সের ডকুমেন্টের কাহিনি আছে।
চিন্তা করেছিলাম বাসার কাছেই একটা চার রাস্তার মোরে দুই একটা দোকান মিলিয়ে সুপার শপ এর মতন করব, কিন্তু তারপর ভেবে দেখলাম এমনিতেই লাভের গুড় পিঁপড়ায় খাবে তার উপর আর ছয় থেকে এক বছরের মধ্যে সেখানে স্বপ্ন এর আউটলেট খুলতে পারে তাই এই রিস্ক নেওয়ার মতন চিন্তাভাবনা আর বর্তমানে নিতাছি না।
আরেক চিন্তা ভাবনা করেছিলাম মেডিসিনের দোকান দিতে, কিন্তু লোক দিয়ে এখানে পোষাবে না, এখন কি বিজনেস করবো এটাই মাথায় আসেনা, যা টাকা কামাই করি তার বেশিরভাগই ভেঙে ফেলা হয়
যদি গ্রাম সাইডে থাকেন তাহলে সপ দিতে পারেন। বাট শহরে দিলে পোষাবে না। আমাদের এখানে (মেইন শহরে) প্রতি ১০ মিনিট পরপর স্বপ্নের আউটলেট। যেখানেই যাবেন স্বপ্ন দেখবেন।
মেডিসিনে কি জানি কোর্স লাইসেন্স নাকি করা লাগে? যেকোনো কেউ চাইলে করতে পারবে?
আমি এ পর্যন্ত p2p ট্রেডিং kucoin and binance এ করেছি, কিন্তু kucoin এর থেকে বাইনান্স এ রেট ভালো পাওয়া যায়। আমি মূলত মাসে একবার করে ডলারগুলো সেল দেই, এটাতে ট্রানজেকশন কম হয় মানি লন্ডারিং এর মামলায় ফাঁসার থেকে দূরে থাকার জন্য।
যাই হোক একটা কথা জানার ছিল আপনারা কে কিভাবে আয়কর রিটার্ন দিচ্ছেন?
আপনি কত রেট পান? এক্সাক সংখ্যা বলেন। এই লনডারিং এর কাহিনির জন্য আমি ব্যাংকে টাকা নেইনা!
আপতত এক লেডি মারচেন্ট রে পটায় রাখছি। তিনি অনেক ভালো রেট দেন। ১২৬.৭-১২৭। আমারে খালি নক করে বলে ডলার লাগবে, ডলার দাও, অডার দাও, লল।
এই ট্যাক্স রির্টানের জন্য আমি ইচ্ছা করেই ব্যাংক একাউন্ট খুলি নাই।
13. Post 65726293 (unedited backup) (by Review Master) (scraped on Sat Aug 23 20:13:13 CEST 2025) in বাংলাদেশ (Bangladesh):
ভাইরে ভাই, আমি যতবারে comeback করতে চাই, ততবারে কোনো নাহ কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। মনে হচ্ছে , আমার পরবর্তী প্রজন্ম ছাড়া আর comeback করা সম্ভব নাহ।

একাউন্টের হ্যান্ড চেঞ্জ করা এই ফোরামে নট অ্যালাওডেড

, তাই দয়া করে নিয়ম মেনে আপনি কাম ব্যাক করে ফেলুন

হাহা, জানি ভাই জানি। দেখা যাক, এইবছরে আর কোনো প্রকার ছোটোখাটো কামব্যাক দিতে পারি কি নাহ।

বর্তমান মার্কেটের অবস্থা অনুযায়ী মনে হয় নাহ, ZRO কিংবা ERA কিংবা অন্যান্য কোনো অল্টকয়েন আর ভালো পরিমাণে পাম্প করবে, কারণ Bitcoin ও Ethereum এর ETF এর কারণে মার্কেট ২ সপ্তাহ পর পর পুরাই ব্যস্তানপাতিকভাবে চলতেছে । আর এইদিকে সব অল্টকয়েন মারা খাচ্ছে। তাই সকলে সামনের ২ সপ্তাহ মার্কেট দেখুন এবং যেকোনো অল্টকয়েনে ট্রেড নেওয়ার আগে worst case scenario মাথায় রাখুন।
বর্তমানে মার্কেট এর অবস্থা অনেকটা মেয়েদের মুড সুইং এর মতন হওয়া শুরু করেছে, একেক সময় এক এক চিন্তা মাথার ভেতর ঢুকায় দিতেছে।
এর আগে আমি জেনুইনলি যেটা চিন্তা করতাম সেটা হচ্ছে মার্কেট ১২০ কে এর আশেপাশে অলটাইম হাই প্রাইস সেট করে আবার বিয়ার দিকে চলে যাবে, যেখানে মার্কেট অলরেডি 124কে তে অলটাইম হাই প্রাইস তৈরি করেছে এবং এবং তারপর কয়েকদিন দেখলাম মার্কেটের অবস্থা ভালো হচ্ছে এই হঠাৎ করে অল্ট কয়েন গুলো ৮ থেকে ১০ পার্সেন্ট পর্যন্ত পাম্প করতেছে আবার মার্কেট কারেকশন এর দ্বারা ডাউন ফলে যাচ্ছে
এরই মধ্যে বর্তমান সিচুয়েশন আবার বিশাল প্রাইজ ড্রপ করতেছে, মাঝখানে একটু আশা বাধছিলাম যে হয়তোবা আমরা অল্ট কয়েন সিজন দেখতে যাচ্ছি সে আশা আবার এখন বাদ দিতে হচ্ছে।
মুড সুইংটা আসলে হয় bitcoin এবং ethereum এর ETF Outflow এর কারণে। বাস্তব উদাহরণ হিসেবে দেখেন, বিটকয়েন সর্বোচ্চমূল্য পৌছানোর পর থেকেই শুধু ডাম্প হইতেছিলো। আর ETF এর outflow কিন্তু তার পর থেকেই শুরু হয়েছে।
উপরের ছবিটাতেই দেখতে পাচ্ছে যে, গত কিছুদিন যাবৎ শুধু outflow এ হইতেছে। বিশেষ করে ১৪ তারিখে bitcoin নতুন সর্বোচ্চ মূল্যে পৌছানোর পর থেকেই। আর গতকালকে যে পাম্প হইছ, সেটি মূলত Powell এর স্পিকিং এবং পরবর্তীতে interest cut এর ইশারা দেওয়ার কারণে। আর আজকে মার্কেট আবার ডাম্প করেছে এবং দেখা যাক সোমবারে ETF এর Inflow নাকি Outflow হয়।
14. Post 65725814 (unedited backup) (by LoyceV) (scraped on Sat Aug 23 17:36:38 CEST 2025) in Complete overview of users on DT1 and DT2 and their ratings:
496. 2136362:
TalkStar (
Trust: +10 / =0 / -0) (
737 Merit earned) (
Trust list) (
BPIP)
497. 2148411:
DIKUL (
Trust: neutral) (
151 Merit earned) (
Trust list) (
BPIP)
498. 2154195:
Nikisa (
Trust: neutral) (
217 Merit earned) (
Trust list) (
BPIP)
499. 2160117:
Harkorede (
Trust: +4 / =2 / -0) (
955 Merit earned) (
Trust list) (
BPIP)
500. 2168312:
yhiaali3 (
Trust: +1 / =0 / -0) (
2195 Merit earned) (
Trust list) (
BPIP)
501. 2178170:
Sayeds56 (
Trust: +3 / =0 / -0) (
748 Merit earned) (
Trust list) (
BPIP)
502. 2204241:
ICOEthics (
Trust: +23 / =1 / -0) (
892 Merit earned) (
Trust list) (
BPIP)
503. 2221613:
FontSeli (
Trust: +2 / =0 / -0) (
858 Merit earned) (
Trust list) (
BPIP)
504. 2376653:
Coyster (
Trust: neutral) (
1378 Merit earned) (
Trust list) (
BPIP)
505. 2403910:
Spokanistan51 (
Trust: +31 / =0 / -0) (
197 Merit earned) (
Trust list) (
BPIP)
506. 2423488:
Upgrade00 (
Trust: +11 / =0 / -0) (
2672 Merit earned) (
Trust list) (
BPIP)
507. 2479329:
iBitcoinHongKong8 (
Trust: +10 / =0 / -0) (
180 Merit earned) (
Trust list) (
BPIP)
508. 2503677:
BC.GAME (
Trust: +12 / =3 / -0) (
195 Merit earned) (
Trust list) (
BPIP)
509. 2514450:
rxalts (
Trust: +27 / =0 / -0) (
353 Merit earned) (
Trust list) (
BPIP)
510. 2517710:
dissi_xD (
Trust: neutral) (
66 Merit earned) (
Trust list) (
BPIP)
511. 2518540:
jackbauercsgo (
Trust: +12 / =0 / -0) (
118 Merit earned) (
Trust list) (
BPIP)
512. 2527697:
Soonandwaite (
Trust: +1 / =0 / -0) (
1953 Merit earned) (
Trust list) (
BPIP)
513. 2542787:
N0sferatu (
Trust: +6 / =1 / -1) (
86 Merit earned) (
Trust list) (
BPIP)
514. 2546135:
mandown (
Trust: neutral) (
1763 Merit earned) (
Trust list) (
BPIP)
515. 2551755:
Sat0shisGhost (
Trust: +5 / =0 / -0) (
275 Merit earned) (
Trust list) (
BPIP)
516. 2578892:
Jawhead999 (
Trust: neutral) (
1235 Merit earned) (
Trust list) (
BPIP)
517. 2581425:
ScamViruS (
Trust: neutral) (
737 Merit earned) (
Trust list) (
BPIP)
518. 2597426:
efialtis (
Trust: +25 / =0 / -0) (
1538 Merit earned) (
Trust list) (
BPIP)
519. 2601646:
gabecoin (
Trust: +1 / =0 / -0) (
35 Merit earned) (
Trust list) (
BPIP)
520. 2628855:
selassiesoildier (
Trust: +17 / =0 / -0) (
100 Merit earned) (
Trust list) (
BPIP)
521. 2630483:
-Lemming- (
Trust: neutral) (
128 Merit earned) (
Trust list) (
BPIP)
522. 2640292:
GOLD_official (
Trust: +3 / =1 / -0) (
182 Merit earned) (
Trust list) (
BPIP)
523. 2641992:
Issa56 (
Trust: +2 / =1 / -0) (
1008 Merit earned) (
Trust list) (
BPIP)
524. 2646239:
rsincognito (
Trust: +8 / =0 / -0) (
122 Merit earned) (
Trust list) (
BPIP)
525. 2649308:
markinaz (
Trust: +10 / =0 / -0) (
176 Merit earned) (
Trust list) (
BPIP)
526. 2658430:
TheNovemberMan (
Trust: +20 / =0 / -0) (
134 Merit earned) (
Trust list) (
BPIP)
527. 2662143:
rohang (
Trust: neutral) (
167 Merit earned) (
Trust list) (
BPIP)
528. 2680846:
SatsLife (
Trust: +13 / =1 / -0) (
519 Merit earned) (
Trust list) (
BPIP)
529. 2722098:
seek3r (
Trust: +18 / =1 / -0) (
2074 Merit earned) (
Trust list) (
BPIP)
530. 2724574:
FP91G (
Trust: neutral) (
1277 Merit earned) (
Trust list) (
BPIP)
531. 2737799:
Smartvirus (
Trust: +5 / =0 / -0) (
1257 Merit earned) (
Trust list) (
BPIP)
532. 2738899:
FatFork (
Trust: +7 / =0 / -0) (
2720 Merit earned) (
Trust list) (
BPIP)
533. 2739424:
NotATether (
Trust: +6 / =1 / -0) (
8832 Merit earned) (
Trust list) (
BPIP)
534. 2740383:
sweeteye (
Trust: +24 / =0 / -0) (
143 Merit earned) (
Trust list) (
BPIP)
535. 2744352:
bullrun2024bro (
Trust: +4 / =0 / -0) (
4995 Merit earned) (
Trust list) (
BPIP)
536. 2745549:
decodx (
Trust: +2 / =0 / -0) (
941 Merit earned) (
Trust list) (
BPIP)
537. 2746843:
Hookzup1 (
Trust: +37 / =0 / -0) (
275 Merit earned) (
Trust list) (
BPIP)
538. 2762272:
Peanutswar (
Trust: +3 / =3 / -0) (
1656 Merit earned) (
Trust list) (
BPIP)
539. 2767731:
Liquidoptions (
Trust: +26 / =2 / -0) (
858 Merit earned) (
Trust list) (
BPIP)
540. 2775128:
ImThour (
Trust: neutral) (
1658 Merit earned) (
Trust list) (
BPIP)
541. 2775483:
BlackHatCoiner (
Trust: +1 / =0 / -0) (
8692 Merit earned) (
Trust list) (
BPIP)
542. 2789068:
Solosanz (
Trust: +1 / =0 / -0) (
706 Merit earned) (
Trust list) (
BPIP)
543. 2789534:
Apocollapse (
Trust: neutral) (
846 Merit earned) (
Trust list) (
BPIP)
544. 2790123:
Plaguedeath (
Trust: neutral) (
732 Merit earned) (
Trust list) (
BPIP)
545. 2793306:
Despairo (
Trust: +1 / =0 / -0) (
934 Merit earned) (
Trust list) (
BPIP)
546. 2797996:
M-BTC (
Trust: +2 / =0 / -0) (
233 Merit earned) (
Trust list) (
BPIP)
547. 2812492:
darxiaomi (
Trust: +2 / =1 / -0) (
1186 Merit earned) (
Trust list) (
BPIP)
548. 2817209:
Disruptivas (
Trust: neutral) (
1568 Merit earned) (
Trust list) (
BPIP)
549. 2819174:
MrMojoRising26 (
Trust: +30 / =0 / -0) (
964 Merit earned) (
Trust list) (
BPIP)
550. 2844057:
Frank AlpenCoin (
Trust: +25 / =0 / -0) (
596 Merit earned) (
Trust list) (
BPIP)
551. 2855320:
meser# (
Trust: neutral) (
1014 Merit earned) (
Trust list) (
BPIP)
552. 2864880:
sam00 (
Trust: +4 / =1 / -0) (
1166 Merit earned) (
Trust list) (
BPIP)
553. 2867307:
_BlackStar (
Trust: neutral) (
1290 Merit earned) (
Trust list) (
BPIP)
554. 2875501:
Kamix (
Trust: neutral) (
75 Merit earned) (
Trust list) (
BPIP)
555. 2879601:
thiago007 (
Trust: +12 / =0 / -0) (
27 Merit earned) (
Trust list) (
BPIP)
556. 2886832:
Est2013 (
Trust: +19 / =0 / -0) (
122 Merit earned) (
Trust list) (
BPIP)
557. 2893573:
SATWAT (
Trust: +1 / =1 / -0) (
158 Merit earned) (
Trust list) (
BPIP)
558. 2905746:
GbitG (
Trust: neutral) (
535 Merit earned) (
Trust list) (
BPIP)
559. 2983978:
Eclipse33 (
Trust: +16 / =0 / -0) (
464 Merit earned) (
Trust list) (
BPIP)
560. 2992840:
Crytocanuk (
Trust: +5 / =0 / -0) (
21 Merit earned) (
Trust list) (
BPIP)
561. 3062562:
CARIBBEAN_TREASURES (
Trust: +15 / =0 / -0) (
510 Merit earned) (
Trust list) (
BPIP)
562. 3082389:
Steeley (
Trust: +29 / =0 / -0) (
404 Merit earned) (
Trust list) (
BPIP)
563. 3111761:
Slot Kid (
Trust: neutral) (
101 Merit earned) (
Trust list) (
BPIP)
564. 3120651:
baeva (
Trust: +1 / =0 / -0) (
1545 Merit earned) (
Trust list) (
BPIP)
565. 3121388:
blucepheus (
Trust: +15 / =0 / -0) (
218 Merit earned) (
Trust list) (
BPIP)
566. 3178351:
PeakDK (
Trust: +10 / =0 / -0) (
41 Merit earned) (
Trust list) (
BPIP)
567. 3240980:
raritycheck (
Trust: +16 / =4 / -0) (
190 Merit earned) (
Trust list) (
BPIP)
568. 3253914:
Cricktor (
Trust: neutral) (
2866 Merit earned) (
Trust list) (
BPIP)
569. 3254306:
_act_ (
Trust: neutral) (
1576 Merit earned) (
Trust list) (
BPIP)
570. 3322606:
PrivacyG (
Trust: neutral) (
2133 Merit earned) (
Trust list) (
BPIP)
571. 3333894:
KingsDen (
Trust: +6 / =0 / -0) (
1252 Merit earned) (
Trust list) (
BPIP)
572. 3335277:
Slissy (
Trust: neutral) (
201 Merit earned) (
Trust list) (
BPIP)
573. 3345198:
el che (
Trust: neutral) (
10 Merit earned) (
Trust list) (
BPIP)
574. 3365990:
Cryptogreatdane (
Trust: +16 / =0 / -0) (
489 Merit earned) (
Trust list) (
BPIP)
575. 3369389:
Humble Bitcoiners (
Trust: +15 / =1 / -0) (
277 Merit earned) (
Trust list) (
BPIP)
576. 3371937:
Jambo USA (
Trust: +7 / =1 / -0) (3 Merit
earned) (
Trust list) (
BPIP)
577. 3373858:
n0nce (
Trust: neutral) (
6008 Merit earned) (
Trust list) (
BPIP)
578. 3416506:
Pandu Geddon (
Trust: +2 / =0 / -0) (
660 Merit earned) (
Trust list) (
BPIP)
579. 3418694:
Crypto Library (
Trust: +2 / =0 / -0) (
1073 Merit earned) (
Trust list) (
BPIP)
580. 3419144:
Agbe (
Trust: +4 / =0 / -0) (
1415 Merit earned) (
Trust list) (
BPIP)
581. 3423588:
SmartGold01 (
Trust: +1 / =1 / -0) (
1101 Merit earned) (
Trust list) (
BPIP)
582. 3426831:
PreciousMetapsICT (
Trust: +15 / =0 / -0) (
236 Merit earned) (
Trust list) (
BPIP)
583. 3434176:
Z-tight (
Trust: neutral) (
1173 Merit earned) (
Trust list) (
BPIP)
584. 3434753:
slumberjack (
Trust: +10 / =0 / -0) (
96 Merit earned) (
Trust list) (
BPIP)
585. 3435957:
ragilab (
Trust: +1 / =0 / -0)
(0 Merit earned) (
Trust list) (
BPIP)
586. 3439672:
Suzuki Matt (
Trust: +15 / =0 / -0) (
114 Merit earned) (
Trust list) (
BPIP)
587. 3441086:
GxSTxV (
Trust: +2 / =1 / -0) (
844 Merit earned) (
Trust list) (
BPIP)
588. 3442536:
AHOYBRAUSE (
Trust: +2 / =4 / -0) (
1438 Merit earned) (
Trust list) (
BPIP)
589. 3442679:
satscraper (
Trust: neutral) (
2107 Merit earned) (
Trust list) (
BPIP)
590. 3449242:
Jossque (
Trust: neutral) (
2362 Merit earned) (
Trust list) (
BPIP)
591. 3459054:
turtlecute (
Trust: +1 / =0 / -0) (
76 Merit earned) (
Trust list) (
BPIP)
592. 3461002:
Otillio1330 (
Trust: +3 / =0 / -0) (
10 Merit earned) (
Trust list) (
BPIP)
593. 3462000:
light_warrior (
Trust: neutral) (
926 Merit earned) (
Trust list) (
BPIP)
594. 3468038:
Numeral (
Trust: neutral) (
1282 Merit earned) (
Trust list) (
BPIP)
595. 3468511:
eightdots (
Trust: neutral) (
909 Merit earned) (
Trust list) (
BPIP)
596. 3471165:
un_rank (
Trust: +2 / =0 / -0) (
1023 Merit earned) (
Trust list) (
BPIP)
597. 3477513:
usque_ad_finem (
Trust: neutral) (
313 Merit earned) (
Trust list) (
BPIP)
598. 3481963:
Marc1225 (
Trust: neutral) (8 Merit
earned) (
Trust list) (
BPIP)
599. 3486361:
PowerGlove (
Trust: +4 / =0 / -0) (
6282 Merit earned) (
Trust list) (
BPIP)
600. 3501819:
zuizui (
Trust: +3 / =0 / -0) (
22 Merit earned) (
Trust list) (
BPIP)
601. 3508591:
DOBLEBIT (
Trust: +12 / =0 / -0) (
245 Merit earned) (
Trust list) (
BPIP)
602. 3519432:
SirJohnVonSlotty (
Trust: +7 / =0 / -0) (
878 Merit earned) (
Trust list) (
BPIP)
603. 3527653:
MaxMueller (
Trust: neutral) (
3190 Merit earned) (
Trust list) (
BPIP)
604. 3540187:
apogio (
Trust: +4 / =1 / -0) (
1818 Merit earned) (
Trust list) (
BPIP)
605. 3543369:
WEB503 (
Trust: neutral) (
30 Merit earned) (
Trust list) (
BPIP)
606. 3543874:
blu3baer (
Trust: +1 / =0 / -0) (
22 Merit earned) (
Trust list) (
BPIP)
607. 3556284:
RebelMoney (
Trust: +2 / =0 / -0) (
123 Merit earned) (
Trust list) (
BPIP)
608. 3558380:
Mia Chloe (
Trust: +6 / =0 / -0) (
1325 Merit earned) (
Trust list) (
BPIP)
609. 3560419:
Box Guy (
Trust: +4 / =0 / -0) (5 Merit
earned) (
Trust list) (
BPIP)
610. 3570710:
promise444c5 (
Trust: +1 / =0 / -0) (
522 Merit earned) (
Trust list) (
BPIP)
611. 3609918:
@Whale (
Trust: +16 / =0 / -0) (
292 Merit earned) (
Trust list) (
BPIP)
612. 3623234:
Floxynice (
Trust: +1 / =2 / -0) (
284 Merit earned) (
Trust list) (
BPIP)
613. 3629575:
memehunter (
Trust: +3 / =2 / -0) (
643 Merit earned) (
Trust list) (
BPIP)
15. Post 65725571 (unedited backup) (by DYING_S0UL) (scraped on Sat Aug 23 16:14:13 CEST 2025) in Loan Agreement :
Okay,,, just remember,,, repay on time otherwise I will put red bambo on your ass,,,,

Understood -_-
Locking the thread until I repay.
16. Post 65725485 (unedited backup) (by DYING_S0UL) (scraped on Sat Aug 23 15:50:31 CEST 2025) in Loan Agreement :
Earlier in
this post, I asked if anyone could provide me with an interest free loan, and Crypto Library kindly agreed. So I'm making this post to keep everything transparent, official, and to avoid any kind of drama.
Loan Amount: 200 USDT
Repayment Amount: Same
Loan Reason: RTX 5060 Ti 16GB GPU
Loan Duration: Up to 1 months (I will try to repay as soon as possible)
Address: Shared via PM
17. Post 65724187 (unedited backup) (by HelliumZ) (scraped on Sat Aug 23 08:44:19 CEST 2025) in Cricket match prediction discussions:
The match 2nd ODI match between the South African team and the Australian team has been already started South African team to 277 Run, I thought that it could be easy for Australian team to beat but here I can say that of batter couldn't stand the South African bowlers specially they are top orders batsmens were really destroyed by the South African bowlers.
Anyway currently Australian team score is 170 after 32 overs and they have lose their five wicket, they need more 108 run to win, I have a very little hope about the Australian team to win this match.
Initially, it seemed that Australia might be able to equalize by beating South Africa in their second ODI match, but that was not possible for Australia. Australia's Mitchell Starc and Pat Cummins being out of the squad has thrown Australia off balance, which has resulted in a comparatively poorer bowling performance than South Africa. Australia won the T20 series but lost the ODI series.
18. Post 65723749 (unedited backup) (by laijsica) (scraped on Sat Aug 23 03:26:20 CEST 2025) in Which is more addicting?:
what i will just add is that itx not only about mindset alone but also about setting up practical limits before you even start playing!!!! more like deciding a bankroll in advance, using deposit limits where it is possible nd treating losses as entertainment

although an annoying type of entertainment but just can't start up regretting cause no one forced you into it in the first place! so you hav to swallow the loss with negative pride

that kind of structure helps stop the emotional torture early enough. but on a more serious not do you guys think platforms should do more to enforce these responsible gambling measures or should it be left completely on the players! since what they want is to make money off the players tooo.??
I agree with you that in addition to the mind set in gambling, it must be implemented by setting a certain amount as a bankroll before the start in. And then the only way we can enjoy gambling is to learn to accept both loss and win. Otherwise, instead of enjoyment, we will definitely feel stress.
And if we talk about gambling platforms, here they only make investments to get money from people, so no matter how much responsible gambling is mentioned on these platforms, it is actually an open secret that they are not really that effective.
Your advice on allocating a fixed amount of money may not be applicable to most gamblers. Yes, rich gamblers can continue to play according to your strategy, but poor and middle class gamblers can plan their weekly budget based on their income. Or there are other poor gamblers who prefer to gamble with their daily income. They do not set a budget before starting the game. The purpose of gambling should be for entertainment, not for income. You should gamble with self control and patience to overcome stress and be mentally prepared to lose most of the time. Use discretionary income for gambling so it does not negatively affect daily financial management.
19. Post 65723532 (unedited backup) (by Unknown Op) (scraped on Sat Aug 23 01:16:07 CEST 2025) in Cricket match prediction discussions:
The match 2nd ODI match between the South African team and the Australian team has been already started South African team to 277 Run, I thought that it could be easy for Australian team to beat but here I can say that of batter couldn't stand the South African bowlers specially they are top orders batsmens were really destroyed by the South African bowlers.
Anyway currently Australian team score is 170 after 32 overs and they have lose their five wicket, they need more 108 run to win, I have a very little hope about the Australian team to win this match.
Damn, I did not expect this outcome of thsi match. Australia squad faced another heavy defeat with huge lead and they already lost this one day format competition. Yes, I know one match is still remain to play, but this last fight will decide whether Australia squad can save themselves from whitewash or not.
South Africa squad was begun match with batting inning and managed to collect 277 scores and special thanks to Tristan Stubbs and Matthew Breetzke, both build freon batting partnership and collected 88 and 74 scores respectively.
If we recap both matches, batting performance of Australia squad looked bad. South Africa bowlers put high burden on Australian batters when their top order batters unable to display real performance. Lungi Ngidi played crucial in this victory and he picked up 5 important wickets of Australia squad.
20. Post 65719676 (unedited backup) (by Bitcoin Smith) (scraped on Fri Aug 22 01:01:49 CEST 2025) in ODI cricket and general cricketing discussion [self - mod]:
Looking at all this, it seems that their batting performance is currently deteriorating, but I will say here that in the case of all teams, sometimes good performance continues, here we also see a drop in performance sometimes.
And this is probably what is happening with the Australian team right now, I would say, they are facing this in the ODI format.
Australia is still the best team and probably on the same level as India, and bad day can happen to any team and they can even crumble under 100 for team total but it should not be considered as their actual potential, they can play better than that.
I am not watching any of these SA vs AUS tour but it could be due to the fact it's just a bilateral so they didn't go with their full potential because if we look at their history they will look like an average team until the day comes like semi or final then they will play like no one can beat them. Travis Head was overhyped due to the IPL so he should recover from that and focus on his batting, apart from that everything is good in Australian team.
21. Post 65718666 (unedited backup) (by Sithara007) (scraped on Thu Aug 21 20:21:31 CEST 2025) in T20 and T20I cricket prediction and discussion:
Umm, Got it, it's something like a cocktail tournament of some national teams and with some academic team. It seems like an interesting tournament, but all the matches are being played to find out the difference between the strong and weak teams in the eight tournaments, and besides, it is becoming very difficult for me to analyze this match to predict it.
The Chicago Kingsmen are an American T20 team, but it seems like they are giving the academy teams of Pakistan, Bangladesh, and Australia a hard time, which is really interesting, while the American cricket team can't keep up with them in the national squads.
Chicago Kingsmen seems to be in terrific form. So far they have won all the 5 matches that they played at the Top End T20 Series. And given the fact that the team is mostly comprised of players who are eligible to represent the United States, I would say that this is an important development. They have a few overseas players in their team, such as Sharjeel Khan, Asif Mehmood, Syed Saad Ali and Scott Kuggeleijn, but the top performers were American players such as Shayan Jahangir and Hammad Azam.
22. Post 65717892 (unedited backup) (by noormcs5) (scraped on Thu Aug 21 16:48:25 CEST 2025) in T20 and T20I cricket prediction and discussion:
Can someone please clarify for me what's the Top End T20 Series is actually based on? Here I see discussions of matches between Nepal and Pakistan and some other teams, but I don't really understand which league the teams mentioned actually belong to.
Is this a tournament between Australian domestic teams and international teams?
It's Top End T20 Series (Australia) 2025 ongoing combinely between three international B teams, like Pakistan B, Bangladesh B and Nepal A main teams, alongside with eight different Australian and Americans base academic teams. So it's great initiative from cricket Australia to groom the young talent to provide them opportunity to show his skills in order to get opportunity in first class cricket as well as some franchise Cricket. It's true that things will be tough for academic player to compete with some pro but it will really help them to polish thier skills as well as will help them to get some experience while facing them
Today was the match between Melbourne Stars Academy and Bangladesh A in the Top End series. Bangladesh A were batting first and if we look at their previous results so they were also losing multiple games before and for this game, I little bit knew that they are going to lose it too. Now Melbourne Stars Academy are on the fifth number and I hope that they will increase their rank more and will qualify for the Semi-Final.
So far the top four teams are
1 - Chicago Kingsmen
2 - Pakistan Shaheens
3 - Perth Scorchers Academy
4 - Northern Territory Strike